গায়েহলুদের অনুষ্ঠানের ছবি তোলার ফাঁদ পেতে হত্যা
Published: 17th, May 2025 GMT
বয়স ১৫ বছর হওয়ার পর ছবি তোলার কাজ শিখতে শুরু করেন নুর ইসলাম। এর পর থেকে বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানে টাকার বিনিময়ে ছবি তুলে দিতেন তিনি। দুর্বৃত্তরা সেই ফাঁদেই ফেলেছিল নুর ইসলামকে। গায়েহলুদের অনুষ্ঠানে ছবি তুলে দিতে বলে তাঁকে। অগ্রিম হিসেবে তাঁর মুঠোফোনের ব্যাংক হিসাবে ৫০০ টাকাও পাঠানো হয়। কথা অনুযায়ী গতকাল শুক্রবার রাজধানীর জাফরাবাদে যান নুর ইসলাম। সন্ধ্যায় দুর্গামন্দির গলির পাশে পৌঁছানোর পর তাঁকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
নিহত নুর ইসলামের (২৬) স্বজন ও ঘটনার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। তাঁরা আরও জানান, প্রকৃতপক্ষে কোনো গায়েহলুদের অনুষ্ঠান ছিল না। নুর ইসলামকে হত্যার জন্যই দুর্বৃত্তরা এই ফাঁদ পেতেছিল। এ ঘটনায় করা মামলার তদন্তের সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলেন, ঘটনাস্থলের আশপাশের ক্লোজ সার্কিট (সিসিটিভি) টিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় জাফরাবাদ দুর্গামন্দির গলির পাশে আলোকচিত্রী নুর ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাজারীবাগ থানা-পুলিশ জানায়, আজ শনিবার নুর ইসলামের বড় ভাই ওসমান গনি বাদী হয়ে হাজারীবাগ থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
ওসমান গনি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িচালক। আজ দুপুরে তিনি প্রথম আলোকে জানান, নুর ইসলাম অবিবাহিত ছিলেন। তিনি ধানমন্ডির শংকর এলাকার একটি মেসে থাকতেন এবং অর্থের বিনিময়ে বিভিন্ন অনুষ্ঠানের ছবি তুলতেন। গতকাল দুপুরে নুর ইসলাম তাঁকে মুঠোফোনে জানান, জাফরাবাদের দুর্গামন্দির গলিতে একটি গায়েহলুদের অনুষ্ঠানে ছবি তোলার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন এক ব্যক্তি। এ জন্য তাঁর মুঠোফোনের ব্যাংক হিসাবে ৫০০ টাকাও পাঠানো হয়েছে। বিকেলে সেখানে যাবেন তিনি।
ওসমান গনি জানান, সন্ধ্যায় নুর ইসলামের মুঠোফোন বন্ধ পান। রাতে স্বজনদের কাছে খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তাঁর লাশ দেখতে পান তিনি। ঘটনার পর নুর ইসলামের কাছে থাকা দুটি ক্যামেরা পাওয়া যায়নি। তাঁর জানামতে নুর ইসলামের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। কারা, কেন ভাইকে হত্যা করেছে, তা তিনি জানেন না।
নুর ইসলামদের বাড়ি বরিশালের আগৈলঝাড়ার সুজনকাঠী। চার ভাই ও চার বোনের মধ্যে তিনি পঞ্চম। প্রায় ১৬ বছর আগে নুর ইসলামকে ঢাকায় নিয়ে এসেছিলেন বড় ভাই ওসমান গনি। এরপর তাঁকে ঢাকার একটি ছাপাখানায় কাজে দেওয়া হয়। বয়স ১৫ বছর হওয়ার পর তিনি ছবি তোলার কাজ শিখতে শুরু করেন।
ওসমান গনি বলেন, আলোকচিত্রীর কাজ শেখার পর নুর ইসলাম শংকর এলাকার একটি মেসে ওঠেন। গ্রামের বাড়িতে মা–বাবাকে প্রতি মাসে টাকা পাঠাতেন তিনি। এ সময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, প্রতিবছর দুই ভাই মিলে দুই ঈদে গ্রামের বাড়ি যেতেন। এবার আর ভাইকে নিয়ে যাওয়া হবে না। দুর্বৃত্তরা ভাইকে চিরতরে সরিয়ে দিল।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
