মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর আরোপিত জটিল নিষেধাজ্ঞার কাঠামো ভেঙে দেওয়ার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। সোমবার জারি করা আদেশে ‘সিরিয়ার উন্নয়ন, সরকারের কার্যক্রম এবং দেশের সামাজিক বন্ধন পুনর্গঠনে গুরুত্বপূর্ণ’ প্রতিষ্ঠানগুলোর জন্য নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। এ কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। 

আলজাজিরা জানায়, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের ছয় মাসেরও বেশি সময় পর এই পদক্ষেপ দেশটিতে বিনিয়োগের পথ খুলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এমন এক সিরিয়াকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা স্থিতিশীল, ঐক্যবদ্ধ এবং নিজের ও প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকবে। একটি ঐক্যবদ্ধ সিরিয়া, যা সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য নিরাপদ আশ্রয়স্থল হবে না এবং এর ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে, যা অঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধিকে সহায়তা করবে। তবে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, প্রেসিডেন্ট আসাদ ও তাঁর সহযোগী, আইএস, ইরান এবং তার মিত্রদের ওপর আরোপিত সিরিয়া সম্পর্কিত নিষেধাজ্ঞাগুলো বহাল থাকবে।

রয়টার্স জানায়, ইরানের সঙ্গে যুদ্ধের পর ইসরায়েল এখন দীর্ঘদিনের শত্রু সিরিয়া ও লেবাননের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী। ইসরায়েলের নেতারা বলেছেন, ইরানের সঙ্গে ১২ দিনের সংঘাতে দেশটির অবস্থান দুর্বল হয়ে পড়েছে। এখন মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আটলান্টিকে তৈরি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’

আটলান্টিকে তৈরি হওয়া ‘এরিন’ শক্তিশালী হয়ে চার মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে এগুতে শুরু করেছে বলে শনিবার মার্কিন জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র (এনএইচসি) জানিয়েছে।

ঝড়টি বর্তমানে অ্যাঙ্গুইলা থেকে ১২০ মাইল উত্তর-পূর্বে অবস্থান নিয়েছে। ঝড়টির আশেপাশে বর্তমানে বাতাসের গতিবেগ ঘন্টায় ২৩৩ কিলোমিটার।

এনএইচসি জানিয়েছে, এরিনের অগ্রগামী অংশ রবিবার উত্তর লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ, পুয়ের্তো রিকো, হিস্পানিওলা এবং টার্কস এবং কাইকোস দ্বীপপুঞ্জের কিছু অংশকে প্রভাবিত করবে। আগামী সপ্তাহের শুরুতে বাহামা, বারমুডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে এটি আঘাত হানতে পারে।

সেন্টার জানিয়েছে, এরিনের প্রভাবে রবিবার উত্তর লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকো জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