রাশিয়া ন্যাটোভুক্ত দেশগুলোর জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে: ইতালি
Published: 3rd, July 2025 GMT
রাশিয়া আগামী পাঁচ বছরের মধ্যে ন্যাটোর সদস্যদেশগুলোর জন্য সরাসরি সামরিক হুমকি হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো।
আজ বৃহস্পতিবার নিজেদের পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে গুইদো ক্রোসেত্তো এ আশঙ্কা প্রকাশ করেন। ন্যাটোর সাম্প্রতিক সম্মেলনে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত হয়। পার্লামেন্টের বক্তব্যে তিনি সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাশিয়ার কথা তোলেন।
ক্রোসেত্তো বলেন, ‘রাশিয়ার হুমকি নিয়ে মিত্রদেশগুলোর উদ্বেগ বাড়ছে। এমনকি (ইউক্রেন নিয়ে) যুদ্ধবিরতির সম্ভাবনা থাকলেও রাশিয়ার শিল্প-উৎপাদন এখনো সামরিক খাতে কেন্দ্রীভূত। সহসা তা বেসামরিক খাতে রূপান্তরের কোনো লক্ষণ নেই।’
ইউক্রেনে ২০২২ সালে হামলা শুরুর পর তিন বছর পার হলেও যুদ্ধের পক্ষে এখনো দেশটির জনসমর্থন অক্ষুণ্ন রয়েছে বলে দাবি করেন ক্রোসেত্তো।
পরিসংখ্যানের উৎস উল্লেখ না করে ক্রোসেত্তো দাবি করেন, রাশিয়া ১০ লাখের বেশি সেনা হারিয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসেই প্রাণ গেছে দুই লাখ সেনার।
তবে এত বড় প্রাণহানির পরও রাশিয়া গত ছয় মাসে আরও তিন লাখ সেনা মোতায়েন করতে পেরেছে। যুদ্ধ শুরুর পর থেকে দেশটির ভেতরে যুদ্ধবিরোধী মনোভাব তেমন বাড়েনি বলেও মন্তব্য করেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী।
ন্যাটোর সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, সদস্যদেশগুলোকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) একটি নির্দিষ্ট অংশ প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ব্যয় করতে হবে। এ বিষয়ে ক্রোসেত্তো বলেন, ইতালি এ খাতে আগেই বাজেটে কিছু বরাদ্দ রেখেছে। তবে এ জন্য স্বাস্থ্য বা পেনশন খাত থেকে কোনো অর্থ সরানো হবে না বলে নিশ্চয়তা দেন তিনি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বরিশালে সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা
বরিশালে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আক্তার ফারুক শাহীনের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বরিশালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন বিএনপির পদ স্থগিত থাকা আইনজীবী বিলকিস আক্তার জাহান শিরিন। বিচারক মো. হাবিবুর রহমান চৌধুরী মামলার পরবর্তী দিন আগামী ১ সেপ্টেম্বর ধার্য করেন ও শাহীনের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। শাহীন দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত বছর ১১ আগস্ট ‘বরিশালে ১০ কোটি টাকার পুকুর ভরাটের চেষ্টা বিএনপি নেত্রী শিরিনের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি ছিল ষড়যন্ত্রমূলক। তার দাদা ৬৫ বছর পূর্বে পুকুরটি ক্রয় করেছেন। ওয়ারিশ সূত্রে তিনি আধা শতাংশ মালিকও নন। এর মূল্যে কোনোভাবেই ১০ কোটি টাকা হতে পারে না। তাছাড়া পুকুরটি এখন ব্যবহার অযোগ্য। সেটি ভরাটের সঙ্গে তিনি (শিরিন) কোনোভাবেই জড়িত নন।
মামলা করা পর বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে আইনজীবী শিরিন বলেন, ‘সংবাদটি প্রকাশ করে আমার রাজনৈতিক ও পরিবারের সামাজিক ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। একাধিক প্রতিবাদ লিপি দিলেও পত্রিকাটির কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি। ব্যুরো প্রধানকে পর পর দিনটি আইনি নোটিশ দিলেও তিনি জবাব দেননি’।
এ বিষয়ে সাংবাদিক শাহিন বলেন, ‘জাল দলিল সূত্রে পুকুরটির মালিকানা বদল হয়েছে। দালিলিকভাবে সেটি জনস্বার্থে ব্যবহারের জন্য উন্মুক্ত পুকুর। জলাশয় আইনে এটি ভরাট করা অপরাধ। ৫ আগস্টের পর পটপরিবর্তনের পর শিরিনের ভাই শামিম সশরীরে উপস্থিত থেকে পুকুর ভরাট করেন। ভরাট করায় পরিবেশ অধিদপ্তর যে নোটিশ দিয়েছে, তাতেও শিরিনের নামও রয়েছে। মামলার বিষয়টি আদালতে আইনিভাবে মোকাবিলা করা হবে’।