চেহারা দেখেই একজন রোগীর স্বাস্থ্য সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব, এ রকম একটি ধারণাকে ভিত্তি করে তৈরি করা হয়েছে ‘ফেসএইজ’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে অবস্থিত ম্যাস জেনারেল ব্রিগহ্যামের গবেষকেরা এই প্রযুক্তি তৈরি করেছেন। তাঁদের দাবি, এটি সেলফির মাধ্যমে রোগীর জীববৈজ্ঞানিক বয়স নির্ধারণ করতে পারে, যা চিকিৎসকেরা রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনার কাজে ব্যবহার করতে পারবেন।

৮ মে দ্য ল্যানসেট ডিজিটাল হেলথে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে এই এআই প্রযুক্তির বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। তবে এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আগামী সপ্তাহে প্রায় ৫০ জন রোগীর ওপর একটি পাইলট স্টাডি চালানো হবে বলে জানিয়েছেন গবেষকেরা।

ফেসএইজ হলো একটি ডিপ লার্নিং–নির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল, যার মূল কাজ রোগীর জীববৈজ্ঞানিক বয়স নির্ধারণ করা। টুলটি কোনো ব্যক্তির প্রকৃত বয়স (যেমন ৬৫ বছর) নয়, শারীরিক ও স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় তাঁর বয়স কত হওয়া উচিত, তা নির্ধারণ করে।

গবেষকেরা বলেন, চিকিৎসার ক্ষেত্রে কারও জীববৈজ্ঞানিক বয়স জানা গুরুত্বপূর্ণ। কোনো ক্যানসার রোগীর বয়স ৮৬ হলেও যদি তাঁর শারীরিক অবস্থা অনুকূল হয়, তাহলে চিকিৎসকেরা বেশি মাত্রার রেডিয়েশন বা কেমোথেরাপি দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। এমন এক রোগীর উদাহরণও দিয়েছেন গবেষণার সহলেখক ও রেডিয়েশন অনকোলজিস্ট রেমন্ড ম্যাক। তাঁর ভাষ্যে, ‘আমি রোগীকে দেখে বুঝতে পারি, তিনি প্রকৃত বয়সের তুলনায় অনেকটা তরুণ। পরবর্তী সময়ে ফেসএইজ দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, তাঁর জীববৈজ্ঞানিক বয়স প্রকৃত বয়সের চেয়ে ১০ বছর কম। এখন তিনি ৯০ বছর বয়সেও সুস্থভাবে বেঁচে আছেন।’

ফেসএইজ তৈরি করতে গবেষকেরা প্রায় ৯ হাজার প্রবীণ ব্যক্তির ছবি ব্যবহার করেছেন। তাঁদের অধিকাংশই হলিউড তারকা, যাঁদের ছবি উইকিপিডিয়া ও আইএমডিবি থেকে সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া ইউটিকেএফেস নামের একটি উন্মুক্ত ডেটাসেট থেকেও বিভিন্ন বয়সের মানুষের ছবি নেওয়া হয়। যেখানে বয়স এক বছর থেকে শুরু করে ১১৬ বছর পর্যন্ত বয়সী মানুষের ছবি ছিল। তবে গবেষণায় এটি স্পষ্ট করা হয়েছে যে ফেসএইজ তৈরিতে রোগীর ব্যক্তিগত ছবি কিংবা ক্লিনিক্যাল ডেটা ব্যবহার করা হয়নি।

গবেষণার অংশ হিসেবে ৬ হাজার ২০০ ক্যানসার রোগীর ছবি বিশ্লেষণ করেছে ফেসএইজ। প্রতিটি ছবি রোগীর রেডিয়েশন থেরাপি শুরুর আগেই তোলা হয়েছিল। এতে দেখা যায়, বেশির ভাগ রোগীর জীববৈজ্ঞানিক বয়স প্রকৃত বয়সের চেয়ে গড়ে পাঁচ বছর বেশি। আরেকটি পরীক্ষায় আটজন চিকিৎসককে বলা হয়, শুধু ছবি দেখে তাঁরা বেঁচে থাকবেন কি না, তা শনাক্ত করতে। শুধু ছবি দেখে তাঁদের ভবিষ্যদ্বাণীর যথার্থতার হার ছিল ৬১ শতাংশ। যখন চিকিৎসকেরা ছবির পাশাপাশি ক্লিনিক্যাল তথ্য ব্যবহার করেন, তখন নির্ভুলতার হার বেড়ে দাঁড়ায় ৭৩ শতাংশে। কিন্তু যখন একই ছবিতে ফেসএইজ ব্যবহার করে বিশ্লেষণ করা হয়, তখন সঠিক ভবিষ্যদ্বাণীর হার বেড়ে দাঁড়ায় ৮০ শতাংশে।

তবে গবেষকেরা সতর্ক করে বলেন, শুধু চেহারা বয়স্ক দেখালেই যে স্বাস্থ্য খারাপ হবে, এমন নয়। যেমন অভিনেতা পল রাড ও উইলফোর্ড ব্রিমলির ৫০ বছর বয়সে তোলা ছবি বিশ্লেষণ করে ফেসএইজ জানায়, রাডের জীববৈজ্ঞানিক বয়স ৪৩, আর ব্রিমলির ৬৯।

চেহারাভিত্তিক এআই–ব্যবস্থার ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা একটি বড় উদ্বেগের জায়গা। তবে গবেষকেরা বলছেন, ফেসএইজ শুধুই বয়স নির্ধারণে ব্যবহৃত হয়, শনাক্তকরণের জন্য নয়। এর ফলে গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি তুলনামূলকভাবে কম।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র কর বয়স র র বয়স অবস থ

এছাড়াও পড়ুন:

