আড়াইহাজারে জোর করে জায়গা দখল, অপমান সইতে না পেরে আত্মহত্যা
Published: 11th, May 2025 GMT
আড়াইহাজারে এক ব্যাক্তির জায়গা জবর দখল করার পর তার আর পৃথিবীতে নিজের কোন জায়গা জমি নাই বলে অপমান করায় রাগে দূঃখে কিটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন বিল্লাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি।
এ ব্যাপারে নিহতের স্ত্রী জামেলা আক্তার বাদী হয়ে রোববার বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েণে শনিবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের বিল্লাল হোসেনের বাড়ী ঘরে ৮ মে সকাল অনুমান ৯.
হামলার সময় বিল্লালের ঘর থেকে এক ভরি ওজনের স্বর্ণালংকার সহ অন্যান্য মালামাল লুটপাট করে এবং ভাংচুর করে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি সাধন করে হামলাকারীরা।
এর পর ১০ মে শনিবার সকাল অনুমান ১০টার দিকে বিল্লাল এবং তার স্ত্রী জামেলা আক্তার তাদের বাড়ীর সামনে অবস্থান কালে আলমগীর গং তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাদের বাড়ী ঘর নাই বলে ছোট করে কথা বলে।
এতে রাগে দুঃখে, অভিমানে বিল্লাল হোসেন কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে তার অবস্থা গুরুতর বিধায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ঢাকায় নেয়ার পথে তার অবস্থা আরো খারাপ হয়ে পড়লে তাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ প্রো-একটিভ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে বিল্লাল হোসেন মারা যান।
এ ব্যাপারে নিহত বিল্লাল হোসেনের স্ত্রী জামেলা আক্তার বাদী হয়ে আলমগীর, হাসনাত, খায়েরসহ ৬ জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত খায়ের জানান, জমি বিষয়ে আগেই মিমাংসা হয়ে গেছে। স্ত্রীর সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অবস থ
এছাড়াও পড়ুন:
রাজবাড়ীতে মির্জা ফখরুলের নামে কুরুচিপূর্ণ স্লোগান, বিএনপি নেতাকে নোটিশ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ার অভিযোগে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল রোববার রাতে জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলীর স্বাক্ষরে এ নোটিশ পাঠানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। অন্যথায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
নোটিশে বলা হয়, গতকাল বিকেল সোয়া পাঁচটার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়-আহ্লাদিপুর রাজবাড়ী-ফরিদপুর সড়কে রাজবাড়ী-১ আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে পৌর বিএনপির কিছু নেতা-কর্মী মিছিল শুরু করেন। সেখানে আকমল হোসেন চৌধুরী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ‘অত্যন্ত কুরুচিপূর্ণ স্লোগান’ দেন। এই স্লোগানের ভিডিও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে এবং জেলা বিএনপির নজরে আসে।
নোটিশে আরও বলা হয়, পৌর বিএনপির দায়িত্বশীল নেতা হয়েও তিনি দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন এবং গুরুতরভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাখ্যা না পেলে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে আজ সোমবার দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বলেন, ২৪ ঘণ্টার মধ্যে জবাব না পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।