ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও প্রকাশের সুযোগ থাকায় নিয়মিত টিকটক ব্যবহার করেন অনেকেই। বিভিন্ন বিষয়ের ভিডিওর পাশাপাশি অ্যানিমেটেড ভিডিও বেশ জনপ্রিয় টিকটকে। এবার ছবি দিয়ে স্বল্পদৈর্ঘ্যের অ্যানিমেটেড ভিডিও তৈরি করে টিকটকে প্রকাশ করা যাবে। নতুন এ সুবিধা চালুর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ‘এআই অ্যালাইভ’ সুবিধা যুক্ত করেছে টিকটক।

টিকটক জানিয়েছে, একটি ছবি হাজার শব্দের সমান। এই প্রচলিত ধারণাকে আরও এক ধাপ এগিয়ে নিতে এআই অ্যালাইভ সুবিধা চালু করা হয়েছে। এর মাধ্যমে নির্মাতারা গল্পনির্ভর ও দৃষ্টিনন্দন কনটেন্ট তৈরি করতে পারবেন। ব্যবহারকারীদের নির্দেশনা অনুযায়ী ছবিতে থাকা বিভিন্ন চরিত্রের অ্যানিমেটেড ভিডিও দ্রুত তৈরি করতে পারে এআই অ্যালাইভ। টিকটকের স্টোরি ক্যামেরা থেকে সুবিধাটি ব্যবহার করা যাবে।

এআই অ্যালাইভ সুবিধা ব্যবহারের জন্য প্রথমে ইনবক্স পেজের ওপরের বাঁ পাশে থাকা প্রোফাইল ছবির নীল রঙের প্লাস চিহ্নে বা প্রোফাইলের মাঝখানে থাকা প্লাস আইকনে চাপ দিয়ে স্টোরি ক্যামেরা চালু করতে হবে। এরপর পর্দার ডান পাশে থাকা ‘অ্যালাইভ’ বোতামটি চালু করে একটি ছবি নির্বাচন করতে হবে। এরপর ছবি দিয়ে কোন ধরনের অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে হবে, তা লিখতে হবে। ছবি আগে নির্বাচন করেও সুবিধাটি ব্যবহার করা যাবে। সে ক্ষেত্রে ডান পাশের টুলবার থেকে ‘এআই অ্যালাইভ’ আইকনে চাপ দিয়ে অ্যানিমেটেড ভিডিওর নির্দেশনা দিতে হবে।

টিকটকের তথ্যমতে, আপলোড করা ছবি, নির্দেশনা ও তৈরি করা অ্যানিমেটেড ভিডিও প্ল্যাটফর্মের স্বয়ংক্রিয় মডারেশন প্রযুক্তির মাধ্যমে পর্যালোচনা করা হবে। ব্যবহারকারীরা সেই ভিডিও প্রকাশ করতে চাইলে আরও একটি ‘ফাইনাল সেফটি চেক’ অপশন চালু হবে। শুধু তা–ই নয়, প্রতিটি ভিডিওতে ‘এআই জেনারেটেড’ লেবেল যুক্ত থাকবে। এর ফলে ভিডিওটি ডাউনলোড বা অন্য কোথাও শেয়ার করলেও বোঝা যাবে, সেটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে।

সূত্র: ম্যাশেবল

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র কর ট কটক

এছাড়াও পড়ুন:

বিচারকের ছেলে হত্যা: লিমন ৫ দিনের রিমান্ডে

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় প্রবেশ করে তার ছেলেকে হত্যা এবং স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামি লিমন মিয়ার (৩৪) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. মামুনুর রশিদ এ রিমান্ড মঞ্জুর করেন।

আরো পড়ুন:

আশরাফুলের সঙ্গে পরিকল্পিতভাবে প্রেমের সম্পর্ক গড়েন কোহিনূর: র‌্যাব

রাঙ্গুনিয়ায় শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, তদন্ত কর্মকর্তা রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আসামির সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তিনি আরো জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসাধীন লিমন মিয়াকে হাসপাতাল ত্যাগের অনুমতি দেয়। এরপর তাকে আদালতে হাজির করা হয়। বেলা ১১টার পর থেকে তাকে আদালতের হাজতে রাখা হয়। দুপুর ২টার দিকে তাকে আদালতে তোলা হয়। পরে আদালত থেকে তাকে রাজপাড়া থানায় নেওয়া হয়েছে। সেখানে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ড এবং হত্যাচেষ্টার ঘটনার ব্যাপারে লিমন মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।

গত বৃহস্পতিবার শহরের তেরখাদিয়া ডাবতলা এলাকায় বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় আকস্মিক প্রবেশ করেন গাইবান্ধার ফুলছড়ির বাসিন্দা লিমন মিয়া। এরপর তিনি বিচারকের ছেলে তাওসিফ রহমানকে (১৫) ছুরিকাঘাতে ও শ্বাসরোধে খুন করেন। লিমন মিয়ার ছুরিকাঘাতে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসি (৪৪) আহত হন। এ সময় ধ্বস্তাধ্বস্তিতে হামলাকারী লিমন মিয়াও আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।  

হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার (১৪ নভেম্বর) নিজে বাদী হয়ে লিমন মিয়াকে একমাত্র আসামি করে রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন বিচারক মোহাম্মদ আব্দুর রহমান। আসামি এ হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিতভাবে ঘটিয়েছেন বলে এজাহারে দাবি করা হয়েছে।

ঢাকা/কেয়া/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ
  • বাস ধুয়েমুছে চালকের সহকারী ওয়াশরুমে গিয়েছিলেন, ফিরে দেখেন আগুন জ্বলছে
  • ‘বাসটির সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে, এরপর আর কিছু মনে নেই’
  • রেলের ৭ লাখ টাকার যন্ত্র ২৭ হাজারে বানালেন তিনি
  • রাতে এক ঘণ্টার ব্যবধানে সাভার-ধামরাইয়ে দুই বাসে আগুন
  • ওয়াই–ফাই পাসওয়ার্ড ভুলে গেছেন? যেভাবে পুনরুদ্ধার করবেন
  • জনস্বাস্থ্য নিয়ে গবেষণাই তাঁর নেশা 
  • ইডেনে স্পিন বিষ, ১৫ উইকেটের দিনে উড়ছে ভারত
  • বিচারকের ছেলে হত্যা মামলার আসামি লিমন পাঁচ দিনের রিমান্ডে
  • বিচারকের ছেলে হত্যা: লিমন ৫ দিনের রিমান্ডে