প্রীতি জিনতার ব্যস্ত জীবনের বেশির ভাগ সময় কাটে ক্যামেরার সামনে। যদিও এখন সিনেমার ব্যস্ততা খুব একটা নেই, তারপরও ছবি শিকারিদের ক্যামেরা তাঁর দিকে তাক করাই থাকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে [আইপিএল] তাঁর দল পাঞ্জাব কিংস খেলছে, যে কারণে ফ্র্যাঞ্চাইজির অকশন থেকে শুরু করে বিভিন্ন স্টেডিয়ামে ছুটতে হয় তাঁকে।
বলিউড বাসিন্দাদের বিভিন্ন অনুষ্ঠানেও না গেলেই নয়। এর বাইরেও ব্যক্তিগত প্রয়োজনে দেশ-বিদেশে ছুটতে হয়। কিন্তু যেখানে তিনি পা রাখেন, পাপ্পারাজিদের ভিড় এড়ানো কঠিন। আর এ বিষয়টাই মেনে নিতে পারেন না প্রীতি। সে কারণে তোলায় কিছু বিধিনিষেধ জারি করেছেন মিষ্টি মুখের এই অভিনেত্রী। একই সঙ্গে হুমকিও দিয়েছেন এই বলে যে, ‘কেউ যদি আমার বাচ্চাদের ছবি তুলতে আসে, তা হলে আমার ভেতরে লুকিয়ে থাকা কালীমূর্তি বেরিয়ে আসবে। আমার অনুমতি ছাড়া কেউ যদি এই কাজ করেন, তবে সেটা কখনোই মেনে নেব না। খুবই বিরক্তিকর একটা ব্যাপার। আমি চাইব বাচ্চাদের যেন এসব থেকে ছেড়ে দেওয়া হয়।’
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও এই সময় অনলাইন থেকে জানা গেছে সম্প্রতি একটি সংবাদমাধ্যমে দেওয়া প্রীতির সাক্ষাৎকারে ছবি তোলার বিষয়ে তাঁর এই বিধিনিষেধের কথা উল্লেখ করেছেন। অভিনেত্রী আরও বলেছেন, ‘কিছু বিষয় মন থেকে সায় দেয় না বলে কখনও করতে চান না। যেমন মন্দিরে গিয়ে ছবি তোলা। এই বিষয়টা খুবই অপছন্দ করি। তা ছাড়া, ভোরবেলা বিমানবন্দরে বা শৌচালয়ে ছবি তুলতেও আমি ভালোবাসি না। এই জায়গাগুলো বাদ দিয়ে আমাকে ছবি তুলতে বলতে ভালো হয়। আর আমার বাচ্চাদের তুলতে বা ভিডিও করতে চাইলে, কতটা কঠোর হতে পারি, তা বলেই দিয়েছি।’ প্রীতি আরও জানিয়েছেন, ছবি শিকারিদের তিনি নিরাশ করবেন না, যদি তারা ছবি তোলার বিষয়ে তার ভালো লাগা, মন্দ লাগাকে গুরুত্ব দেন। কারণ তিনি জানেন, তারকাদের নিয়ে সাধারণ মানুষের সবসময়ই বাড়তি কৌতূহল কাজ করে। যে কারণে ছবি শিকারিরা সুযোগ পেলেই তারকাদের অনুসরণ করেন তাদের বিভিন্ন মুহূর্তকে ক্যামেরাবন্দি করার জন্য।
এদিকে প্রীতি ব্যস্ত সময় পার করছেন আইপিএলের ১৮তম আসরের খেলা নিয়ে। তাঁর দল ‘পাঞ্জাব কিংস’-এর খেলোয়াড়দের উজ্জীবিত করতে নিয়মিত ছুটে যাচ্ছে ক্রিকেট স্টেডিয়ামে। এবারের আসরে তাঁর দল ১১টি খেলায় ৭টি জয় এবং একটি পরিত্যক্ত ম্যাচের জন্য বাড়তি ১ পয়েন্টসহ মোট ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। মাঝে কয়েক দিন পাক-ভারত যুদ্ধের কারণে বন্ধ ছিল আইপিএল, যা আজ থেকে পুনরায় শুরু হতে যাচ্ছে। যার সুবাদে ছোট্ট একটা বিরতির পর আবার ক্রিকেট মাঠে ছুটতে হচ্ছে এই অভিনেত্রীকে।  
  
উৎস: Samakal
কীওয়ার্ড: প র ত জ নত অভ ন ত র
এছাড়াও পড়ুন:
ফিলিস্তিনি বন্দীকে নির্যাতনের ভিডিও ফাঁস, ইসরায়েলে সেনাবাহিনীর সাবেক প্রসিকিউটর গ্রেপ্তার
ইসরায়েলি পুলিশ দেশটির সেনাবাহিনীর সাবেক একজন প্রসিকিউটরকে গ্রেপ্তার করেছে। একজন ফিলিস্তিনি বন্দীর ওপর ইসরায়েলি সেনাদের নির্যাতনের ভিডিও ফাঁস হওয়ার পর ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
মেজর জেনারেল পদমর্যাদার ওই সাবেক প্রসিকিউটরের নাম ইয়াফাত তোমের-ইয়েরুশালমি। গতকাল সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী।
জানা যায়, অনলাইনে ওই ভিডিওটি ফাঁস হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছিল। তখন তিনি তাঁর পদ থেকে পদত্যাগ করেন। এরপর নিখোঁজ ছিলেন।
ওই ভিডিওতে দেখা গেছে, সৈন্যরা এক বন্দীকে আলাদা স্থানে নিয়ে ঘিরে দাঁড়িয়ে আছেন। তাঁদের সঙ্গে একটি কুকুর রয়েছে। তাঁরা দাঙ্গা নিয়ন্ত্রণের সরঞ্জাম ব্যবহার করে নিজেদের কার্যকলাপ এমনভাবে আড়াল করে রেখেছেন, যাতে কেউ দেখতে না পারে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিও ফাঁসের ঘটনাকে রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ‘জনসংযোগের ওপর সবচেয়ে তীব্র আক্রমণ’ বলে মন্তব্য করেছেন।
আরও পড়ুনফিলিস্তিনি বন্দীর ওপর নির্যাতনের ভিডিও ফাঁস ঘিরে ইসরায়েলের শীর্ষ আইনি কর্মকর্তার পদত্যাগ০১ নভেম্বর ২০২৫অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল-জাজিরার নউর ওদেহ বলেন, ওই নারী প্রসিকিউটরের আটকের ঘটনা ইসরায়েলে ‘রাজনৈতিক ও আইনি ঝড়’ তৈরি করেছে। তবে আটক হওয়া ব্যক্তির ওপর বাড়তি মনোযোগ মূল ঘটনা থেকে নজর সরিয়ে দিচ্ছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের কারাগারগুলোয় অন্তত ৭৫ জন ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন‘স্বপ্ন ছিল বুকে জড়িয়ে ধরার, এখন আশা দাফনটা যদি অন্তত করতে পারি’২ ঘণ্টা আগে