Prothomalo:
2025-05-12@02:36:08 GMT

সড়কে অনিয়ম

Published: 11th, May 2025 GMT

২ / ৮সালুটিকর বাজারে সড়কের পাশেই গড়ে উঠেছে সিএনজি স্ট্যান্ড

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এআই থেকে সুরক্ষা চান এলটন জন ও ডুয়া লিপারা

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার হুমকি থেকে নিজেদের সৃষ্টিকে সুরক্ষা দেওয়ার জন্য কপিরাইট আইন হালনাগাদ করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ তারকারা। তাঁদের মধ্যে রয়েছেন সংগীতশিল্পী ডুয়া লিপা, এলটন জন, অভিনেতা ইয়ান ম্যাকেলেন ও ফ্লোরেন্স ওয়েলচ।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উদ্দেশে লেখা এক খোলাচিঠিতে চার শতাধিক সংগীতশিল্পী, লেখক ও শিল্পী স্বাক্ষর করেছেন। তাঁদের বক্তব্য, উপযুক্ত সুরক্ষা না দিলে তাঁদের সৃষ্টিকর্ম প্রযুক্তি কোম্পানিগুলোর কাছে ‘উপহার’ দিয়ে দেওয়ার মতো হবে। চিঠিতে আরও বলা হয়েছে, এ উদাসীনতার কারণে হুমকির মুখে পড়তে পারে যুক্তরাজ্যের ‘সৃজনশীল সাম্রাজ্য’।

প্রধানমন্ত্রীকে পাঠানো ওই চিঠিতে একটি প্রস্তাবিত সংশোধনীকে সমর্থনের আহ্বান জানানো হয়েছে। সেটি হলো ডেটা (ইউজ অ্যান্ড অ্যাকসেস) বিলের একটি ধারা, যার মাধ্যমে এআই উন্নয়নকারীদের বাধ্য করা হবে, তাঁরা যেন যেকোনো কনটেন্ট এআই মডেল প্রশিক্ষণে ব্যবহারের আগে সংশ্লিষ্ট কপিরাইট মালিকদের জানান।

এলটন জন। রয়টার্স

সম্পর্কিত নিবন্ধ