সাভারে এনসিপি নেতাদের ওপর হামলা, আহত ৮
Published: 15th, May 2025 GMT
ঢাকার সাভারের আশুলিয়ায় অবৈধ সীসা কারখানার তথ্য সংশ্লিষ্ট প্রশাসনকে জানানোয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইং ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে।
বুধবার (১৫ মে) রাতে এ হামলায় অন্তত ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে আশুলিয়ার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
হাসপাতালে ভর্তি আহতরা হলেন, এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ইমন (২৭), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাভার উপজেলার যুগ্ম সদস্য সচিব তাওহিদুল ইসলাম সানভি (২৩) ও মুখ্য সংগঠক হৃদয় হাসান (২৪)।
আরো পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১, অগ্নিসংযোগ
গাইবান্ধায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার শফিকুল ইসলাম জানান, তিনজনকে ভর্তি করা হয়েছে। একজনের মাথায় সেলাই দিতে হয়েছে এবং অন্যদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।
আহতরা জানান, বুধবার রাতে তারা ঘুরতে গিয়ে শিমুলিয়া এলাকায় একটি সেতুর ওপর বসে ছিলেন। সেখানে দুর্গন্ধ পেয়ে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, পাশেই একটি অবৈধ কারখানায় ব্যাটারি গলিয়ে সীসা তৈরি করা হয়। বিষয়টি পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানানো হলে তারা ভিডিও ফুটেজ সংগ্রহ করতে বলেন। পরবর্তীতে সাংবাদিক পরিচয়ে এক ব্যক্তি ফোন করে দেখা করতে বলেন। দেখা করতে গেলে একটি হায়েস গাড়িতে করে আসা একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ইমন জানান, অবৈধ কারখানার বিষয়ে প্রশাসনকে জানানোয় এ হামলা হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন জানান, খবর পেয়ে তারা আহতদের উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা/আরিফুল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আহত এনস প
এছাড়াও পড়ুন:
পৃথক হলো ঢাবি ও সাত কলেজ
সরকারি সাত কলেজের সব প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক দায়-দায়িত্ব আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সব তথ্য, ছবি ও ভর্তি পরীক্ষা পরিচালনা বাবদ ফিও হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তার সভা কক্ষে এক অনুষ্ঠানে সব দায়িত্ব ও তথ্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তবর্তী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের কাছে হস্তান্তর করেন।
এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের কাজ চূড়ান্তভাবে সম্পন্ন হলো।
আরো পড়ুন:
ডাকসু নির্বাচনে নারী ভোটকেন্দ্র পরিবর্তনের দাবি গণতান্ত্রিক ছাত্র
ডাকসু নির্বাচন: তৃতীয় দিনে মনোনয়ন নিলেন ২২ প্রার্থী
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদসহ অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক, সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাগণ এবং কলেজের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের সার্বিক সফলতা কামনা করেন।
ঢাকা/সৌরভ/মেহেদী