রাস্তায় কুড়িয়ে পাওয়া মেয়ে বড় হয়ে দত্তক মাকে খুন করল
Published: 17th, May 2025 GMT
একসময় রাস্তায় সদ্যোজাত শিশুকে কুড়িয়ে পেয়েছিলেন এক নারী। ওই শিশুকে দত্তক হিসেবে নিজের কাছে রেখে লালন–পালন করছিলেন তিনি। সেই শিশুই কিশোরী বয়সে এসে পালক মাকেই খুন করেছে বলে অভিযোগ উঠেছে। ভারতের ওডিশা রাজ্যের গজপতি জেলার পারালাখেমুন্ডি শহরে ভাড়া বাড়িতে গত ২৯ এপ্রিল ঘটেছে এমন ঘটনা।
ওডিশা পুলিশ জানিয়েছে, ওই কিশোরীর বয়স এখন ১৩ বছর। সে অষ্টম শ্রেণির ছাত্রী। তার দুই প্রেমিক মন্দিরের পুরোহিত ২১ বছর বয়সী গণেশ রাঠ এবং ২০ বছর বয়সী দীনেশ সাহুর সঙ্গে মিলে নিজের দত্তক মা রাজলক্ষ্মী করকে (৫৪) হত্যার ষড়যন্ত্র করে।
পুলিশ বলছে, রাজলক্ষ্মীর দত্তক নেওয়া ওই কিশোরীর সঙ্গে দুই তরুণের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তিনি এমন সম্পর্কের বিরুদ্ধে ছিলেন। তাঁর সম্পত্তি দখলের লোভও ছিল ওই কিশোরী ও দুই তরুণের।
২৯ এপ্রিল সন্ধ্যায় কিশোরী প্রথমে মায়ের খাবারে ঘুমের ওষুধ মেশায়। যখন রাজলক্ষ্মী অচেতন হয়ে পড়েন, তখন গণেশ রাঠ ও দীনেশ সাহুকে ডেকে আনা হয়। তারপর তিনজনে মিলে বালিশচাপা দিয়ে রাজলক্ষ্মীকে খুন করে।
পরে রাজলক্ষ্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পরিবার ও হাসপাতালকে জানানো হয়, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজলক্ষ্মীর আগে থেকেই হৃদ্রোগ ছিল। তাই কেউ সন্দেহ করেনি। পরদিন আত্মীয়স্বজনের উপস্থিতিতে ভুবনেশ্বরে তাঁর মরদেহের অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়।
প্রায় দুই সপ্তাহ এ ঘটনা ধামাচাপা থাকলেও রাজলক্ষ্মীর ভাই শিবা প্রসাদ মিশ্রর মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আসতে থাকে। তিনি ভুবনেশ্বরে কিশোরীর ফেলে যাওয়া মুঠোফোনটি খুঁজে পান। মুঠোফোনটি ঘেঁটে দেখতে পান, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম চ্যাটে খুনের পরিকল্পনার পুরো বিবরণ রয়েছে। ওই কথোপকথনে রাজলক্ষ্মীকে খুন করার পরিকল্পনা, সোনা ও নগদ টাকা নেওয়ার বিষয়গুলো স্পষ্টভাবে লেখা ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে সব দেখার পর গত ১৪ মে শিবা প্রসাদ মিশ্র পারালাখেমুন্ডি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ রাজলক্ষ্মীর মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করে এবং কিশোরী, গণেশ রাঠ ও দীনেশ সাহুকে গ্রেপ্তার করে।
গজপতি জেলার পুলিশ সুপার যতীন্দ্র কুমার পান্ডা জানান, প্রায় ১৪ বছর আগে ভুবনেশ্বরে রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় রাজলক্ষ্মী ও তাঁর স্বামী ওই শিশুকে খুঁজে পান। নিঃসন্তান দম্পতি তাকে দত্তক নেন এবং নিজের সন্তান হিসেবে লালন-পালন করতে থাকেন।
তবে এক বছরের মধ্যেই রাজলক্ষ্মীর স্বামী মারা যান। এরপর একাই রাজলক্ষ্মী মেয়েটিকে লালন–পালন করছিলেন। পড়াশোনার সুবিধার্থে তিনি পারালাখেমুন্ডিতে এসে কিশোরীকে একটি বিদ্যালয়ে ভর্তি করান। সেখানে তিনি একটি বাড়ি ভাড়া নেন।
শিশুটি ধীরে ধীরে কিশোরী হয়। এরই মধ্যে তার সঙ্গে দুই তরুণ গণেশ রাঠ ও দীনেশ সাহুর সম্পর্ক গড়ে ওঠে। রাজলক্ষ্মী দুজনের সঙ্গে এমন সম্পর্ক মেনে নিতে পারেননি। এ নিয়ে মা–মেয়ের মধ্যে বেশ ঝগড়াঝাঁটি হচ্ছিল।
পুলিশ বলছে, গণেশ রাঠ একপর্যায়ে কিশোরীকে তার মাকে হত্যার উসকানি দিতে থাকেন। রাঠই একসময় তাকে রাজলক্ষ্মীকে খুন করতে বুঝিয়ে রাজি করান। রাঠ কিশোরীকে বোঝান, তাকে মেরে ফেললে তাঁরা কোনো ঝামেলা ছাড়াই সম্পর্ক চালিয়ে যেতে পারবেন এবং অনেক সম্পত্তির মালিক হয়ে যাবেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২৯ এপ্রিল সন্ধ্যায় ওই কিশোরী তার মা রাজলক্ষ্মীকে ঘুমের ওষুধ খাওয়ায়। রাজলক্ষ্মী অচেতন হওয়ার পর সে রাঠ ও সাহুকে বাড়িতে ডেকে আনে। এরপর তারা তিনজন মিলে রাজলক্ষ্মীর মুখে বালিশ চেপে তাঁকে শ্বাস রোধ করে হত্যা করে। এরপর রাজলক্ষ্মীকে তাড়াহুড়ো করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত কিশোরী ও ওই দুই তরুণ রাজলক্ষ্মীর পরিবারের সদস্য ও হাসপাতালের কর্মীদের বলেছিলেন, রাজলক্ষ্মী হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, হত্যার আগেই কিশোরী তার মায়ের কিছু সোনার গয়না গণেশ রাঠকে দিয়েছিল। গণেশ সেগুলো প্রায় ২ লাখ ৪০ হাজার রুপিতে বন্ধক রেখেছিল। পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে প্রায় ৩০ গ্রাম সোনার গয়না, তিনটি মুঠোফোন এবং রাজলক্ষ্মীকে হত্যায় ব্যবহৃত দুটি বালিশ উদ্ধার করেছে।
