ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও প্রকাশের সুযোগ থাকায় নিয়মিত টিকটক ব্যবহার করেন অনেকেই। বিভিন্ন বিষয়ের ভিডিওর পাশাপাশি অ্যানিমেটেড ভিডিও বেশ জনপ্রিয় টিকটকে। এবার ছবি দিয়ে স্বল্পদৈর্ঘ্যের অ্যানিমেটেড ভিডিও তৈরি করে টিকটকে প্রকাশ করা যাবে। নতুন এ সুবিধা চালুর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ‘এআই অ্যালাইভ’ সুবিধা যুক্ত করেছে টিকটক।

টিকটক জানিয়েছে, একটি ছবি হাজার শব্দের সমান। এই প্রচলিত ধারণাকে আরও এক ধাপ এগিয়ে নিতে এআই অ্যালাইভ সুবিধা চালু করা হয়েছে। এর মাধ্যমে নির্মাতারা গল্পনির্ভর ও দৃষ্টিনন্দন কনটেন্ট তৈরি করতে পারবেন। ব্যবহারকারীদের নির্দেশনা অনুযায়ী ছবিতে থাকা বিভিন্ন চরিত্রের অ্যানিমেটেড ভিডিও দ্রুত তৈরি করতে পারে এআই অ্যালাইভ। টিকটকের স্টোরি ক্যামেরা থেকে সুবিধাটি ব্যবহার করা যাবে।

এআই অ্যালাইভ সুবিধা ব্যবহারের জন্য প্রথমে ইনবক্স পেজের ওপরের বাঁ পাশে থাকা প্রোফাইল ছবির নীল রঙের প্লাস চিহ্নে বা প্রোফাইলের মাঝখানে থাকা প্লাস আইকনে চাপ দিয়ে স্টোরি ক্যামেরা চালু করতে হবে। এরপর পর্দার ডান পাশে থাকা ‘অ্যালাইভ’ বোতামটি চালু করে একটি ছবি নির্বাচন করতে হবে। এরপর ছবি দিয়ে কোন ধরনের অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে হবে, তা লিখতে হবে। ছবি আগে নির্বাচন করেও সুবিধাটি ব্যবহার করা যাবে। সে ক্ষেত্রে ডান পাশের টুলবার থেকে ‘এআই অ্যালাইভ’ আইকনে চাপ দিয়ে অ্যানিমেটেড ভিডিওর নির্দেশনা দিতে হবে।

টিকটকের তথ্যমতে, আপলোড করা ছবি, নির্দেশনা ও তৈরি করা অ্যানিমেটেড ভিডিও প্ল্যাটফর্মের স্বয়ংক্রিয় মডারেশন প্রযুক্তির মাধ্যমে পর্যালোচনা করা হবে। ব্যবহারকারীরা সেই ভিডিও প্রকাশ করতে চাইলে আরও একটি ‘ফাইনাল সেফটি চেক’ অপশন চালু হবে। শুধু তা–ই নয়, প্রতিটি ভিডিওতে ‘এআই জেনারেটেড’ লেবেল যুক্ত থাকবে। এর ফলে ভিডিওটি ডাউনলোড বা অন্য কোথাও শেয়ার করলেও বোঝা যাবে, সেটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে।

সূত্র: ম্যাশেবল

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র কর ট কটক

এছাড়াও পড়ুন:

স্টেডিয়ামের পাশে গাড়িচাপায় ১৩ জন আহত, কিছুক্ষণ বন্ধ ছিল এস্পানিওল-বার্সা ম্যাচ

আরসিডিই স্টেডিয়ামে এস্পানিওল-বার্সেলোনা ম্যাচ শুরুর আগে ঘটেছে দুঃখজনক এক ঘটনা। স্প্যানিশ সংবাদমাধ্যমি এএস জানিয়েছে, এস্পানিওলের এই স্টেডিয়ামের পাশে ম্যাচ শুরুর আগে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জনতাকে চাপা দেয়। স্পেনের মেডিকেল ইমার্জেন্সি সিস্টেম (এসইএম) জানিয়েছে, এই দূর্ঘটনায় ১৩ জন আহত হয়েছেন।

