ঢাকায় ছুরিকাঘাতে শিক্ষার্থীসহ নিহত ২
Published: 17th, May 2025 GMT
ঢাকার হাজারীবাগে ও মোহাম্মদপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক শিক্ষর্থীসহ দুজন নিহত হয়েছে।
শুক্রবার (১৬ মে) রাতে এসব ঘটনা ঘটে।
মোহাম্মদপুর: মোহাম্মদপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নুর ইসলাম (২৬) নামে এক ফটোগ্রাফার নিহত হয়েছেন। তার কাছ থাকে দুটি ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ৮টার দিকে মোহাম্মদপুর মন্দিরের গলিতে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নুর ইসলামের গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝড়া থানার সুজনকাঠি গ্রাম। তার বাবার নাম আবুল ফকির। ঢাকার ধানমন্ডি শঙ্কর বাসস্ট্যান্ড এলাকায় থাকতেন।
নিহতের বড় ভাই ওসমান গনি বলেন, “নুর ইসলাম ডে ইভেন্টের ফটোগ্রাফার ছিলো। রাতে মুঠোফোনে খবর পাই ওকে মোহাম্মদপুর এলাকায় দুর্বৃত্তরা কুপিয়েছে। সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল ছুটে যাই। সেখানে গিয়ে ছোট ভাইয়ের রক্তাক্ত লাশ দেখতে পাই।”
তিনি আরো বলেন, “নুর ইসলাম ও তার বন্ধু ইমনকে নিয়ে রিকশা করে মোহাম্মদপুর মন্দির গলি দিয়ে যাচ্ছিলো। তখন কয়েকজন দুর্বৃত্ত তাদের রিকশার গতিরোধ করে ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে নুর বাধা দিলে ছুরিকাঘাত করে।
হাজারীবাগ: হাজারীবাগের জিগাতলা এলাকায় দূর্বৃত্তের ছুরিকাঘাতে আলভী (২৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার রাত ৮টার দিকে এ জিগাতলা বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার ২ বন্ধু আহত হয়েছেন।
নিহতের মামি মাহি আক্তার জানান, আলভি তার বন্ধু রাব্বি, ও জাকারিয়ার সঙ্গে জিগাতলা বাসস্ট্যান্ডের কাছে আড্ডা দিচ্ছিল। ওই মুহূর্তে ২০ থেকে ২৫ জন ছেলে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তারা আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে আলভীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলভীর বাড়ি গোপালগঞ্জ জেলায়। তার বাবার নাম মশিউর রহমান। তিনি হাজারীবাগ বিজিবি ৫ নম্বর গলির একটি ভাড়া বাসায় মা-বাবার সঙ্গে থাকতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, “দুই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।”
ঢাকা/বুলবুল/ইভা
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম হ ম মদপ র ন র ইসল ম
এছাড়াও পড়ুন:
আইএসপিএবির নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন, এখন ফলাফলের অপেক্ষা
দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) ২০২৫-২৭ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনা। রাজধানীর মিন্টো রোডের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এ নির্বাচন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলেছে। নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে সাধারণ সদস্য শ্রেণি থেকে ৯ জন এবং সহযোগী সদস্য শ্রেণি থেকে ৪ জন করে মোট ১৩ জন নির্বাচিত হবেন।
আজ আইএসপিএবি নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলী। তিনি প্রথম আলোকে বলেন, ‘ভোট সকাল থেকেই শুরু হয়েছে। এর মধ্যে সাধারণ শ্রেণিতে ২২৮ ভোট পড়েছে ও অ্যাসোসিয়েটসে ৫৫৭ জন ভোটার ভোট দিয়েছেন। সব মিলিয়ে একটা সুষ্ঠু নির্বাচন চলছে। আমরা ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ করেছি।’ আইএসপিএবির ভোটার সংখ্যা সাধারণ শ্রেণিতে ২৬৩ ও অ্যাসোসিয়েটসে ৫৯৯ জন।
নির্বাচনে একটি প্যানেলের নেতা আমিনুল হাকিম প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন উৎসবমুখর চলছে। আমাদের সদস্যরা দূর–দূরান্ত থেকে ভোট দিতে আসছেন।’
অপর একটি প্যানেলের নেতা মো. আজহারুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন ভালোভাবে চলছে। উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিয়েছেন। অনেক দিন ধরে এই খাতে আছি, আমি আশা করছি নির্বাচিত হলে ভালো কিছু এই খাতকে দিতে পারব।’
উল্লেখ্য, নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে সাধারণ সদস্য শ্রেণি থেকে ৯ জন এবং সহযোগী সদস্য শ্রেণি থেকে ৪ জন করে মোট ১৩ জন নির্বাচিত হবেন।