আজ নুর ইসলামের মরদেহের সুরতহাল প্রতিবেদন করেন হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল আজিজ। এতে উল্লেখ করা হয়, নুর ইসলামের বাঁ কান শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। ঘাড়ের বাঁ দিকে কাটা, ডান কাঁধে কাটা গভীর জখম আছে। এ ছাড়া সুরতহাল প্রতিবেদনে নুর ইসলামের শরীরের বিভিন্ন জায়গায় কাটা জখমের কথা উল্লেখ করা হয়।
আরও পড়ুনরাজধানীতে দুই তরুণকে ছুরিকাঘাত করে হত্যা২০ ঘণ্টা আগেপ্রাথমিক তদন্তে জানা গেছে, নুর ইসলাম জাফরাবাদ এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র নিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মামলার তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, নুর ইসলামের কাছে থাকা দুটি ক্যামেরা ছিনিয়ে নিতে তাঁকে খুন করা হতে পারে।
সুরতহাল প্রতিবেদন তৈরির পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে নুর ইসলামের মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
আজ রাতে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম প্রথম আলোকে বলেন, দুদিন আগে গায়েহলুদের অনুষ্ঠানে ছবি তোলার জন্য নুর ইসলামের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। হত্যাকাণ্ডে অন্তত পাঁচ-ছয়জন অংশ নিয়েছেন। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তের পর তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন র ইসল ম র ম য গ য গ কর কর মকর ত জ ফর ব দ র জন য প রথম তদন ত
এছাড়াও পড়ুন:
‘ফিরিয়ে দাও’ থেকে ‘ধূসর সময়’: সিডনিতে একই মঞ্চে মাইলস ও আর্টসেল
সিডনির বসন্তের সন্ধ্যা। লিভারপুলের হুইটল্যাম লেজার সেন্টারের বাইরে তখন লম্বা লাইন—হাতে পতাকা, কাঁধে ব্যাগ, চোখে প্রত্যাশা। সাউন্ডচেকের শব্দ ভেসে আসছে বাইরে। ভেতরে যেন উন্মুখ এক ‘সাগর’, যেখানে মিশে আছে দুই প্রজন্মের মুখ, কণ্ঠ আর স্মৃতি। শনিবার রাতটি হয়ে উঠেছিল প্রবাসী বাঙালিদের জন্য এক ব্যতিক্রমী উৎসব—বাংলাদেশের ব্যান্ড সংগীতের দুই যুগের দুই প্রতীক, মাইলস ও আর্টসেল; প্রথমবারের মতো একই মঞ্চে গান করল সিডনিতে।
‘গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট’ আয়োজিত এই ‘মিউজিক ফেস্ট’ ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যে উচ্ছ্বাস তৈরি হয়েছিল, তা যেন উপচে পড়ল সেই রাতে। টিকিট বিক্রি শুরু হওয়ার পরপরই সব শেষ। অনুষ্ঠান শুরুর ঘণ্টাখানেক আগে থেকেই সিডনির দক্ষিণ-পশ্চিম উপশহর লিভারপুলের রাস্তাগুলো ভরে গেল গানের ভক্তে।
আয়োজনের আগে ভিডিও বার্তায় মাইলস জানায় তাদের উচ্ছ্বাস। ব্যান্ডের অন্যতম সদস্য হামিন আহমেদ বলেন, ‘সিডনি বরাবরই আমাদের কাছে বিশেষ কিছু। সম্ভবত ১৯৯৬ সালে আমরাই প্রথম বাংলাদেশি ব্যান্ড হিসেবে অস্ট্রেলিয়ায় পারফর্ম করি। এরপর এ নিয়ে অন্তত পঞ্চমবারের মতো সিডনিতে এলাম। এখানকার দর্শকদের ভালোবাসা সব সময়ই অবিশ্বাস্য।’
তিনি আরও বলেন, ‘আমরা জানতাম এটি স্মরণীয় একটি আয়োজন হতে যাচ্ছে। আমরা চেয়েছি সবাই একসঙ্গে গাইবে, চিৎকার করবে—ভক্তরা সেটাই করেছেন।’ গিটারিস্ট তুজো যোগ করেন, ‘অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে ট্যুর করছি, কিন্তু সিডনির আবহ একেবারেই আলাদা। দর্শকেরা আমাদের রাতটিকে স্মরণীয় করে দিয়েছেন।’
মঞ্চে আর্টসেল