কাতালান পুলিশ এ নিয়ে তথ্য সংগ্রহ করছে এবং তদন্তে নেমেছে। এএস জানিয়েছে, কাতালান পুলিশ দূর্ঘটনা ধরে নিয়েই তদন্তে নেমেছে। পুলিশ মনে করছে, চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। স্পেনের আরেক সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, জনতার ওপর হামলার সম্ভাবনাও যাচাই করে দেখছে পুলিশ।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দূর্ঘটনা ঘটানো সাদা রংয়ের গাড়ির নারী চালকের বয়স ৪৫ থেকে ৫৫ বছর। প্রথমে তিনি একটি মেয়েকে আঘাত করেন। উত্তেজিত জনতা গাড়ি লক্ষ্য করে হাতের কাছে যা কিছু পেয়েছেন ছুঁড়ে মেরেছেন। চালক এরপরই গাড়ি অনিচ্ছাকৃতভাবে গাড়ির গতি বাড়ান এবং তাতে দূর্ঘটনাটি ঘটে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। চালককে আটক করেছে পুলিশ।

এস্পানিওলের পক্ষ থেকে স্টেডিয়ামের স্পিকারে ম্যাচের ৭ মিনিটে এই ঘটনা দর্শকদের জানিয়ে বলা হয়, ‘স্টেডিয়ামের বাইরে যে ঘটনাটি ঘটেছে, সেটি এখন নিয়ন্ত্রণে। কেউ মারাত্মক আঘাত পাননি।’ এরপর কয়েক মিনিটের জন্য বন্ধ ছিল খেলা। রেফারি সোটো গ্রাদো এরপর দুই দল এবং কাতালান পুলিশের সদস্যদের সঙ্গে কথা বলে খেলা পুনরায় শুরু করেন।

তবে এস্পানিওল গোলকিপার হোয়ান গার্সিয়ার পেছনের গ্যালারি থেকে বেশ কিছু দর্শক চলে যান। মার্কা জানিয়েছে, তারা মনে করেন এই দূঘর্টনার পর ম্যাচ চালিয়ে যাওয়া ঠিক হয়নি।

আরসিডিই স্টেডিয়ামে এস্পানিওলের বিপক্ষে জিতলেই এবারের লা লিগা শিরোপা জিতবে বার্সা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল হান্সি ফ্লিকের দল। গোলটি করেন লামিনে ইয়ামাল।

সম্পর্কিত নিবন্ধ

  • ডিএমসি মোড়ে ঢাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের চেষ্টা
  • এবার ডিএমসি মোড়ে ঢাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের চেষ্টা
  • ভারত-পাকিস্তান সংঘাতে কার কত লাভ-ক্ষতি হলো
  • মারধরের শিকার রেফারি নয়ন বললেন, ‘বিচার পেয়েছি’
  • কতটা মিথ্যাবাদী হলে ৯টা বিয়ের কথা অস্বীকার করেন: হ্যাপি
  • কুয়েটে শিক্ষকদের ক্লাস বর্জনের মধ্যেই শিক্ষার্থীদের তিন দফা কর্মস
  • ছুটির দিনে বাড়িতেই পাত পড়ুক ‘পেশোয়ারি বিফ’
  • স্টেডিয়ামের পাশে গাড়িচাপায় আহত ১৩, কিছুক্ষণ বন্ধ ছিল এস্পানিওল-বার্সা ম্যাচ
  • স্টেডিয়ামের পাশে গাড়িচাপায় ১৩ জন আহত, কিছুক্ষণ বন্ধ ছিল এস্পানিওল-বার্সা ম্যাচ