জামালপুরে পাটখেত থেকে নারীর লাশ উদ্ধার, পুড়িয়ে দেওয়া হয়েছে মুখমণ্ডল
Published: 16th, May 2025 GMT
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পাটখেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দেপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারীর মুখমণ্ডল আগুনে পুড়িয়ে বিকৃত অবস্থায় ছিল।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় লাশটি পাওয়া গেছে। তাঁর মুখমণ্ডলের পুরোটাই আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। চেহারা বিকৃত হওয়ার কারণে চেনাও কঠিন হয়ে দাঁড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আজ সকালে ওই এলাকার পাটখেতে বিবস্ত্র ও মুখমণ্ডল দগ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় ওই নারীর লাশটি দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ সদস্যরা।
ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি খন্দকার শাকের আহমেদ জানান, কেউ যাতে চিনতে না পারেন, তাই দাহ্য পদার্থ দিয়ে ওই নারীর মুখমণ্ডল পুড়িয়ে দেওয়া হয়েছে। তাঁকে হয়তো অন্য কোথাও হত্যার পর পাটখেতে ফেলে যাওয়া হয়েছে। লাশটির পরিচয় শনাক্তে তদন্ত চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জে স্ত্রীকে তালাক দিয়ে ছেলেকে নিয়ে স্বামীর দুধ দিয়ে গোসল
গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রীকে তালাক দিয়ে দীর্ঘ ১২ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন স্বামী তাইফুল ইসলাম। আনন্দ প্রকাশ করে ছেলে মিনহাজ শেখকে (১০) সঙ্গে নিয়ে দুধ দিয়ে গোসল করেন তিনি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার বাটিকামারী গ্রামের তাইফুল ইসলাম এক যুগ আগে ভাঙ্গা উপজেলার রোজিনা বেগমের সঙ্গে সংসার শুরু করেন। তবে সংসার জীবনে নানা ধরনের কলহ ও নির্যাতনের অভিযোগে সম্পর্ক দিন দিন তিক্ত হয়ে ওঠে। অবশেষে শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে তিনি স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে তালাক দেন। এর কিছুক্ষণ পর তিনি তার ছেলে মিনহাজ শেখকে সঙ্গে নিয়ে দুধ দিয়ে গোসল করেন। তবে তালাক পরবর্তী এমন ব্যতিক্রমী আচরণ এলাকায় কৌতূহলের জন্ম দিয়েছে।
তাইফুল ইসলাম দাবি করেন, গত ১২ বছর তারা বাবা-ছেলে ভীষণ কষ্টে দিন কাটিয়েছেন। নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। স্ত্রীকে তালাক দিয়ে সেই অধ্যায়ের অবসান হয়েছে। তাই আনন্দ প্রকাশে তারা বাবা-ছেলে দুধ দিয়ে গোসল করেছেন।
আরো পড়ুন:
বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন
বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বাকৃবিতে নানা আয়োজন
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীর মতে, দাম্পত্য জীবনের কলহ এভাবে প্রকাশ্যে চলে আসা দুঃখজনক। তবে তালাক পরবর্তী এমন ব্যতিক্রমী আচরণ এলাকায় কৌতূহলের জন্ম দিয়েছে।
ঢাকা/বাদল/মেহেদী