কাউকে কিছু বলার হলে দু’বার ভাবেন না। বরাবরই ঠোঁটকাটা অভিনেত্রী কঙ্গনা রনৌত। নিজের মতামত স্পষ্টভাবে জানান। সোশাল মিডিয়ায় এবার আগামী প্রজন্মের ‘দুরবস্থা’ নিয়ে মুখ খুললেন বলিউড কুইন।

সম্প্রতি কঙ্গনা সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও রি-পোস্ট করেন। তাতে দেখা গেছে বেশ কয়েকজন কিশোরীর মাঝে দাঁড়িয়ে সঞ্চালিকা প্রশ্ন করছেন। তিনি জিজ্ঞাসা করেন, আমাদের দেশের রাষ্ট্রপতির নাম কী? একজন উত্তরে বলছে, ‘আমি ভুল গিয়েছি।’

আবার আরেকজনের অবস্থা আরও ভয়ংকর। সে বলছে, ‘এখন বোধহয় কোনও পুরুষ রাষ্ট্রপতি রয়েছেন।’ এরপর সঞ্চালিকা আর বেশি কিছু বলেননি। ভিডিওটি দেখে রেগে আগুন কঙ্গনা।

সোশাল মিডিয়ায় স্ক্রিনশট শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘যুদ্ধ নয়, অজ্ঞতাই আমাদের পরবর্তী প্রজন্মকে শেষ করবে।’

বলে রাখা ভালো, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের হামলায় প্রাণ হারান ২৬ জন। এই ঘটনার পালটা অপারেশন সিঁদুর ভারতের। প্রত্যাঘাতে পাকিস্তানেরও ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার সংবাদ সম্মেলন করে ক্ষয়ক্ষতির খতিয়ান দিয়েছে ভারতীয় সেনা। যদিও বর্তমানে অস্ত্রবিরতি চলছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আলজেরিয়া জাতীয় দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকা

ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছে আলজেরিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি আছে আলজেরিয়া।

২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেললেও কখনো সিনিয়র দলে সুযোগ পাননি। ২০১৮ সালে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেললেও জাতীয় দলে ডাক পাননি। বাবার পারিবারিক সূত্রে আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা রাখেন লুকা। তাঁর জন্ম ফ্রান্সের মার্শেইয়ে হলেও রয়েছে আলজেরিয়ার নাগরিকত্বও। লুকার বাবা জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত। দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান।

দুই সপ্তাহ আগে ফিফা লুকার জাতীয় দল পরিবর্তনের অনুমোদন দেয়। জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন সেখানেও খেলেছেন লুকা। রিয়াল মাদ্রিদের একাডেমিতে তাঁর ফুটবল ক্যারিয়ারের শুরু। পরে খেলেছেন স্পেনের রেসিং সান্তানদের, রায়ো ভায়েকানো ও এসডি এইবারে। বর্তমানে খেলছেন স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাদায়।

বাবা ও মায়ের সঙ্গে লুকা জিদান

সম্পর্কিত নিবন্ধ