আমি ভুলে গেলেও তারা ভুল করেন না: নিরব

চিত্রনায়ক নিরব। র্যাম্প থেকে বিজ্ঞাপন, সেখানে থেকে নাটকের পর রূপালি পর্দা। সিনেমায় হিসাবের তালিকা পঞ্চাশ ছাড়িয়ে গেছে। কখনো রোমান্টিক, আবার কখনো অ্যাকশন হিরোর ভূমিকায় অভিনয় নিয়ে দর্শকের মন ছুঁয়ে গেছেন। আজ এই নায়কের জন্মদিন। বিশেষ এই দিনে জন্মদিন, সিনেমাসহ নানা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন সমকালের সঙ্গে।

সমকাল পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।
আমার পক্ষ থেকে সমকাল ও সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা।

বিশেষ এই দিনটিতে প্রথম উইশ কে করল?
প্রথমে উইশ করেছে আমার স্ত্রী। রাতে সে কেক নিয়ে এসে সেলিব্রেট করেছে। এরপর কাছের বন্ধু-বান্ধবরা। আর আমাকে যারা ভালোবাসেন তারা তো বিভিন্নভাবে উইশ করছেই।

এই দিনে কাকে বেশি মিস করেন?
এই দিন এলেই আমার মা-বাবার কথা বেশে মনে পরে। তাদের কথা ভীষণভাবে উপলব্ধি করি। তারা না থাকলে হয়তো আমার এই জায়গায় দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না।

ছোটবেলা এবং এখনকার জন্মদিনের মধ্যে পার্থক্য?
ছোটবেলায় এই দিনটা ঘিরে একটা এক্সাইডমেন্ট কাজ করতো। দিনটার জন্য হয়তো কয়েক আগে থেকে অপেক্ষা করতাম। এখন তেমন না। বয়সের সঙ্গে সঙ্গে হয়তো পাল্টে গেছি। জন্মদিন কখন আসে বোঝাই দায়। মনে হয় জন্মদিন আসলে কিছুই না, এটা অন্য ৩৬৪ দিনের মতোই।

জন্মদিনে বিশেষ উপহার?
আমার কাছে মনে হয় পৃথিবীতে জন্ম নিয়েছি এটাই আমার বড় উপহার। যেটা দিয়েছেন আমার মা-বাবা। এর থেকে বড় উপহার আমি কিছু মনে করি না।

এই দিনে ভাক্তদের থেকে মেনে রাখার মতো কিছু?
অসখ্য বার। এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে যুগ। বিভিন্ন জায়গা থেকে গিফট আসে। দেখা যায় এই দিনটা আমি ভুলে গেলেও তারা ভুল করেন না। এটা আমার কাছে অন্যরকম এটা পাওয়া। এই অনুভূতি কখনো বোঝানো যাবে না।

নতুন কাজের খবর?
‘শিরোনাম’ সিনেমা ঈদে মুক্তির পরিকল্পনা ছিল। কিছু কারণে ঈদে মুক্তি পায়নি। এছাড়া এই সিনেমা কাজ অল্পকিছু বাকি আছে। সেটা করছি। এই সিনেমার কাজ শেষ না করে ‘গোলাপ’ সিনেমার শুটিং করছে পারছি না। কারণ, এই দুই সিনেমায় চুল-দাঁড়ির ব্যাপারটা ভিন্ন ভিন্ন। তাই এই মাসে ‘শিরোনাম’ শোষ করে ‘গোলাপ’-এর শুটিং শুরু করবো।

‘গোলাপ’ সিনেমায় পরীমণির সঙ্গে প্রথম কাজ, সব মিলিয়ে প্রস্তুতি কেমন?
হ্যাঁ, এই সিনেমা দিয়ে প্রথমবার পরীমণির সঙ্গে আমি পর্দায় আসছি। সবচেয়ে বড় কথা সিনেমার গল্পটা দারুণ। ফার্স্টলুক প্রকাশের পর থেকে দর্শকের যে ভালোলাগা তৈরি হয়েছে সেটা মাথায় রেখেই আমাদের প্রস্তুতি নিতে হচ্ছে। দুই/একদিন পর পর আমরা স্ক্রিপ্ট নিয়ে বসছি। আলোচনা করছি। কীভাবে ভালো একটা কাজ উপহার দেওয়া যায় সেই ভাবনা নিয়ে প্রত্যেকে এগিয়ে যাচ্ছি।

বর্তমানে ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে?
ইন্ডাস্ট্রি তো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সেটার প্রমাণ তো সবাই কয়েকবছর থেকে দেখছে। এখন সিনেমার বানানোর আগে আমরা প্রথম দর্শকের কথা চিন্তা করি। পরিচালক-প্রযোজকরাও এখন সেটাই করছে। কারণ, এখন দর্শক হলমুখী হচ্ছে। সুতরাং এই দর্শগুলো যেন হারিয়ে না যায়। এজন্য দরকার কম কাজ হলেও যেন কাজটা দর্শক পছন্দ করে পরবর্তীতে সিনেমা হলে আসে।

ভালো সিনেমা হলেও ঈদ ছাড়া সফলতার মুখ দেখে না, এটা নিয়ে কি বলবেন?
আমাদের সিনেমা এখন ঈদ কেন্দ্রিক। ঈদের ছাড়াও আমাদের সিনেমা নিয়ে আসা দরকার। ঈদ ছাড়া সিনেমা না চলার কারণ হিসেবে আমি মনে করি প্রচার-প্রচারণা। এটা ভালোভাবে না থাকলে একটি ভালো সিনেমাও অন্ধকারে ডুবে যেতে পারে। আমি মনে করি সিনেমায় ভালো প্রচারণা থাকলে ঈদ ছাড়াও আমাদের সিনেমা চলবে।

সম্পর্কিত নিবন্ধ