ঢাকার সাভারের আশুলিয়ায় অবৈধ সীসা কারখানার তথ্য সংশ্লিষ্ট প্রশাসনকে জানানোয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইং ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে।

বুধবার (১৫ মে) রাতে এ হামলায় অন্তত ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে আশুলিয়ার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

হাসপাতালে ভর্তি আহতরা হলেন, এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ইমন (২৭), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাভার উপজেলার যুগ্ম সদস্য সচিব তাওহিদুল ইসলাম সানভি (২৩) ও মুখ্য সংগঠক হৃদয় হাসান (২৪)।

আরো পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১, অগ্নিসংযোগ

গাইবান্ধায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার শফিকুল ইসলাম জানান, তিনজনকে ভর্তি করা হয়েছে। একজনের মাথায় সেলাই দিতে হয়েছে এবং অন্যদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।

আহতরা জানান, বুধবার রাতে তারা ঘুরতে গিয়ে শিমুলিয়া এলাকায় একটি সেতুর ওপর বসে ছিলেন। সেখানে দুর্গন্ধ পেয়ে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, পাশেই একটি অবৈধ কারখানায় ব্যাটারি গলিয়ে সীসা তৈরি করা হয়। বিষয়টি পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানানো হলে তারা ভিডিও ফুটেজ সংগ্রহ করতে বলেন। পরবর্তীতে সাংবাদিক পরিচয়ে এক ব্যক্তি ফোন করে দেখা করতে বলেন। দেখা করতে গেলে একটি হায়েস গাড়িতে করে আসা একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ইমন জানান, অবৈধ কারখানার বিষয়ে প্রশাসনকে জানানোয় এ হামলা হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন জানান, খবর পেয়ে তারা আহতদের উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 

ঢাকা/আরিফুল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আহত এনস প

এছাড়াও পড়ুন:

কলেজশিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের যাবজ্জীবন

৯ বছর আগে রাজধানীর যাত্রাবাড়ীতে এক কলেজশিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মো. গোলাম কবির আজ বৃহস্পতিবার এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন শামীম হোসেন, তাঁর বন্ধু নাজমুল ও জিলকদ। রায় ঘোষণার পর তাঁদের তিনজনকেই কারাগারে পাঠানো হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামিকেই এক লাখ করে টাকা জরিমানা করেছেন আদালত।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) সাজ্জাদ হোসেন।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী কলেজশিক্ষার্থী উচ্চমাধ্যমিকে লেখাপড়া করতেন। তাঁর সঙ্গে প্রধান আসামি শামীমের পূর্বপরিচয় ছিল। ২০১৬ সালের ১৫ মার্চ ওই শিক্ষার্থীকে যাত্রাবাড়ী থেকে তুলে নিয়ে একটি বাসায় ধর্ষণ করেন শামীম ও তাঁর দুই বন্ধু। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাত্রাবাড়ী থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ২ জুন তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আসামিদের মধ্যে জিলকদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সম্পর্কিত নিবন্ধ

  • গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৮
  • চেক বিতরণে বিলম্ব, জামালপুরে ডিসি কার্যালয়ের সামনে আহতদের বিক্ষোভ
  • কলেজশিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের যাবজ্জীবন
  • শাহরিয়ার হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস–পরীক্ষা হচ্ছে না, ছাত্রদলের বিক্ষোভ
  • রৌমারী সীমান্তে বজ্রপাতে টহলরত বিজিবি সদস্য নিহত, আহত ৪
  • ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যা: গ্রেপ্তার তিনজন কারাগারে
  • সাম্য হত্যা: আটক ৩, শাহবাগে বড় ভাইয়ের মামলা
  • গজারিয়ায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৩
  • আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০