ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও প্রকাশের সুযোগ থাকায় নিয়মিত টিকটক ব্যবহার করেন অনেকেই। বিভিন্ন বিষয়ের ভিডিওর পাশাপাশি অ্যানিমেটেড ভিডিও বেশ জনপ্রিয় টিকটকে। এবার ছবি দিয়ে স্বল্পদৈর্ঘ্যের অ্যানিমেটেড ভিডিও তৈরি করে টিকটকে প্রকাশ করা যাবে। নতুন এ সুবিধা চালুর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ‘এআই অ্যালাইভ’ সুবিধা যুক্ত করেছে টিকটক।

টিকটক জানিয়েছে, একটি ছবি হাজার শব্দের সমান। এই প্রচলিত ধারণাকে আরও এক ধাপ এগিয়ে নিতে এআই অ্যালাইভ সুবিধা চালু করা হয়েছে। এর মাধ্যমে নির্মাতারা গল্পনির্ভর ও দৃষ্টিনন্দন কনটেন্ট তৈরি করতে পারবেন। ব্যবহারকারীদের নির্দেশনা অনুযায়ী ছবিতে থাকা বিভিন্ন চরিত্রের অ্যানিমেটেড ভিডিও দ্রুত তৈরি করতে পারে এআই অ্যালাইভ। টিকটকের স্টোরি ক্যামেরা থেকে সুবিধাটি ব্যবহার করা যাবে।

এআই অ্যালাইভ সুবিধা ব্যবহারের জন্য প্রথমে ইনবক্স পেজের ওপরের বাঁ পাশে থাকা প্রোফাইল ছবির নীল রঙের প্লাস চিহ্নে বা প্রোফাইলের মাঝখানে থাকা প্লাস আইকনে চাপ দিয়ে স্টোরি ক্যামেরা চালু করতে হবে। এরপর পর্দার ডান পাশে থাকা ‘অ্যালাইভ’ বোতামটি চালু করে একটি ছবি নির্বাচন করতে হবে। এরপর ছবি দিয়ে কোন ধরনের অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে হবে, তা লিখতে হবে। ছবি আগে নির্বাচন করেও সুবিধাটি ব্যবহার করা যাবে। সে ক্ষেত্রে ডান পাশের টুলবার থেকে ‘এআই অ্যালাইভ’ আইকনে চাপ দিয়ে অ্যানিমেটেড ভিডিওর নির্দেশনা দিতে হবে।

টিকটকের তথ্যমতে, আপলোড করা ছবি, নির্দেশনা ও তৈরি করা অ্যানিমেটেড ভিডিও প্ল্যাটফর্মের স্বয়ংক্রিয় মডারেশন প্রযুক্তির মাধ্যমে পর্যালোচনা করা হবে। ব্যবহারকারীরা সেই ভিডিও প্রকাশ করতে চাইলে আরও একটি ‘ফাইনাল সেফটি চেক’ অপশন চালু হবে। শুধু তা–ই নয়, প্রতিটি ভিডিওতে ‘এআই জেনারেটেড’ লেবেল যুক্ত থাকবে। এর ফলে ভিডিওটি ডাউনলোড বা অন্য কোথাও শেয়ার করলেও বোঝা যাবে, সেটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে।

সূত্র: ম্যাশেবল

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র কর ট কটক

এছাড়াও পড়ুন:

হালুয়াঘাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক অটোরিকশাচালকের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। তবে অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে পারেনি।

পুলিশ, স্থানীয় বাসিন্দা কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মেয়েটি উপজেলার একটি উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। সোমবার দুপুরে সে তার বন্ধুর সঙ্গে একটি পার্কে বেড়াতে যায়। বিকেলের দিকে সেখান থেকে বাড়ি পৌঁছে দিতে কিশোরীকে একটি অটোরিকশায় তুলে দেয় বন্ধু। এ সময় অটোরিকশাচালক হালুয়াঘাট উপজেলা শহরে পূজামণ্ডপ দেখানোর কথা বলে মেয়েটিকে নিয়ে ঘুরতে থাকেন। একপর্যায়ে মেয়েটিকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। এরপর রাত ১১টার দিকে গামারীতলা এলাকায় মেয়েটিকে নামিয়ে দিয়ে অটোরিকশাচালক চলে যায়। এরপর মেয়েটিকে স্থানীয় লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

খবর পেয়ে পুলিশ সোমবার রাতেই অভিযুক্ত আবুল বাশারের (২৫) বাড়িতে যায়। তবে তাঁকে পাওয়া যায়নি। ওই সময় পুলিশ তাঁর অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় থানায় অভিযোগ দিতে যায় মেয়েটির পরিবার। এ বিষয়ে রাতে হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম বলেন, ‘নিজেদের কমিউনিটির লোকজনের সঙ্গে আলোচনা করে মেয়েটির মা বাদী হয়ে অভিযোগ দিচ্ছেন। অভিযোগ হাতে পেলেই আমরা রাতেই মামলা হিসেবে গ্রহণ করব। অভিযুক্তকেও আমরা ধরে ফেলব।’

সম্পর্কিত নিবন্ধ

  • চাকরির টাকায় চলছিল না সংসার, মাটি ছাড়া চারা উৎপাদন করে স্বাবলম্বী তাওহিদ
  • সিরাজের বোলিং তোপে দিশেহারা ক্যারিবীয়রা, ভারতের দারুণ শুরু
  • গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজে জলকামান ছুড়েছে ইসরায়েলি বাহিনী
  • ম্যাচ পরিত্যক্তর আগে হাবিবুর-সাব্বির ঝড়
  • শেষ ওভারের রোমাঞ্চে ৩ রানের জয় খুলনার
  • মহেশখালীতে পর্যটক টানছে ‘আগুন পান’, কী আছে এতে
  • ভারতের বিষ্ণোই গ্যাংকে কেন কানাডায় ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করা হলো
  • ফের মা হতে যাচ্ছেন সোনম কাপুর
  • মেসি-সুয়ারেজদের হারিয়ে প্লে’অফে শিকাগো ফায়ার
  • হালুয়াঘাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