নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নাকচ করেছেন আদালত। তবে কারাগারে আসামীকে ডিভিশন দিতে নির্দেশ দিয়েছেন বিচারক শামসুর রহমান। সোমবার নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে এ শুনানি হয়।

পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় গত ৯ মে আইভীকে নারায়ণগঞ্জের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে তোলা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সোমবার আদালত থেকে বেরিয়ে আইভীর আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান বলেন, আদালতকে আমরা বলেছি আইভী স্বচ্ছ রাজনীতিবিদ। তিনি তিনবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ছিলেন এবং একবার নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলেন। সিটি করপোরেশনের প্রত্যেক নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বীরা প্রায় ১ লাখ ভোটে পরাজিত হয়েছে। তাঁকে গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

আরেক আইনজীবী মাহবুবুর রহমান মাসুম বলেন, কারাগারে আইভীকে ডিভিশন দেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছিল। জেল কর্তৃপক্ষকে আইভীকে ডিভিশন দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

আইনজীবী আওলাদ হোসেন বলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামিন নামঞ্জুর করেছে। আমরা এখন জেলা জজ আদালতে যাব।

গ্রেপ্তারে বাধা দেওয়ায় মামলা
আইভীকে গ্রেফতারে বাধা, চড়াও এবং সাড়ে ছয় ঘণ্টা পুলিশকে অবরুদ্ধ করে রাখার অভিযোগে মামলা হয়েছে।

গত রোববার রাতে নারায়ণগঞ্জ সদর থানায় এ মামলা করেন উপপরিদর্শক রিপন মৃধা। এতে ৫০জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো দুইশজনকে আসামী করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার পরিদর্শক নাছির উদ্দিন আহমেদ।

তিনি জানান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আইভী। তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা। তাকে ধরতে পুলিশ গিয়েছিল। তার কর্মীরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জড়ো হয়। 

পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, ওই দিনের ভিডিও সংগ্রহ করে অভিযুক্তদের চিহ্নিত করা হচ্ছে। সাধারণ মানুষও বাড়ির সামনে জড়ো হয়েছিল। সতর্কতার সঙ্গে তদন্ত চলছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ আইভ ক

এছাড়াও পড়ুন:

অধস্থন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি অনুমোদনের রায় স্থগিত 

বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত মাজদার হোসেন মামলায় অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি অনুমোদন ও গ্রহণ করে ২০১৮ সালের আপিল বিভাগের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে যে আদেশ দিয়েছিলেন আপিল বিভাগ, সেই আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি দেওয়া হয়েছে। 

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ রোববার এ আদেশ দেন। বেঞ্চের অন্য পাঁচজন হলেন- বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ফারাহ মাহবুব।

এ আদেশের ফলে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টে যে রিট শুনানি চলছে, তা নিষ্পত্তি করতে আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এর আগে বৃহস্পতিবার অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধির গেজেট গ্রহণ করে দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ যে আদেশ দিয়েছিলেন তার বিরুদ্ধে করা রিভিউ আবেদনের রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়।

আদালতে সেদিন রিভিউ আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা শহরের সৌর প্যানেলগুলো সচল করার নির্দেশ হাইকোর্টের
  • ‘আমি আ.লীগ, যুব মহিলা লীগ না’, আদালতে সাবেক এমপি তুহিন
  • আইভীর রিমান্ড শুনানি ৭ জুলাই 
  • রিকশাচালক তুহিন হত্যা মামলায় আইভীর রিমান্ড শুনানি পিছিয়ে ৭ জুলাই ধার্য
  • আদালতে ওষুধ চাইলেন সাবেক এমপি তুহিন
  • ঢাকা বারের সাবেক ১১ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • পটুয়াখালীতে আদালতে হাতাহাতির ঘটনায় বিএনপির ২০ নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা
  • নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব হস্তান্তরে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, জানতে চেয়েছেন হাইকোর্ট
  • অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি অনুমোদনের রায় স্থগিত 
  • অধস্থন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি অনুমোদনের রায় স্থগিত