টিকটকেই তৈরি করা যাবে অ্যানিমেটেড ভিডিও
Published: 16th, May 2025 GMT
ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও প্রকাশের সুযোগ থাকায় নিয়মিত টিকটক ব্যবহার করেন অনেকেই। বিভিন্ন বিষয়ের ভিডিওর পাশাপাশি অ্যানিমেটেড ভিডিও বেশ জনপ্রিয় টিকটকে। এবার ছবি দিয়ে স্বল্পদৈর্ঘ্যের অ্যানিমেটেড ভিডিও তৈরি করে টিকটকে প্রকাশ করা যাবে। নতুন এ সুবিধা চালুর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ‘এআই অ্যালাইভ’ সুবিধা যুক্ত করেছে টিকটক।
টিকটক জানিয়েছে, একটি ছবি হাজার শব্দের সমান। এই প্রচলিত ধারণাকে আরও এক ধাপ এগিয়ে নিতে এআই অ্যালাইভ সুবিধা চালু করা হয়েছে। এর মাধ্যমে নির্মাতারা গল্পনির্ভর ও দৃষ্টিনন্দন কনটেন্ট তৈরি করতে পারবেন। ব্যবহারকারীদের নির্দেশনা অনুযায়ী ছবিতে থাকা বিভিন্ন চরিত্রের অ্যানিমেটেড ভিডিও দ্রুত তৈরি করতে পারে এআই অ্যালাইভ। টিকটকের স্টোরি ক্যামেরা থেকে সুবিধাটি ব্যবহার করা যাবে।
এআই অ্যালাইভ সুবিধা ব্যবহারের জন্য প্রথমে ইনবক্স পেজের ওপরের বাঁ পাশে থাকা প্রোফাইল ছবির নীল রঙের প্লাস চিহ্নে বা প্রোফাইলের মাঝখানে থাকা প্লাস আইকনে চাপ দিয়ে স্টোরি ক্যামেরা চালু করতে হবে। এরপর পর্দার ডান পাশে থাকা ‘অ্যালাইভ’ বোতামটি চালু করে একটি ছবি নির্বাচন করতে হবে। এরপর ছবি দিয়ে কোন ধরনের অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে হবে, তা লিখতে হবে। ছবি আগে নির্বাচন করেও সুবিধাটি ব্যবহার করা যাবে। সে ক্ষেত্রে ডান পাশের টুলবার থেকে ‘এআই অ্যালাইভ’ আইকনে চাপ দিয়ে অ্যানিমেটেড ভিডিওর নির্দেশনা দিতে হবে।
টিকটকের তথ্যমতে, আপলোড করা ছবি, নির্দেশনা ও তৈরি করা অ্যানিমেটেড ভিডিও প্ল্যাটফর্মের স্বয়ংক্রিয় মডারেশন প্রযুক্তির মাধ্যমে পর্যালোচনা করা হবে। ব্যবহারকারীরা সেই ভিডিও প্রকাশ করতে চাইলে আরও একটি ‘ফাইনাল সেফটি চেক’ অপশন চালু হবে। শুধু তা–ই নয়, প্রতিটি ভিডিওতে ‘এআই জেনারেটেড’ লেবেল যুক্ত থাকবে। এর ফলে ভিডিওটি ডাউনলোড বা অন্য কোথাও শেয়ার করলেও বোঝা যাবে, সেটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে।
সূত্র: ম্যাশেবল
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র কর ট কটক
এছাড়াও পড়ুন:
গৃহকর্তাকে থাপ্পড় দিয়ে ডাকাত বলে, ‘বসতঘরে সিসি ক্যামেরা কেন লাগিয়েছিস’
বসতঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকার সময় ডাকাত সদস্যরা ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরার সংযোগ কেটে দেয়। এরপর বসতঘরের ভেতরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের একটি কক্ষে নিয়ে আটকে রাখে। এ সময় এক ডাকাত গৃহকর্তার গালে কষে থাপ্পড় দিয়ে বলে, ‘পুরো বসতঘরে সিসি ক্যামেরা কেন লাগিয়েছিস?’
আজ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মাদ্রাসাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এই এলাকার একটি বাড়িতে বসবাস করেন ব্যবসায়ী হেলাল উদ্দিন, বেলাল উদ্দিন ও জালাল উদ্দিন। তাঁরা তিনজনই আপন ভাই। ডাকাতেরা ওই বাড়ির তিনটি আলমারি থেকে চার ভরি সোনা, দুই লাখের কাছাকাছি টাকা ও দুটি মুঠোফোন লুট করে নিয়ে যায়।
আজ বেলা দুইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহবার সাকিব। তিনি প্রথম আলোকে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতি সংঘটিত হওয়ার কিছু আলামত পেয়েছি। পুলিশ ঘটনাটি বিভিন্নভাবে তদন্ত করছে। ডাকাতির শিকার পরিবারের লোকজন সন্ধ্যা সাতটা পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেননি।’
নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ির বাইরে ও ভেতরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলেন বাড়ির মালিক জালাল উদ্দিন। ভোররাতে ১০ থেকে ১২ সদস্যের মুখোশধারী সশস্ত্র ডাকাত তাঁর বাড়িতে হানা দেয়। কিন্তু সিসিটিভি ক্যামেরার কারণে ডাকাতেরা বাড়ির মূল দরজা দিয়ে আসতে না পেরে একটি কক্ষের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করার পর একটি কক্ষে নিয়ে আটকে রাখে। এরপর ডাকাত দলের সদস্যরা তিন ভাইয়ের রুমে থাকা আলমারির চাবি নিয়ে সোনা, টাকা ও মুঠোফোন লুট করে।
জালাল উদ্দিন বলেন, ‘আমাদের বাড়িতে কেন সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি, তা জানতে চেয়ে ডাকাত দলের এক সদস্য আমাকে একটা চড় মারে। তবে এরপর পরিবারের অন্য সদস্যদের গায়ে আর হাত তোলেনি ডাকাতেরা।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, এরই মধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় লিখিত অভিযোগ দিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত, তা বের করার চেষ্টা করছে পুলিশ।