বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলা নিয়ে সংস্থাটি থেকে যে খসড়া সমঝোতা দেওয়া হয়েছিল, তাতে কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলো থাকায় কোন শর্তে জাতিসংঘকে মানবাধিকার কার্যালয় খোলার অনুমোতি দেওয়া হচ্ছে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এখনও এটি খসড়া পর্যায়ে রয়েছে। খসড়া আদান-প্রদান শেষ হওয়ার পরে যখন দুই পক্ষই একমতে আসবে, তখন এটি সই হবে। তখন বিস্তারিত বলা যাবে।

এ নিয়ে আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জাতিসংঘ একটি খসড়া দিয়েছে, বাংলাদেশ একটি খসড়া দিয়েছে। এখন পর্যন্ত চার বার খসড়া আদান প্রদান হয়েছে। আমরা কিছু সংযোজন বিয়োজন এনেছি, জাতিসংঘ কিছু সুপারিশ করেছে। একটা পর্যায়ে আসার পরে আমরা অন্যান্য যে প্রক্রিয়া রয়েছে, তা নিয়েছি। তাদের দেওয়া খসড়ার অনেকটাই আমরা একমত হয়েছি। আমাদের কিছু পরিবর্তন রয়েছে তাদের দেওয়া খসড়া নিয়ে। সে পরিবর্তন যদি তারা গ্রহণ করে, তাহলে দ্রুত হবে। আর যদি গ্রহণ না করে এবং বলে পরিবর্তন করতে, তখন আমরা দেখবো যে পরিবর্তন করা যাবে কি না। খসড়াটি এখন জাতিসংঘের কাছে রয়েছে।

নেপাল থেকে জাতিসংঘের এ কার্যালয় বন্ধ করে দেওয়া হলে বাংলাদেশে কেনো খোলা হচ্ছে– জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, নেপালে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছিল, এরপর তারা (কার্যালয়) চলে গেছে। আমাদের এখানেও সময় নির্দিষ্ট করে দেওয়া রয়েছে, পরবর্তী পর্যায়ে সরকার যদি মনে করে, এ কার্যালয় কার্যকর হচ্ছে এবং আরও থাকা উচিৎ, তাহলে কার্যালয় থাকবে, না হলে থাকবে না।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় কি বাংলাদেশের জন্য ভালো হবে– উত্তরে তিনি বলেন, এটি বিচার আমি করতে চাই না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, সংস্কার কার্যক্রমে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা বলেছে। নির্বাচন সম্পর্ক যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে, তখন তাদের জানানো হয়েছে, দ্রুত সময়ে নির্বাচন হবে।

যুক্তরাষ্ট্রের শুল্ক আলোচনা নিয়ে তিনি বলেন, মার্কিন স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে বৈঠক হবে। বাণিজ্য উপদেষ্টা সেখানে গেছেন। আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেখানে আছেন। কাজেই আমরা আশা করবো যে, একটি সমাধানে আমরা দুপক্ষ পৌঁছাতে পারবো এবং বাণিজ্যে তেমন প্রভাব পড়বে না।

চীন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকে মিলিয়ে সার্কের বিকল্প হিসেবে দেখা নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটিকে কখনও সার্কের বিকল্প হিসেবে আমার কাছে মনে হয়নি। এখানে প্রাথমিক কতগুলো বিষয় নিয়ে সহযোগিতার কথা বলা হয়েছে। কিন্তু জোট কোনো অবস্থাতেই না। সার্ক নিজেও কোনো জোট না।

ভারতের সঙ্গে পানিবন্টন নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে টালবাহানার কিছু নেই। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই এর সমাধানের চেষ্টা করছে বাংলাদেশ।

শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে তিনি বলেন, বাংলাদেশ ফেরত আনার জন্য চিঠি দিয়েছে। প্রয়োজনে এটি ফলোআপ করা হবে।

মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকায় ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশিদের সন্ত্রাসবাদী সন্দেহে আটক করেছে। এদের বিস্তারিত বাংলাদেশ জানতে চেয়েছে, ২-৪ দিনের মধ্যে হয়ত জানতে পারবো। আটককৃতদের কয়েকজনের বিরুদ্ধে মালয়েশিয়ার আদালতে সুনির্দিষ্ট অভিযোগ হয়ত করবে, বিষয়গুলো এখনও নিশ্চিত পর্যায়ে নেই। আর আটককৃতদের বেশ কিছুকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে। ফেরত পাঠালে সরকারও যাচাই করবে, তাদের সম্পৃক্ততা নিয়ে।

বিভিন্ন দেশের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে মালয়েশিয়ার ঘটনার প্রভাব নিয়ে তিনি বলেন, যেকোন নেতিবাচক বিষয় ভিসা প্রাপ্তির ক্ষেত্রে প্রভাব ফেলে। আমরা যদি সঠিক পদক্ষেপ নেই, তাহলে ক্ষতি কমিয়ে আনা যাবে।

গত এক বছরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কতটুকু সংস্কার হয়েছে, এই সংস্কার নিয়ে আপনারা সন্তুষ্ট কি না জানতে চাইলে- এমন প্রশ্নের উত্তরে এম তৌহিদ হোসেন বলেন, সংস্কার নিয়ে কখনো হ্যাপি হওয়া উচিত নয়। কেননা হ্যাপি হলে আর কিছুটা করার নেই। আমরা চেষ্টা করছি এটাকে (পররাষ্ট্র মন্ত্রণালয়) যতটুকু জনবান্ধব করা যায়।

তিনি বলেন, আমি একটি কথা বলতে চাই, মধ্যপ্রাচ্যের প্রবাসীদের বিভিন্ন কারণে যে সাফারিং, সেটা দূর করার জন্য চেষ্টা করেছি। সবই যে করতে পেরেছি, তা নয়। ওমানে আমরা উদ্যোগ নিয়েছি কর্মীদের পাসপোর্ট দিতে, যেন রাস্তায় রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে না হয়। বাকি মিশনগুলোকেও এই ব্যবস্থা নিতে বলেছি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পরর ষ ট র উপদ ষ ট ম নব ধ ক র পরর ষ ট র উপদ ষ ট পর য য়

এছাড়াও পড়ুন:

পিলখানা হত্যাকাণ্ড: জড়িতদের নাম প্রকাশ ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি স্বজনদের

পিলখানায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ায় সন্তুষ্টির কথা জানিয়েছেন নিহত সেনা কর্মকর্তাদের স্বজনেরা। তবে ওই ঘটনায় সম্পৃক্তদের সবার নাম প্রকাশ না করায় হতাশ তাঁরা।

সম্পূর্ণ প্রতিবেদন প্রকাশ করার পাশাপাশি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহত সেনা কর্মকর্তাদের স্বজনেরা।

আজ সোমবার রাজধানীর রাওয়া ক্লাবে ‘বিডিআর তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশে শহীদ পরিবারের মতপ্রকাশ’ শিরোনামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই নিহত সেনা কর্মকর্তাদের স্বজনেরা এসব কথা বলেছেন।

নিহত সেনা কর্মকর্তাদের স্বজনেরা অভিযোগ করেন, সরকার পরিবর্তনের পর থেকে তাঁরা সাক্ষ্য দিতে গিয়ে নানামুখী সামাজিক ও অনলাইন হয়রানির শিকার হয়েছেন। তাঁরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

ঢাকার পিলখানায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গতকাল রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন সীমান্তরক্ষী বাহিনীর (বিডিআর) (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সদর দপ্তরে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ১১ মাস ধরে তদন্ত করে প্রতিবেদন তৈরি করে এই কমিশন। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর সন্ধ্যায় সায়েন্স ল্যাবরেটরির বিআরআইসিএম নতুন ভবনে সংবাদ সম্মেলন করে তদন্ত কমিশন।

কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। প্রতিবেদন জমা দেওয়ার এক দিন পর আজ নিহত সেনা কর্মকর্তাদের স্বজনেরা সংবাদ সম্মেলন করলেন।