এখন তিন অভিযুক্ত ব্যক্তি পুলিশি হেফাজতে আছে ও তদন্ত চলছে। ঘটনাটি রাজ্যজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জলক ষ ম র র জলক ষ ম ক ওই ক শ র গণ শ র ঠ খ ন কর
এছাড়াও পড়ুন:
মুন্সীগঞ্জের সাবেক এমপি বিপ্লব ৭ দিনের রিমান্ডে
মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সজল হত্যা মামলায় মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের জামিন নামঞ্জুর করে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার মুন্সীগঞ্জের এক নম্বর আমলি আদালতের বিচারক আশিকুর রহমান এই আদেশ দেন। এর আগে সদর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
এদিকে মব এড়াতে সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তায় সকাল সাড়ে ৮টার দিকে আদালতে নিয়ে যাওয়া হয় ফয়সাল বিপ্লবকে। আদালতে হাজির করা হয় সকাল ৯টা ৫ মিনিটে। এরপর আসামির জামিন এবং রিমান্ড নামঞ্জুরের আবেদন নিয়ে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট শাহিন মো. আমানুল্লাহ ও অ্যাডভোকেট হাসান মৃধা।
আদালতে রাষ্ট্রপক্ষে মুন্সীগঞ্জ কোর্ট ইন্সপেক্টর ছাড়াও পিপি অ্যাডভোকেট আব্দুল হালিম ও এপিপি নুর হোসেন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। প্রায় ২০ মিনিট রিমান্ড শুনানিতে দুই পক্ষের আইনজীবীরা পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন।
এ সময় আদালতে পিনপতন নীরবতা লক্ষ্য করা গেছে। রিমান্ড শুনানি শেষে মুন্সীগঞ্জ এক নম্বর আমলি আদালতের বিচারক আশিকুর রহমান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।
আদেশ ঘোষণার পর কড়া নিরাপত্তা বেষ্টনী দিয়ে সাবেক এমপি ফয়সাল বিপ্লবকে সরাসরি জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে আসামিকে কারাগারে নিয়ে যাওয়ার পরপরই আদালত প্রাঙ্গণে ফয়সাল বিপ্লবের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন অনেকেই। বিক্ষোভকারীরা বলেন, সাধারণত সকাল ১০টার আগে আদালতের কার্যক্রম শুরু হয় না। তাই এতো আগে তাকে আনা হবে, এটি তারা জানতেন না।
বিক্ষোভে থেকে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের বিরুদ্ধে 'আমার ভাই মরল কেন, খুনি বিপ্লব জবাব দে, খুনি বিপ্লবের ফাঁসি চাই, দিতে হবে দিতে হবে' এমন স্লোগানে আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
সদর থানার ওসি সাইফুল আলম জানান, ২০২৪ সালের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রিয়াজুল ফরাজী (২৮), ডিপজল (১৯) ও মো. সজল নিহত ও গুলিবিদ্ধসহ শতাধিক মানুষ আহত হন। ওই ঘটনায়
সদর থানায় ৩টি হত্যা ও ৪টি হত্যাচেষ্টা মামলাসহ ৭টি মামলা রুজু করা হয়। প্রতিটিতে মামলায় সাবেক এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে আসামি করা হয়েছে।
সদর থানা পুলিশ জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান সাবেক এমপি ফয়সাল বিপ্লবসহ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। দীর্ঘদিন ধরে পলাতক থাকা মামলার আসামি ও সাবেক এমপি বিপ্লবকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ জুন রাজধানী ঢাকার মনিপুরীপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
এরপর তাকে পল্টন থানায় দায়ের করা বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে ডিবি পুলিশ। এক সপ্তাহ পর মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের করা মামলায় বিপ্লবকে গ্রেপ্তার দেখানো হয়।