জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পাটখেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দেপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারীর মুখমণ্ডল আগুনে পুড়িয়ে বিকৃত অবস্থায় ছিল।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় লাশটি পাওয়া গেছে। তাঁর মুখমণ্ডলের পুরোটাই আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। চেহারা বিকৃত হওয়ার কারণে চেনাও কঠিন হয়ে দাঁড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আজ সকালে ওই এলাকার পাটখেতে বিবস্ত্র ও মুখমণ্ডল দগ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় ওই নারীর লাশটি দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ সদস্যরা।

ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি খন্দকার শাকের আহমেদ জানান, কেউ যাতে চিনতে না পারেন, তাই দাহ্য পদার্থ দিয়ে ওই নারীর মুখমণ্ডল পুড়িয়ে দেওয়া হয়েছে। তাঁকে হয়তো অন্য কোথাও হত্যার পর পাটখেতে ফেলে যাওয়া হয়েছে। লাশটির পরিচয় শনাক্তে তদন্ত চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গুনগুন করে গান গাইলে সেই গানের নাম বলে দেবে জেমিনি

পুরোনো দিনের গানের সুর জানা থাকলেও সেই গানের কথা বা শিল্পীর নাম অনেকেই ভুলে যান। এর ফলে অনলাইনে গানটি খুঁজে পেতে বেশ সমস্যা হয়। এ সমস্যা সমাধানে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন ভয়েস–সুবিধা চালু করেছে গুগল। ভয়েস–সুবিধা চালু করে গুনগুন করে গান গাইলে সেই গানের নাম বলে দেবে জেমিনি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ এক প্রতিবেদনে জানিয়েছে, গুনগুন করে গান গেয়ে গানের নাম জানার জন্য জেমিনির অ্যান্ড্রয়েড সংস্করণে নতুন ভয়েস–সুবিধা চালু করা হয়েছে। ব্যবহারকারীরা এখন কেবল ‘হোয়াট সং ইজ দিস?’ প্রশ্ন করলেই জেমিনি একটি নতুন ইন্টারফেস দেখাবে। এরপর পছন্দের গানের সুর গুনগুন করে গাইলে বা গানের সুর শোনালে জেমিনি অনলাইন থেকে গানের নাম শনাক্ত করে জানাবে।

আরও পড়ুনজিমেইলে জেমিনি চ্যাটবটের কার্যক্রম বন্ধ করবেন যেভাবে০৬ ফেব্রুয়ারি ২০২৫

গানের সুর শুনে গান শনাক্ত করার প্রযুক্তি নতুন নয়। ২০২০ সালের অক্টোবরে গুগল চালু করেছে ‘হাম টু সার্চ’ নামের একটি সুবিধা। নতুন করে জেমিনিতে এই প্রযুক্তি যুক্ত হওয়ায় আগের সেই ব্যবস্থাকে আরও নিখুঁত ও ব্যবহারবান্ধব করে তোলা হয়েছে।

গানের নাম খোঁজার জন্য দীর্ঘদিন ধরেই আইফোন ব্যবহারকারীদের কাছে নির্ভরযোগ্য একটি মাধ্যম হচ্ছে শাজাম অ্যাপ। অ্যাপটি চালু করে নতুন বা পরিচিত কোনো সুর শোনালেই দ্রুত গানের নাম জানা যায়। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে পছন্দের গানের নাম জানতে পারেন। এবার সেই প্রযুক্তিকে আরও সহজ করল জেমিনি।

সূত্র: বিজিআর ডটকম

সম্পর্কিত নিবন্ধ