দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: আইইএলটিএসে ৫.৫–এ আবেদন
Published: 2nd, July 2025 GMT
দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার জন্য অন্যতম গন্তব্য হয়ে উঠেছে বাংলাদেশী শিক্ষার্থীদের কাছে। গত কয়েক বছরে কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের শীর্ষ শতকে রয়েছে দক্ষিণ কোরিয়ার ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান। এগুলো হলো-সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি (৩১), কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (৫৩), ইয়োনসেই বিশ্ববিদ্যালয় (৫৬), কোরিয়া ইউনিভার্সিটি (৬৭) ও পোহং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (৯৮)। দেশটির অর্থনীতি যথেষ্ট স্থিতিশীল হওয়ায় ছাত্রছাত্রীদের চাকরি নিয়ে তেমন বিড়ম্বনা পোহাতে হয় না। প্রতিটি জব সেক্টর একদম শিক্ষানবিশ পর্যায় থেকে জব স্যাটিসফেকশন নিশ্চিত করায় কাজে পাওয়া যায় নিরাপদ ভবিষ্যতের সম্ভাবনা। পাঠ্যক্রমে ইংরেজি ভাষার গুরুত্বের ফলে নিজেদের পছন্দমতো বিষয় নির্বাচন করতে পারেন বিদেশি ছাত্রছাত্রীরা। তবে খণ্ডকালীন কাজের জন্য কোরিয়ান ভাষায় পারদর্শিতা জরুরি। এটি পড়াশোনার পাশাপাশি জীবনধারণকেও সহজ করে। স্কলারশিপ অর্জনে আলাদা মাত্রা যোগ করতে পারে ভাষা দক্ষতা। চলুন, দেশটিতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নেওয়া যাক—
আরও পড়ুনবাংলাদেশিদের জন্য গ্রেট স্কলারশিপ, আবেদন যেভাবে০২ ডিসেম্বর ২০২৩দক্ষিণ কোরিয়ার সেরা বিশ্ববিদ্যালয় কোনগুলোবিশ্বব্যাপী স্বনামধন্য দক্ষিণ কোরিয়ার প্রথম সারির ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান হলো—সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি, কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইয়োনসেই বিশ্ববিদ্যালয়, কোরিয়া ইউনিভার্সিটি, পোহং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সুংকিউনকওয়ান বিশ্ববিদ্যালয়, হ্যানিয়াং বিশ্ববিদ্যালয়, উলসান ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, দেগু গিয়াংবুক ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও কিউং হি ইউনিভার্সিটি।
পড়াশোনার জন্য জনপ্রিয় বিষয়অর্থনীতি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজনেস ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, ফাইন্যান্স, ফ্যাশন, আন্তর্জাতিক বাণিজ্য, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, ডিজাইন মিডিয়া, আন্তর্জাতিক সম্পর্ক ও বায়োটেকনোলজি।
ফাইল ছবি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউন ভ র স ট ট অব স য র জন য
এছাড়াও পড়ুন:
ইতালির বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই ডিএসইউ স্কলারশিপ
ইতালির অন্যতম সরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব মিলান। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই বিশ্ববিদ্যালয়ে ডিএসইউ স্কলারশিপ ২০২৫–২৬–এর আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীরা এই স্কলারশিপের মাধ্যমে ইতালিতে উচ্চশিক্ষার সুযোগ পাবেন।
ডিএসইউ স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইতালিতে পড়াশোনা সহজ ও সাশ্রয়ী করা।
আইইএলটিএস ছাড়াই ভর্তি ও স্কলারশিপএই স্কলারশিপের অন্যতম বড় সুবিধা হলো আইইএলটিএস বাধ্যতামূলক নয়। শিক্ষার্থীরা কেবল ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র দিয়ে ভর্তি ও স্কলারশিপ উভয়ই নিশ্চিত করতে পারবেন।
আরও পড়ুনকেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে এমবিএ স্কলারশিপ, জেনে নিন বিস্তারিত০৫ আগস্ট ২০২৫যেসব বিষয়ে পড়াশোনার সুযোগ থাকবেইউনিভার্সিটি অব মিলান বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে। এর মধ্যে রয়েছে—
স্কুল অব এক্সারসাইজ অ্যান্ড স্পোর্ট সায়েন্সেস
মেডিসিন অনুষদ
ভেটেরিনারি মেডিসিন অনুষদ
সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদ
আইন অনুষদ
স্কুল অব ল্যাঙ্গুয়েজ মেডিয়েশন অ্যান্ড ইন্টারকালচারাল কমিউনিকেশন
হিউম্যানিটিজ অনুষদ
রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ
ইঞ্জিনিয়ারিং
কম্পিউটারবিজ্ঞান
ফার্মেসি অনুষদ
কৃষি ও খাদ্যবিজ্ঞান অনুষদ
বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকাছবি: প্রথম আলো ফাইল ছবি