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান খানের মেয়ে ডা. ফাবলিহা বুশরা বলেন, কমিশনের প্রধান জেনারেল ফজলুর রহমান গতকাল বলেছেন, প্রতিবেদনটি ‘ক্ল্যাসিফায়েড’ নয় এবং পরে জনসমক্ষে প্রকাশ করা হবে। শহীদ পরিবারের আহ্বান, প্রক্রিয়াটিতে বিলম্ব না করে দ্রুত বিচার বিভাগে প্রয়োজনীয় পদক্ষেপ পাঠানো, সম্ভাব্য অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, যেমন ট্রাভেল ব্যান নিশ্চিত করা এবং তদন্ত প্রতিবেদন প্রকাশ করা।

ফাবলিহা বুশরা আরও বলেন, ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের প্রাণহানি শুধুই একটি পরিবারের ট্র্যাজেডি নয়, এটি জাতিগত বিপর্যয়। করদাতাদের অর্থে সংগঠিত রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করার যে ষড়যন্ত্র ঘটেছে, তার সত্য জানার অধিকার দেশের প্রতিটি নাগরিকের আছে।

পিলখানায় হত্যার শিকার কর্নেল কুদরত ইলাহীর সন্তান আইনজীবী সাকিব রহমান সংবাদ সম্মেলনে বলেন, ‘কমিশন খুব স্পষ্টভাবে বলেছেন, কিছু কিছু নাম, যেগুলো তাঁরা পেয়েছেন, তাঁরা এই মুহূর্তে সেগুলোই প্রকাশ করতে পারবেন না। সেটার যৌক্তিকতাটা আমরা কিছুটা বুঝি। তবে আমার মনে হয় না যে এটাকে অজুহাত দেখিয়ে অনেক দিন ধরে সেই নাম প্রকাশ হবে না। সেটা কোনোভাবে আমরা মেনে নেব না।’ তিনি আরও বলেন, ‘যত দ্রুত সম্ভব সব ব্যক্তি—সামরিক ও বেসামরিক সবার বিরুদ্ধে যেন অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয় এবং তারা যেন অ্যারেস্ট হয়। যদি রিপোর্টটা পাবলিক না হয়, আমরা আশঙ্কা করি, যেসব মানুষের নাম এসেছে, তারা ধরা-ছোঁয়ার বাইরে চলে যাবে।’

শেখ হাসিনা ভারতের স্বার্থে আর নিজের ক্ষমতাধর স্বার্থে জঘন্যতম হত্যাকাণ্ড বাস্তবায়ন করেছেন বলে উল্লেখ করেন পিলখানায় হত্যার শিকার বিডিআরের তৎকালীন মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভূঁইয়া। তিনি বলেন, মীর জাফরদের বিচার করা না হলে কিন্তু ভবিষ্যতে আরেকটা পিলখানা হত্যাকাণ্ড করার সুযোগ রয়েছে।

পিলখানায় হত্যার শিকার কেন্দ্রীয় সুবেদার মেজর নুরুল ইসলামের ছেলে আশরাফুল আলম হান্নান বলেন, ‘এই রিপোর্টের পরে আমরা শুধু শহীদ পরিবার নয়, এ দেশের সব জনগণ এখন একেবারে সুনির্দিষ্ট করে বলতে পারবে যে এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে। এটা আমাদের এই সময়ের জন্য সবচেয়ে বড় অর্জন। যে এ দেশের মানুষ একেবারে সুনির্দিষ্ট করে বলবে যে আওয়ামী লীগ এই হত্যাকাণ্ড করেছে। শেখ হাসিনা এই হত্যাকাণ্ড করেছে। ভারত এর সঙ্গে জড়িত ছিল। এখন আমাদের আর কোনো ভীতিতে থাকতে হবে না। আর আমি সরকারের কাছে দাবি করব, এই যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে, এটি যেন দ্রুত সময়ে ওয়েবসাইটে দেওয়া হয়।’

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পিলখানায় হত্যার শিকার কর্নেল মুজিবুল হকের ছেলে মুহিব হক এবং মেজর কাজী মোসাদ্দেক হোসেনের মেয়ে কাজী নাজিয়া তাবাসসুম।

আরও পড়ুনবিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলগতভাবে জড়িত১৯ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