রাষ্ট্র সংস্কার বিষয়ে দলীয় অবস্থান স্পষ্ট করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সাম্প্রতিক সময়ে সংস্কার নিয়ে বিএনপির বিরুদ্ধে কয়েকটি দল যে অপপ্রচার চালাচ্ছে, এর পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি। এর অংশ হিসেবে শিগগিরই সংবাদ সম্মেলন করে সংস্কার ইস্যুতে দলীয় অবস্থান তুলে ধরবেন তারা। 

গত সোমবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
 
বৈঠক সূত্রে জানা যায়, সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যের খসড়া তৈরির জন্য দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

বৈঠকে সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সর্বশেষ সংলাপ অবহিত করা হলে এ নিয়ে আলোচনা-পর্যালোচনা করেন স্থায়ী কমিটির সদস্যরা। বিএনপির নীতিনির্ধারকরা জানান, রাষ্ট্র সংস্কার ইস্যুতে বিএনপি সব সময় সোচ্চার। এ জন্য অন্তর্বর্তী সরকার যখন সংস্কারের উদ্যোগ নেয়, তখন থেকেই ঐকমত্য কমিশনকে তারা সর্বতোভাবে সহযোগিতা করে আসছেন। তবে বিএনপি আরও দু’বছর আগে থেকেই সংস্কারের কথা বলছে। দলের পক্ষ থেকে ২০২২ সালে জাতির সামনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়। অথচ সংস্কার ইস্যুতে সাম্প্রতিক সময়ে বিএনপিকে ঘিরে কয়েকটি রাজনৈতিক দল নানা বিভ্রান্তিকর বক্তব্য ও অপপ্রচার চালাচ্ছে। এতে জনগণের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে, ভুল বার্তা যাচ্ছে। বিএনপি মনে করে, এতে নির্বাচন সামনে রেখে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে এমন অপপ্রচার চালানো হচ্ছে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড.

খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ব এনপ র কম ট র

এছাড়াও পড়ুন:

ভূমিকম্পে কেঁপে উঠলো মিয়ানমার

মিয়ানমার উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে এই ভূকম্পন আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে আন্দামান সাগরে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

আরো পড়ুন:

ভূমিকম্প সতর্কতা অ্যাপের বিষয়ে ভাবছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভূমিকম্প: শিক্ষার্থীদের নিরাপত্তায় ২ সপ্তাহ বন্ধ ঢাবি, হল ছাড়ার নির্দেশ

ইউএসজিএস জানিয়েছে, মিয়ানমারের পাশাপাশি ভূমিকম্পের প্রভাব প্রতিবেশী থাইল্যান্ডেও অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, গত শুক্রবার বাংলাদেশে আঘাত হানে ৫ দশমিক ৭ মাত্রার এক ভূমিকম্প। এতে অন্তত ১০ জন প্রাণ হারান। এই ঘটনার পরদিনই (শনিবার) আরও তিনবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