সাভারে সঠিক সময়ে বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (১৩ মে) সকাল ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজাশন এলাকা অবরোধ করে এই বিক্ষোভ করেন গ্লোবাল আউটার ওয়্যার লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা।

শ্রমিকরা জানায়, গত মাসের বেতন প্রদানের জন্য মে মাসের ১২ তারিখ নির্ধারণ করে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু গত ১২ তারিখে আমাদের বেতন না দিয়ে তারিখ পরিবর্তন করে আবার ১৩ তারিখ নির্ধারণ করা হয়। মালিকপক্ষ ১৩ মে বেতন প্রদান না করে আবার ১৮ মে বেতনের তারিখ নির্ধারণ করেন। তাই শ্রমিকরা মালিক পক্ষের টালবাহানায় অতিষ্ট হয়ে সড়কে নেমেছেন। 

বিক্ষোভকারী শ্রমিক বাবুল হোসেন বলেন, “আমাদের কোন মাসে সঠিক সময়ে বেতন প্রদান করে না। প্রতিমাসে আন্দোলন করে বেতন নিতে হয়। আগামী ১৮ তারিখ এপ্রিল মাসের বেতন প্রদানের তারিখ নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। কিন্তু ঈদের আগে দুই মাসের বেতন, ঈদ বোনাস ও ছুটির টাকা দিতে তারা গড়িমসি করবে। এটা আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি। তাই গতমাসের বেতন সঠিক সময়ে পরিশোধের দাবিতে সড়কে নেমেছে শ্রমিকরা।”

গ্লোবাল আউটার ওয়্যার লিমিটেড কারখানার জেনারেল ম্যানেজার সাইফুদ্দিন চৌধুরী বলেন, “শ্রমিকদের কোন বেতন বকেয়া নাই। গত মাসের বেতন ১২ মে পরিশোধের কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ ১২ তারিখের পরিবর্তে ১৮ তারিখ বেতন পরিশোধের কথা জানান। শ্রমিকরা মাত্র এই পাঁচ দিন সময় দিচ্ছে না। এই কারণেই তারা আন্দোলন করছেন।”

ঢাকা/সাব্বির/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর শ ধ র

এছাড়াও পড়ুন:

পিসিবির নতুন সূচিতে বিসিবি এখনো চুপ

স্থগিত হয়ে যাওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আবার শুরু হবে ১৭ মে। নতুন সূচি অনুযায়ী ২৫ মে হবে ফাইনাল।

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের সূচিতেও তাই কিছু পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আজ পিসিবির একটি সূত্র জানিয়েছে, বিসিবিকে পাঠানো পরিবর্তিত সূচিতে ফয়সালাবাদে সিরিজের প্রথম দুটি টি–টোয়েন্টি ২৫ ও ২৭ মের পরিবর্তে ২৭ ও ২৮ মে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।

এই সূচি অনুযায়ী ফয়সালাবাদ থেকে ২৯ মে বাংলাদেশ ও পাকিস্তান দল লাহোরে ফিরবে। সিরিজের শেষ তিনটি ম্যাচ লাহোরে হবে ৩০ মে এবং ১ ও ২ জুন।

পিসিবি থেকে পরিবর্তিত সূচি প্রস্তাব করা হলেও জানা গেছে, বিসিবি এখনো এ ব্যাপারে কোনো মতামত জানায়নি। আগামীকাল বাংলাদেশ দল শারজায় যাবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই টি–টোয়েন্টির সিরিজ খেলতে। পাকিস্তানে যাওয়ার কথা সেখান থেকেই।

কিন্তু ভারত–পাকিস্তান সাম্প্রতিক সংঘাতময় পরিস্থিতির কারণে বিসিবি গত ১০ মে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, তাদের কাছে সবার আগে দলের খেলোয়াড়–কোচ–কর্মকর্তাদের নিরাপত্তা। পাকিস্তানের সার্বিক পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করেই সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পর্যন্ত বিসিবির সে অবস্থানে কোনো পরিবর্তন এসেছে বলে জানা যায়নি।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার দিনই অবশ্য ভারত–পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে দুই দেশের সম্পর্কে এখনো এক ধরনের অস্থিরতা বিরাজ করছে।

পিসিবি অবশ্য পিএসএল শুরু করতে যাচ্ছে এবং সেই ধারাবাহিকতায় পরিবর্তিত সূচিতে আয়োজন করতে চায় বাংলাদেশের বিপক্ষে পাঁচ টি–টোয়েন্টির হোম সিরিজও।

স্বাভাবিকভাবেই এ ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবি একা নেবে না। পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশন ও নিরাপত্তা সংস্থার পরামর্শ মেনেই এগোবে তারা।

সম্পর্কিত নিবন্ধ