সংস্কার ইস্যু নিয়ে অবস্থান স্পষ্ট করবে বিএনপি
Published: 2nd, July 2025 GMT
রাষ্ট্র সংস্কার বিষয়ে দলীয় অবস্থান স্পষ্ট করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সাম্প্রতিক সময়ে সংস্কার নিয়ে বিএনপির বিরুদ্ধে কয়েকটি দল যে অপপ্রচার চালাচ্ছে, এর পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি। এর অংশ হিসেবে শিগগিরই সংবাদ সম্মেলন করে সংস্কার ইস্যুতে দলীয় অবস্থান তুলে ধরবেন তারা।
গত সোমবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠক সূত্রে জানা যায়, সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যের খসড়া তৈরির জন্য দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৈঠকে সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সর্বশেষ সংলাপ অবহিত করা হলে এ নিয়ে আলোচনা-পর্যালোচনা করেন স্থায়ী কমিটির সদস্যরা। বিএনপির নীতিনির্ধারকরা জানান, রাষ্ট্র সংস্কার ইস্যুতে বিএনপি সব সময় সোচ্চার। এ জন্য অন্তর্বর্তী সরকার যখন সংস্কারের উদ্যোগ নেয়, তখন থেকেই ঐকমত্য কমিশনকে তারা সর্বতোভাবে সহযোগিতা করে আসছেন। তবে বিএনপি আরও দু’বছর আগে থেকেই সংস্কারের কথা বলছে। দলের পক্ষ থেকে ২০২২ সালে জাতির সামনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়। অথচ সংস্কার ইস্যুতে সাম্প্রতিক সময়ে বিএনপিকে ঘিরে কয়েকটি রাজনৈতিক দল নানা বিভ্রান্তিকর বক্তব্য ও অপপ্রচার চালাচ্ছে। এতে জনগণের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে, ভুল বার্তা যাচ্ছে। বিএনপি মনে করে, এতে নির্বাচন সামনে রেখে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে এমন অপপ্রচার চালানো হচ্ছে।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড.
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ ব এনপ র কম ট র
এছাড়াও পড়ুন:
বন্দরে যুবলীগ কর্মী মফিজ গ্রেপ্তার
বন্দরে অপারেশন ডেবিল হান্ট অভিযানে অটোরিক্সার গ্যারেজ থেকে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ২৩ টি অটোরিক্সা ও চার্জার লুট করার মামলায় স্থানীয় যুবলীগ কর্মী ও মাদক ব্যবসায়ী মফিজ উদ্দিন (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধৃত মফিজ উদ্দিন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকার মৃত জিয়াবল ভূইয়া মিয়ার ছেলে ও কলাগাছিয়া ইউনিয়ন ৭ং ওয়ার্ড যুবলীগ কর্মী ।
গ্রেপ্তারকৃতকে শনিবার (১৬ আগস্ট) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১৪(৮)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার (১৫ আগস্ট) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ ইং সালের ২৩ জুলাই রাত সাড়ে ১২টায় বন্দর শাহীমসজিদস্থ বুলবুলের অটোরিক্সার গ্যারেজে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে সন্ত্রাসী হামলা চালায় উল্লেখিত এলাকার স্থানীয় সন্ত্রাসীরা।
ওই সময় হামলাকারিরা দাবিকৃত চাঁদা না পেয়ে ২৩টি অটোরিক্সা ও ২৩টি চার্জারসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
এলাকাবাসী জানিয়েছে,গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা মফিজ উদ্দিন ফ্যাসিস্ট সরকারের আমলে বুরুন্দীসহ বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
ধৃত যুবলীগ নেতার মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর থেকে যুবলীগ নেতা মফিজ উদ্দিন গ্রেপ্তার এড়ানোর জন্য কিছু দিন গা ঢাকা দেয়।