রাশিয়া ন্যাটোভুক্ত দেশগুলোর জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে: ইতালি
Published: 3rd, July 2025 GMT
রাশিয়া আগামী পাঁচ বছরের মধ্যে ন্যাটোর সদস্যদেশগুলোর জন্য সরাসরি সামরিক হুমকি হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো।
আজ বৃহস্পতিবার নিজেদের পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে গুইদো ক্রোসেত্তো এ আশঙ্কা প্রকাশ করেন। ন্যাটোর সাম্প্রতিক সম্মেলনে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত হয়। পার্লামেন্টের বক্তব্যে তিনি সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাশিয়ার কথা তোলেন।
ক্রোসেত্তো বলেন, ‘রাশিয়ার হুমকি নিয়ে মিত্রদেশগুলোর উদ্বেগ বাড়ছে। এমনকি (ইউক্রেন নিয়ে) যুদ্ধবিরতির সম্ভাবনা থাকলেও রাশিয়ার শিল্প-উৎপাদন এখনো সামরিক খাতে কেন্দ্রীভূত। সহসা তা বেসামরিক খাতে রূপান্তরের কোনো লক্ষণ নেই।’
ইউক্রেনে ২০২২ সালে হামলা শুরুর পর তিন বছর পার হলেও যুদ্ধের পক্ষে এখনো দেশটির জনসমর্থন অক্ষুণ্ন রয়েছে বলে দাবি করেন ক্রোসেত্তো।
পরিসংখ্যানের উৎস উল্লেখ না করে ক্রোসেত্তো দাবি করেন, রাশিয়া ১০ লাখের বেশি সেনা হারিয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসেই প্রাণ গেছে দুই লাখ সেনার।
তবে এত বড় প্রাণহানির পরও রাশিয়া গত ছয় মাসে আরও তিন লাখ সেনা মোতায়েন করতে পেরেছে। যুদ্ধ শুরুর পর থেকে দেশটির ভেতরে যুদ্ধবিরোধী মনোভাব তেমন বাড়েনি বলেও মন্তব্য করেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী।
ন্যাটোর সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, সদস্যদেশগুলোকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) একটি নির্দিষ্ট অংশ প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ব্যয় করতে হবে। এ বিষয়ে ক্রোসেত্তো বলেন, ইতালি এ খাতে আগেই বাজেটে কিছু বরাদ্দ রেখেছে। তবে এ জন্য স্বাস্থ্য বা পেনশন খাত থেকে কোনো অর্থ সরানো হবে না বলে নিশ্চয়তা দেন তিনি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন:
‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের
সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।
তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান।
এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/মেহেদী