মেক্সিকোতে মাদক চক্রের খুনোখুনি, সড়ক ও গাড়ি থেকে ২০ মরদেহ উদ্ধার
Published: 2nd, July 2025 GMT
মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া রাজ্য থেকে অন্তত ২০টি মরদেহ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। মরদেহগুলোর কয়েকটির মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। মেক্সিকো কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে। সিনালোয়া এলাকাজুড়ে প্রায়ই প্রতিদ্বন্দ্বী মাদক চক্রগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে থাকে।
গতকাল সোমবার সিনালোয়ার সরকারি কৌঁসুলির কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, রাজ্যের রাজধানী কুলিয়াকানের কাছাকাছি রাস্তার পাশ থেকে মাথাবিহীন চারটি মরদেহ উদ্ধার হয়। একটি পরিত্যক্ত গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় আরও ১৬টি মরদেহ। একই সঙ্গে একটি ব্যাগের ভেতরে মানুষের পাঁচটি মাথা পাওয়া গেছে।
পুলিশ বলছে, মরদেহগুলোর পাশে চিরকুট ফেলে রাখা হয়েছিল। কোনো একটি মাদক চক্রের পক্ষ থেকে এটি লেখা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে সেই চিরকুটে কী লেখা ছিল, তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
স্থানীয় কর্মকর্তারা ধারণা করছেন, এটি সিনালোয়ার শক্তিশালী মাদক চক্রগুলোর অভ্যন্তরীণ সংঘর্ষেরই অংশ। এলাকাটিকে মেক্সিকোর অন্যতম সহিংস অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়।
সিনালোয়া সরকারের মুখপাত্র ফেলিসিয়ানো কাস্ত্রো এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, সহিংসতার যে মাত্রা দেখা যাচ্ছে, তা বিবেচনায় নিয়ে সংগঠিত অপরাধ দমনে সরকারের কৌশল পরীক্ষা করা জরুরি।
আরও পড়ুনযুক্তরাষ্ট্রের কাছে ২৯ মাদক কারবারিকে তুলে দিল মেক্সিকো২৮ ফেব্রুয়ারি ২০২৫কাস্ত্রো আরও বলেন, ‘সিনালোয়ায় পুরোপুরি শান্তি ফিরিয়ে আনার জন্য সেনা ও পুলিশ একসঙ্গে কাজ করছে।’
তবে রাজ্যের সাধারণ মানুষ বলছে, প্রশাসন এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না।
সিনালোয়ায় কয়েক মাস ধরে সহিংসতা চলছে। মাদক উৎপাদন ও পাচারের পথগুলোর নিয়ন্ত্রণ নিতে মাদক চক্রগুলোর মধ্যে সংঘর্ষ হচ্ছে মাঝেমধ্যে।
এই মাদক চক্রগুলোর এক পক্ষ সিনালোয়া কার্টেলের সহপ্রতিষ্ঠাতা জোয়াকিন ‘এল চাপো’ গুজমানের অনুসারী। আর অন্য পক্ষ ইসমায়েল ‘এল মায়ো’ জামবাদার অনুসারী।
গত বছরের জুলাইয়ে জামবাদা গ্রেপ্তার হওয়ার পর সহিংসতা তীব্র মাত্রায় পৌঁছায়। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বিচারাধীন। যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুযায়ী, টেক্সাসের এল পাসোর কাছে একটি বিমানবন্দর থেকে ৭৬ বছর বয়সী জামবাদা এবং ৩৮ বছর বয়সী জোয়াকিন গুজমান লোপেজকে গ্রেপ্তার করা হয়েছে। লোপেজ হলেন ‘এল চাপো’ গুজমানের ছেলে।
জামবাদার অভিযোগ, গুজমান লোপেজ তাঁকে মেক্সিকো থেকে অপহরণের পর ব্যক্তিগত একটি বিমানের মাধ্যমে জোর করে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়েছিলেন।
মাদক পাচারের দায়ে ২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন এল চাপো।
আর গুজমান লোপেজ গত জুলাইয়ে শিকাগোর ফেডারেল আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন।
আরও পড়ুনমেক্সিকোর দুই মাদকসম্রাট যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের প্রভাব কী হতে পারে২৯ জুলাই ২০২৪.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ক তর ষ ট র জ মব দ মরদ হ
এছাড়াও পড়ুন:
ভোররাতে রণক্ষেত্র: নরসিংদীতে নিহত ১, গুলিবিদ্ধ ৫
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই দলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন পাঁচ জন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে এই রণক্ষেত্র তৈরি হয় সদর উপজেলার আলোকবালী এলাকায়।
সংঘর্ষে নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি সদর উপজেলার মুরাদনগর গ্রামের বাসিন্দা। আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা না গেলেও তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদী থেকে বালু উত্তোলন, জমি দখল এবং রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। ২০২৪ সালের ৫ আগস্টের একটি ঘটনাকে কেন্দ্র করে এই দ্বন্দ্ব আরো ঘনীভূত হয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এই সংঘর্ষ বাধে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উভয়পক্ষই দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ ইদন মিয়াকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য নতুন সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা বা আটকসংক্রান্ত তথ্য পাওয়া যায়নি।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, “ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। শুনেছি একজন নিহত হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”
ঢাকা/হৃদয়/এস