ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানে নিহত সেনাসদস্যের সংখ্যা বেড়ে ১৩: আইএসপিআর
Published: 14th, May 2025 GMT
ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানে নিহত সেনাসদস্যের সংখ্যা বেড়ে ১৩ জন হয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর), ভারতের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘর্ষে দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ সেনাসদস্যের সংখ্যা বেড়ে ১৩ জন হয়েছে।
আইএসপিআর বলেছে, ‘২০২৫ সালের ৬ থেকে ৭ মে রাতের মধ্যে ভারতীয় সশস্ত্র বাহিনী যে নির্লজ্জ ও কাপুরুষোচিত আগ্রাসন চালায়, তাতে নারী, শিশু, বৃদ্ধসহ নিরীহ বেসামরিক নাগরিক লক্ষ্যবস্তু হয়েছেন।’ সংস্থাটি আরও জানায়, ভারত সম্পূর্ণ বিনা উসকানিতে পাকিস্তানের ছয়টি ভিন্ন স্থানে এই আগ্রাসন চালায়।
বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, ‘মাতৃভূমি রক্ষায় অতুলনীয় সাহস ও অটল প্রত্যয়ে লড়াই করতে গিয়ে বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই বীর সন্তান শাহাদত বরণ করেছেন। এর ফলে পাকিস্তান সশস্ত্র বাহিনীর মোট শহীদ সদস্যের সংখ্যা ১৩ জনে দাঁড়াল।’
সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আরও জানায়, ‘দায়িত্ব পালনের সময় এখন পর্যন্ত ৭৮ জন সেনাসদস্য আহত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আইএসপিআর আরও জানায়, ‘আজ যাঁরা শহীদ হয়েছেন, তাঁরা হলেন পাকিস্তান সেনাবাহিনীর হাবিলদার মোহাম্মদ নবীদ শহীদ এবং পাকিস্তান বিমানবাহিনীর সিনিয়র টেকনিশিয়ান মোহাম্মদ আয়াজ শহীদ।’
তাঁদের মহৎ আত্মত্যাগ, সাহস ও কর্তব্যপরায়ণতা অটল দেশপ্রেমের চিরন্তন সাক্ষ্য হয়ে থাকবে উল্লেখ করে পাকিস্তান সশস্ত্র বাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতির সম্মিলিত স্মৃতিতে এই আত্মবিসর্জন চিরকাল অম্লান হয়ে থাকবে এবং আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা জোগাবে।’
আরও পড়ুনভারত–পাকিস্তান সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা১৩ মে ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সদস য র স খ য স ন সদস য
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৬ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্ব শুরু হচ্ছে আজ।
এশিয়া কাপ ক্রিকেটবাংলাদেশ-আফগানিস্তান
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
রাজশাহী-খুলনা
সকাল ১০টা, টি স্পোর্টস
ঢাকা বিভাগ-রংপুর বিভাগ
বেলা ২টা, টি স্পোর্টস
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
বিলবাও-আর্সেনাল
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
টটেনহাম-ভিয়ারিয়াল
রাত ১টা, সনি স্পোর্টস ১
রিয়াল মাদ্রিদ-মার্শেই
রাত ১টা, সনি স্পোর্টস ২
জুভেন্টাস-ডর্টমুন্ড
রাত ১টা, সনি স্পোর্টস ৫
অ্যান্টিগা-ত্রিনবাগো
আগামীকাল সকাল ৬টা, স্টার স্পোর্টস ২