ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গরুচোর সন্দেহে পিটুনির আট ঘণ্টা পর মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে পিটুনির শিকার হায়দুল আকন্দ (৩৫) নামের ওই যুবককে আজ রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। নিহত হায়দুল আকন্দ উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের অবেদ আলী আকন্দের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাইদুল একজন মানসিক প্রতিবন্ধী। গত শুক্রবার উপজেলার মশাখালী ইউনিয়নের বাইলনা গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যান তিনি। কিন্তু বোনের বাড়ির কাউকে না জানিয়ে তিনি রাতের বেলা রাস্তায় ঘোরাঘুরি করছিলেন। কয়েক মাস ধরে এলাকায় গরু চুরি বেড়ে যাওয়ায় স্থানীয় লোকজন পাহারা দিচ্ছিলেন। মধ্যরাতে হাইদুলকে রাস্তায় দেখে চোর সন্দেহে ধাওয়া করে স্থানীয় একটি কিন্ডারগার্টেনে সামনে পিটুনি দেওয়া হয়। মুমূর্ষু অবস্থায় পড়ে থাকলে খবর পেয়ে পাগলা থানার পুলিশ গ্রাম পুলিশের মাধ্যমে আজ সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা আক্তার বলেন, চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহতের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। পায়ের নখ উপড়ে ফেলা হয়।

নিহতের ভাতিজা ইসলাম উদ্দিন বলেন, ‘আমার চাচা মানসিক ভারসাম্যহীন ছিলেন। যারা আমার পাগল চাচাকে নির্মমভাবে পিটিয়ে মারল, তাদের বিচার চাই।’

মশাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহল্লাদার (গ্রাম পুলিশ) মো.

খোকন মিয়া বলেন, ‘খবর পেয়ে সেখানে গিয়ে দেখেন, কোনোমতন দম আছে লোকটার। পরে হাসপাতালে নিয়ে যাই। ওই সময় তাঁর পরিবারের লোকজন বলাবলি করেছেন, সে পাগল ছিল।’ তিনি বলেন, এলাকায় পাঁচ থেকে ছয় মাস ধরে গরু চুরির উপদ্রব বেড়েছে। এ জন্য সবাই রাত জেগে পাহারা দেন। গ্রামের এনামুল মিয়ার গোয়ালঘরে হায়দুল ঢুকেছিলেন বলে জানিয়েছেন স্থানীয় ব্যক্তিরা। তখন লোকজন জড়ো করে হায়দুলকে ধরতে চাইলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে ধরে গণপিটুনি দিয়ে ফেলে রাখা হয়েছিল। ঘটনার পর এনামুল এলাকা ছেড়ে পালিয়েছেন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম প্রথম আলোকে বলেন, গরুচোর সন্দেহে ভোররাতে গণপিটুনির শিকার হয়েছিলেন ওই ব্যক্তি। তবে তাঁর নামে চুরি–সংক্রান্ত কোনো অভিযোগ নেই। পরিবারের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। কারা ঘটনাটি ঘটিয়েছেন, এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অবস থ য় উপজ ল

এছাড়াও পড়ুন:

ময়মনসিংহ বোর্ডে পুনর্মূল্যায়নে মোট পাস ২১০, জিপিএ-৫ বৃদ্ধি ১৬৬

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা ফলাফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করেছে ২১০ জন শিক্ষার্থী। এছাড়া জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৬৬ জন।

রবিবার (১০ আগস্ট) ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, ফলাফল পুনর্মূল্যায়নের জন্য বোর্ড কর্তৃপক্ষের কাছে মোট ৪৬ হাজার ৬৬৪টি আবেদন জমা পড়েছিল। এসব আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাইয়ে ৩ হাজার ৮টি উত্তরপত্রে বিভিন্ন বিষয়ে নম্বর বৃদ্ধি পায়। এর মধ্যে ১ হাজার ৫৯০টি আবেদনে শিক্ষার্থীদের গ্রেড পয়েন্ট পরিবর্তিত হয়। বাকি আবেদনগুলোতে নম্বর বাড়লেও গ্রেড পয়েন্ট অপরিবর্তিত।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, ফলাফল পুনর্মূল্যায়নের কারণে বোর্ডের সামগ্রিক পাশের হার দশমিক ২০ শতাংশ বেড়েছে।

প্রাথমিকভাবে যখন ফলাফল ঘোষণা করা হয়েছিল তখন মোট পাস করা শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬১ হাজার ৪৫৬ জন। পুনর্মূল্যায়নের পর এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৬৬৬ জনে। পাশের হার শতকরা ৫৮.২২ শতাংশ থেকে বেড়ে এখন হয়েছে ৫৮.৪২ শতাংশ।

অন্যদিকে, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা আগে ছিল ৬৬৭৮ জন। পুনর্মূল্যায়নের পর এই সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৬৮৪৪ জনে।

২০২৫ সালের এসএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল ১০ জুলাই। ১১ জুলাই থেকে শুরু হওয়া ফলাফল পুনর্মূল্যায়নের জন্য আবেদনের শেষ তারিখ ছিল ১৭ জুলাই।

ফলাফলে এমন ত্রুটির বিষয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শহীদুল্লাহ জানান, সাধারণত যেসব শিক্ষকরা পরীক্ষার খাতা মূল্যায়ন করেন, তাদের কিছু ভুলের কারণে এমনটা হয়ে থাকে। প্রথম, দ্বিতীয় পরীক্ষক ও প্রধান পরীক্ষক নম্বরপত্র হিসাব নিকাশ করে চূড়ান্ত করে বোর্ডে পাঠায়।

ঢাকা/মাহমুদুল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • ময়মনসিংহ বোর্ডে পুনর্মূল্যায়নে মোট পাস ২১০, জিপিএ-৫ বৃদ্ধি ১৬৬
  • অবশেষে জাতীয় ক্রিকেট লিগে ময়মনসিংহ
  • বিপিএলে ফিক্সিং ঠেকাতে আইসিসির দ্বারস্থ হবে বিসিবি
  • গাজীপুরে মধ্যরাতে ঘুমানো নিয়ে বাগ্‌বিতণ্ডা, ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
  • গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় গ্রেপ্তার আরো ২
  • তিন বিভাগে বৃষ্টি বাড়তে পারে
  • সাত সকালে ঢাকায় মুষলধারে বৃষ্টি
  • শুক্রবারই মায়ের কাছে এলেন, তবে কফিনবন্দী হয়ে
  • ‘কী অপরাধ আছিন আমার ছেলের, কেন এভাবে মারল’
  • প্রক্সি’ দিয়ে ভর্তির চেষ্টা, আটক শিক্ষার্থী জানালেন, একটি চক্রের সঙ্গে চুক্তি হয়েছিল লাখ টাকার