নতুন রাউলের গোল, শতভাগ সাফল্য নিয়ে কোয়ার্টার ফাইনালে রিয়াল
Published: 2nd, July 2025 GMT
নিরপেক্ষ ভেন্যুতে জুভেন্টাসের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। মায়ামিতে গতকাল রাতে রিয়ালের জয়ের নায়ক ক্লাবের নতুন আবিষ্কার গনসালো গার্সিয়া। ‘নতুন রাউল’–খ্যাত এই ফরোয়ার্ডের গোলে ১–০ ব্যবধানের জয়ে শেষ উঠেছে প্রতিযোগিতার সফলতম দল রিয়াল।
কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড। জার্মান ক্লাবটি আজ সকালে শেষ ষোলোর অন্য ম্যাচে মেক্সিকান প্রতিপক্ষ মন্তেরইকে হারিয়েছে ২–১ গোলে। আগামী শনিবার রাত দুইটায় মুখোমুখি হবে রিয়াল ও ডর্টমুন্ড।
নিরপেক্ষ ভেন্যুতে এবারসহ মোট চারবার মুখোমুখি হলো রিয়াল–জুভেন্টাস। ১৯৬২ সালে প্যারিসে, ১৯৯৮ সালে আমস্টারডামে, ২০১৭ সালে কার্ডিফে ও গতকাল রাতে মায়ামিতে। এর মধ্যে ১৯৯৮ ও ২০১৭ সালের ম্যাচ দুটি ছিল চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। আর এ ম্যাচগুলোর সব কটিতেই জয় পেয়েছে রিয়াল।
আরও পড়ুনরিয়ালের হয়ে আলো ছড়ানো কে এই নতুন ‘রাউল’ ২৭ জুন ২০২৫মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে জাবি আলোনসোর দল। ম্যাচে ৫৮ শতাংশ বলের দখল রাখা রিয়াল ২১টি শট নিয়ে ১১টি রাখে লক্ষ্যে। বিপরীতে জুভেন্টাসের ৬ শটের লক্ষ্যে ছিল মাত্র ২টি। এ ম্যাচে জুভেন্টাসের হতশ্রী অবস্থার অনেকটাই আড়াল হয়ে যাচ্ছে গোলরক্ষক মিকেলে দি গ্রেগোরিওর অসাধারণ নৈপুণ্যের কারণে। ১০টি সেভ করেছেন।
আলেক্সান্দার আরনল্ড ও গনসালো গার্সিয়া.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ ইন ল
এছাড়াও পড়ুন:
মিতালিকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন মান্ধানা
দুই ঘণ্টার বৃষ্টিবিঘ্নের পর অবশেষে নাবি মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে শুরু হয়েছে নারী ক্রিকেট বিশ্বকাপ-২০২৫ এর প্রতীক্ষিত ফাইনাল। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। আর ব্যাট হাতে মাঠে নামে ভারত।
শুরুটা দারুণ করে ‘উইমেন ইন ব্লু’। ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা গড়েন ১০৪ রানের জুটি। এই রানের মাথায় ব্যক্তিগত ৪৫ রানে আউট হন মান্ধানা। আর তাতেই রচনা হয় নতুন ইতিহাস। মিতালি রাজকে পেছনে ফেলে বিশ্বকাপের এক আসরে ভারতের পক্ষে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যান মান্ধানা।
আরো পড়ুন:
গৌহাটি টেস্টে ‘লাঞ্চের আগে টি-ব্রেক’! জানুন কেন এই ব্যতিক্রম
রোহিতের সেঞ্চুরির ‘হাফ-সেঞ্চুরি’, ঢুকলেন এলিট ক্লাবে
চলতি বিশ্বকাপে ৯ ইনিংসে মান্ধানার মোট রান ৪৩৪, যা ২০১৭ সালের আসরে মিতালি রাজের করা ৪০৯ রানের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
ভারতের হয়ে এক বিশ্বকাপে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকা:
৪৩৪ – স্মৃতি মান্ধানা (২০২৫)
৪০৯ – মিতালি রাজ (২০১৭)
৩৮১ – পুনম রাউত (২০১৭)
৩৫৯ – হারমানপ্রীত কৌর (২০১৭)
৩২৭ – স্মৃতি মান্ধানা (২০২২)
এবারের আসরে দুর্দান্ত ছন্দে ছিলেন মান্ধানা:
এখন পর্যন্ত দুইটি ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন স্মৃতি মান্ধানা। ২০১৭ সালের আসরেই প্রথম আলোচনায় আসেন তিনি। করেছিলেন ৩২৭ রান। আর এবার ২০২৫ বিশ্বকাপে তার ব্যাট থেকে এসেছে ৫৪.২৫ গড়ে ৪৩৪ রান। যা তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স।
তবে শুরুটা কিন্তু খুব একটা উজ্জ্বল ছিল না। প্রথম তিন ম্যাচে তিনি করেছিলেন মাত্র ৪৬ রান। কিন্তু এরপরই যেন জেগে ওঠেন। টানা দুটি ফিফটির পর নিউ জিল্যান্ডের বিপক্ষে করেন দুর্দান্ত এক সেঞ্চুরি।
সেমিফাইনালে ভালো শুরু করেও বড় ইনিংসে রূপ দিতে পারেননি ২৯ বছর বয়সী এই ওপেনার। ফাইনালেও ভালো সূচনা করে ৫৮ বলে ৮টি চার মেরে ৪৫ রানে সাজঘরে ফেরেন।
ঢাকা/আমিনুল