নিউজিল্যান্ড ‘এ’ দলের কাছে হার, সোহানদের ৩ ওভারের দুঃখ
Published: 17th, May 2025 GMT
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ ‘এ’ দল। তবে জাতীয় দলের ছায়াদল নিয়েও সিরিজের প্রথম চার দিনের ম্যাচে ৭০ রানের বড় ব্যবধানে হেরেছে নুরুল হাসান সোহানরা। রানের চেয়েও বড় কথা দিনের শেষ ৩ ওভার টিকতে না পেরে হেরেছে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের শেষ ৩ ওভারে ৩ উইকেট হারায় বাংলাদেশ ‘এ’ দল। মাহিদুল ইসলাম অঙ্কন অন্য প্রান্তে নিঃসঙ্গ হার নিয়ে মাঠ ছাড়েন। তাকে দারুণ সঙ্গ দিয়ে হাসান মুরাদ ম্যাচ সমতার দিকে নিচ্ছিলেন। ৪১ বল খেলে ৭ রান করেন বাঁ-হাতি স্পিনার মুরাদ। বৃষ্টি ম্যাচ ড্র’র সুযোগ এনে দিলে তিনি ক্রিজে টিকে থাকার দায়িত্ব নেন।
কিন্তু মুরাদ ফিরতেই হেরে গেছে বাংলাদেশ। মুরাদ আউট হলে ম্যাচ বাঁচাতে ইনজুরি নিয়ে নেমে পড়েন এনামুল হক বিজয়। দ্বিতীয় ইনিংসে ইনজুরির কারণে টপ অর্ডারে ব্যাটিং করতে পারেননি তিনি। কিন্তু এনামুল ২ বল খেলেই আউট হয়ে যান। পরের বলেই এবাদত সাজঘরে ফেরেন। এরপর খালেদ আউট হলে হেরে যায় বাংলাদেশ ‘এ’ দল।
এর আগে সিলেটে টস জিতে বোলিং করে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ২৫৬ রানে অলআউট করে বাংলাদেশ। দলটির হয়ে মিশেল হে ৮১ রান করেন। বাংলাদেশের খালেদ আহমেদ ৬ উইকেট নেন। জবাবে প্রথম ইনিংসে ২৬৮ রান তোলে বাংলাদেশ ‘এ’ দল। অধিনায়ক নুরুল হাসান ৮৮ বলে ১০৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার সেঞ্চুরির পরও ১২ রানের বেশি লিড নিতে পারেনি বাংলাদেশ ‘এ’।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ‘এ’ দল ২৫৭ রান তোলে। তিনে ব্যাট করা নিক কেলি ২০৭ বল খেলে ১২২ রানের দারুণ ইনিংস খেলেন। ওপেনার জো কার্টার ৫৭ রানের ইনিংস খেলেন। হাসান মুরাদ ৫টি ও নাঈম হাসান নেন ৪ উইকেট। ২৪৬ রানের লক্ষ্যে নেমে ৪৬ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ ‘এ’ দল। দলের একশ’র আগে ৫০ রান করে ফিরে যান জাকির হাসান।
এরপর মাহিদুল ইসলাম হাল ধরে ১৬৭ বলে ৫৭ রানের দৃঢ় ইনিংস খেলেন। তাকে কেউ সঙ্গ দিতে না পারায় হেরেছে বাংলাদেশ ‘এ’। নিউজিল্যান্ডের দলটির ভারতীয় বংশোদ্ভূত স্পিনার আদিত্য অশোক ৫ উইকেট নিয়ে নুরুলদের ধসিয়ে দিয়েছেন। প্রথম ইনিংসে ক্রিস্টিয়ান ক্লার্ক ও জোশ ক্লার্কসন যথাক্রমে ৩টি ও ৪টি উইকেট নেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মেসি-সুয়ারেজদের হারিয়ে প্লে’অফে শিকাগো ফায়ার
দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্লে-অফে জায়গা করে নিল শিকাগো ফায়ার এফসি। বাংলাদেশ সময় বুধবার (০১ অক্টোবর) সকালে দারুণ গোল উৎসবের ম্যাচে ইন্টার মায়ামিকে ৫-৩ গোলে হারিয়ে নিশ্চিত করল তারা ২০১৭ সালের পর প্রথম প্লে-অফ।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে শিকাগো। ম্যাচের ১১তম মিনিটেই জ্বলে ওঠেন জে দ’আভিলা। তিনি চমৎকার এক হেডারে এগিয়ে দেন দলকে। এরপর ৩১ মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে গোল করেন জনাথন ডিন। ২-০ গোলে পিছিয়ে পড়ে একসময় চাপে পড়ে যায় মায়ামি।
আরো পড়ুন:
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়
বুসকেটসের অবসর ঘোষণা: এক নিঃশব্দ শিল্পীর শেষ অধ্যায়
তবে ৩৯ মিনিটে টমাস আভিলেস গোল করে ব্যবধান কমান। কিন্তু বিরতিতে যাওয়ার আগেই রোমিং কুওমে গোল করে আবারও দুই গোলে এগিয়ে দেন শিকাগোকে।
দ্বিতীয়ার্ধে ফিরে মায়ামি পুরোপুরি ভরসা রাখে লুইস সুয়ারেজের অভিজ্ঞতায়। ৫৭ মিনিটে তার গোলেই ব্যবধান দাঁড়ায় ৩-২। এরপর জর্ডি আলবার দুর্দান্ত পাস থেকে ৭৪ মিনিটে সমতায় ফেরান উরুগুইয়ান স্ট্রাইকার। ম্যাচ তখন দাঁড়িয়ে যায় ৩-৩ এ, আর মনে হচ্ছিল খেলা একেবারেই মায়ামির দিকে হেলে পড়ছে।
কিন্তু শেষ মুহূর্তে নতুন নাটক লিখে শিকাগো। ৮০ মিনিটে জাস্টিন রেইনল্ডস গোল করে আবারও এগিয়ে দেন দলকে। মাত্র তিন মিনিট পর দূরপাল্লার ঝড়ো শটে ব্রায়ান গুতিয়েরেজ নিশ্চিত করেন শিকাগোর স্মরণীয় জয়।
এই জয়ে এমএলএস টেবিলে অষ্টম স্থানে উঠে এসেছে শিকাগো (১৫ জয়, ৬ ড্র, ১১ হার)। অন্যদিকে লিওনেল মেসির মায়ামি (১৬ জয়, ৮ ড্র, ৭ হার) যদিও আগেই প্লে-অফ নিশ্চিত করে রেখেছে। তবে টানা দ্বিতীয় ম্যাচে গোলশূন্য থাকলেন আর্জেন্টাইন তারকা। আর এই হারের ফলে সাপোর্টার্স শিল্ড জয়ের লড়াইয়ে বড় ধাক্কা খেল মায়ামি। এখন শুধু জয় পেলেই শিরোপা নিশ্চিত করতে পারবে ফিলাডেলফিয়া ইউনিয়ন।
উল্লেখ্য, ম্যাচটি মূলত হওয়ার কথা ছিল ৩০ আগস্টে, কিন্তু লিগস কাপ ফাইনাল খেলতে গিয়ে মায়ামির কারণে তা পিছিয়ে যায়। সেই ম্যাচে সিয়াটলের কাছে ৩-০ গোলে হেরেছিল তারা।
ঢাকা/আমিনুল