ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানে নিহত সেনাসদস্যের সংখ্যা বেড়ে ১৩: আইএসপিআর
Published: 14th, May 2025 GMT
ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানে নিহত সেনাসদস্যের সংখ্যা বেড়ে ১৩ জন হয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর), ভারতের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘর্ষে দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ সেনাসদস্যের সংখ্যা বেড়ে ১৩ জন হয়েছে।
আইএসপিআর বলেছে, ‘২০২৫ সালের ৬ থেকে ৭ মে রাতের মধ্যে ভারতীয় সশস্ত্র বাহিনী যে নির্লজ্জ ও কাপুরুষোচিত আগ্রাসন চালায়, তাতে নারী, শিশু, বৃদ্ধসহ নিরীহ বেসামরিক নাগরিক লক্ষ্যবস্তু হয়েছেন।’ সংস্থাটি আরও জানায়, ভারত সম্পূর্ণ বিনা উসকানিতে পাকিস্তানের ছয়টি ভিন্ন স্থানে এই আগ্রাসন চালায়।
বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, ‘মাতৃভূমি রক্ষায় অতুলনীয় সাহস ও অটল প্রত্যয়ে লড়াই করতে গিয়ে বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই বীর সন্তান শাহাদত বরণ করেছেন। এর ফলে পাকিস্তান সশস্ত্র বাহিনীর মোট শহীদ সদস্যের সংখ্যা ১৩ জনে দাঁড়াল।’
সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আরও জানায়, ‘দায়িত্ব পালনের সময় এখন পর্যন্ত ৭৮ জন সেনাসদস্য আহত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আইএসপিআর আরও জানায়, ‘আজ যাঁরা শহীদ হয়েছেন, তাঁরা হলেন পাকিস্তান সেনাবাহিনীর হাবিলদার মোহাম্মদ নবীদ শহীদ এবং পাকিস্তান বিমানবাহিনীর সিনিয়র টেকনিশিয়ান মোহাম্মদ আয়াজ শহীদ।’
তাঁদের মহৎ আত্মত্যাগ, সাহস ও কর্তব্যপরায়ণতা অটল দেশপ্রেমের চিরন্তন সাক্ষ্য হয়ে থাকবে উল্লেখ করে পাকিস্তান সশস্ত্র বাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতির সম্মিলিত স্মৃতিতে এই আত্মবিসর্জন চিরকাল অম্লান হয়ে থাকবে এবং আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা জোগাবে।’
আরও পড়ুনভারত–পাকিস্তান সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা১৩ মে ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সদস য র স খ য স ন সদস য
এছাড়াও পড়ুন:
ই-ক্যাব নির্বাচন স্থগিত
সারাদেশে ই-কমার্স পরিষেবা খাতের সুপরিচিত সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ৩১ মে অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি ছিল। কিন্তু বুধবার ই-ক্যাবের নির্বাচন বোর্ড চিঠি দিয়ে নির্বাচন সাময়িক স্থগিত ঘোষণা করেছে।
ই-ক্যাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী বলেন, সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত ছিল। কিন্তু নির্বাচন স্থগিত করা হয়েছে।
জানা গেছে, কিছু ই-ক্যাব সদস্য ভোটার হতে না পারায় ও নির্বাচনে ভোটার সংখ্যা কম থাকার কারণ দেখিয়ে নির্বাচন পেছানোর আবেদন করেছিলেন। আবেদনকারীর সংখ্যা খুবই কম ছিল। পরে বাণিজ্য মন্ত্রণালয়ে তারা নির্বাচন স্থগিতের আবেদন করেন।
নতুন তারিখ ঘোষণা করে দ্রুত ও সম্ভাব্য নির্বাচন আয়োজনের কথা জানানো হয়।
ই-ক্যাবের নির্বাচন বোর্ডের পাঠানো চিঠিতে বলা হয়, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদি দ্বিবার্ষিক-বার্ষিক নির্বাচনের লক্ষ্যে নির্বাচন বোর্ড কর্তৃক গত ৩ মার্চ ঘোষিত নির্বাচন তফসিলের সার্বিক কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।
ইতোমধ্যে নির্বাচনকে উপলক্ষ করে টিম টাইগার ও টিম ইউনাইটেড নামে দুটি প্যানেল ঘোষণা করেন নির্বাচনে আগ্রহী প্রার্থীরা।
নিজেদের প্যানেলের তরফে থেকে সদস্যদের কাছে নিজেদের প্রতিশ্রুতির কথা জানিয়েছিলেন প্রার্থীরা।
ই-ক্যাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬ জন প্রার্থী। নির্বাচনে ভোটার ছিল ৫০২ জন।
###