নিউজিল্যান্ড ‘এ’ দলের কাছে হার, সোহানদের ৩ ওভারের দুঃখ
Published: 17th, May 2025 GMT
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ ‘এ’ দল। তবে জাতীয় দলের ছায়াদল নিয়েও সিরিজের প্রথম চার দিনের ম্যাচে ৭০ রানের বড় ব্যবধানে হেরেছে নুরুল হাসান সোহানরা। রানের চেয়েও বড় কথা দিনের শেষ ৩ ওভার টিকতে না পেরে হেরেছে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের শেষ ৩ ওভারে ৩ উইকেট হারায় বাংলাদেশ ‘এ’ দল। মাহিদুল ইসলাম অঙ্কন অন্য প্রান্তে নিঃসঙ্গ হার নিয়ে মাঠ ছাড়েন। তাকে দারুণ সঙ্গ দিয়ে হাসান মুরাদ ম্যাচ সমতার দিকে নিচ্ছিলেন। ৪১ বল খেলে ৭ রান করেন বাঁ-হাতি স্পিনার মুরাদ। বৃষ্টি ম্যাচ ড্র’র সুযোগ এনে দিলে তিনি ক্রিজে টিকে থাকার দায়িত্ব নেন।
কিন্তু মুরাদ ফিরতেই হেরে গেছে বাংলাদেশ। মুরাদ আউট হলে ম্যাচ বাঁচাতে ইনজুরি নিয়ে নেমে পড়েন এনামুল হক বিজয়। দ্বিতীয় ইনিংসে ইনজুরির কারণে টপ অর্ডারে ব্যাটিং করতে পারেননি তিনি। কিন্তু এনামুল ২ বল খেলেই আউট হয়ে যান। পরের বলেই এবাদত সাজঘরে ফেরেন। এরপর খালেদ আউট হলে হেরে যায় বাংলাদেশ ‘এ’ দল।
এর আগে সিলেটে টস জিতে বোলিং করে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ২৫৬ রানে অলআউট করে বাংলাদেশ। দলটির হয়ে মিশেল হে ৮১ রান করেন। বাংলাদেশের খালেদ আহমেদ ৬ উইকেট নেন। জবাবে প্রথম ইনিংসে ২৬৮ রান তোলে বাংলাদেশ ‘এ’ দল। অধিনায়ক নুরুল হাসান ৮৮ বলে ১০৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার সেঞ্চুরির পরও ১২ রানের বেশি লিড নিতে পারেনি বাংলাদেশ ‘এ’।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ‘এ’ দল ২৫৭ রান তোলে। তিনে ব্যাট করা নিক কেলি ২০৭ বল খেলে ১২২ রানের দারুণ ইনিংস খেলেন। ওপেনার জো কার্টার ৫৭ রানের ইনিংস খেলেন। হাসান মুরাদ ৫টি ও নাঈম হাসান নেন ৪ উইকেট। ২৪৬ রানের লক্ষ্যে নেমে ৪৬ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ ‘এ’ দল। দলের একশ’র আগে ৫০ রান করে ফিরে যান জাকির হাসান।
এরপর মাহিদুল ইসলাম হাল ধরে ১৬৭ বলে ৫৭ রানের দৃঢ় ইনিংস খেলেন। তাকে কেউ সঙ্গ দিতে না পারায় হেরেছে বাংলাদেশ ‘এ’। নিউজিল্যান্ডের দলটির ভারতীয় বংশোদ্ভূত স্পিনার আদিত্য অশোক ৫ উইকেট নিয়ে নুরুলদের ধসিয়ে দিয়েছেন। প্রথম ইনিংসে ক্রিস্টিয়ান ক্লার্ক ও জোশ ক্লার্কসন যথাক্রমে ৩টি ও ৪টি উইকেট নেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এবার অর্পিতাদের সাফ মিশন, অভিজ্ঞরাই ভরসা
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে আগামীকাল ভুটান যাবে বাংলাদেশ দল। তার আগে আজ বিকেলে এই টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
গত বছর অনূর্ধ্ব-১৬ সাফে খেলা ১৫ জনই আছেন এই দলে। নতুন আটজন হলেন— রিয়া, প্রতিমা রানী, জবা রানী, সুরভী রানী, মামনী চাকমা, ঈশিতা ত্রিপুরা, পূর্ণিমা মারমা, আমেনা খাতুন। দলটির অধিনায়ক অর্পিতা বিশ্বাস।
এ বছর এখনো কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। ২০২৪ সালে সাফে চার ম্যাচের চারটিতে জেতে তারা। সেই প্রতিযোগিতায় ভারতের সঙ্গে খেলা ফাইনালই মেয়েদের সর্বশেষ ম্যাচ।
জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার গত ১১ আগস্ট লাওসে অনূর্ধ্ব-২০ দলের খেলা শেষে ছুটিতে গেছেন। আগস্টের বাকি সময় তিনি ছুটিতে থাকবেন। কোচ হিসেবে অনূর্ধ্ব-১৭ দলের সঙ্গে ভুটান যাবেন মাহবুবুর রহমান।
বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল—এই চার দেশ নিয়ে ২০ থেকে ৩১ আগস্ট থিম্পুতে হবে এই টুর্নামেন্ট। রাউন্ড রবিন পদ্ধতিতে একদল অন্য দলের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। এরপর সর্বোচ্চ পয়েন্টধারীর হাতে উঠবে ট্রফি।
২৩ সদস্যের বাংলাদেশ স্কোয়াড:ইয়ারজান বেগম, মেঘলা রানী, মমিতা খাতুন, শিউলি রায়, তানিয়া আক্তার, অর্পিতা বিশ্বাস (অধিনায়ক), ফাতেমা আক্তার, উম্মে কুলসুম, আরিফা আক্তার, মোসাম্মত আলমিনা, রেশমি আক্তার, থুইনুয়া মারমা, সুরভী আকন্দ, ক্রানুচিং মারমা, রিয়া, আলফি আক্তার, প্রতিমা রানী, জবা রানী, সুরভী রানী, মামনি চাকমা, ঈশিতা ত্রিপুরা, পূর্ণিমা মারমা ও আমেনা খাতুন।২০ আগস্ট ভুটান ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। একদিন বিরতি দিয়ে ২২ আগস্ট দলটির প্রতিপক্ষ ভারত। ২৪ ও ২৭ আগস্ট পরপর দুই ম্যাচে নেপালকে মোকাবিলা করবে বাংলাদেশ। ২৯ আগস্ট ভুটান এবং ৩১ আগস্ট আবার ভারতের মুখোমুখি হবে মেয়েরা। সবগুলো ম্যাচ থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে।
এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সাতবার অংশ নিয়ে দুবার ট্রফি জিতেছে তাঁরা। বাংলাদেশের সমান দুবারের চ্যাম্পিয়ন ভারত।
এ বছর অনূর্ধ্ব-১৭ পর্যায়ের টুর্নামেন্ট হলেও ২০১৭ সালে প্রথম আসর থেকে চতুর্থ আসর পর্যন্ত হয়েছিল অনূর্ধ্ব-১৫ পর্যায়ে। এরপর ২০২৩ সালে অনূর্ধ্ব-১৭ ও ২০২৪ সালে অনূর্ধ্ব-১৬ পর্যায়ে অনুষ্ঠিত হয়েছিল সাফের এই প্রতিযোগিতা।