এবার পুলিশের সংস্কার দাবি বৈষম্যবিরোধী আন্দোলন-এনসিপির
Published: 3rd, July 2025 GMT
পুলিশের সংস্কার দাবিতে এবার আন্দোলনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের ষোলশহরে যৌথ সংবাদ সম্মেলনে এনসিপির চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ এ লক্ষ্যে সন্ধ্যা ৬টায় নগরের ষোলশহরে বিক্ষোভ মিছিলের ডাক দেন। পটিয়ায় ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার, সড়ক অবরোধ, ওসির অপসারণের দাবিসহ সার্বিক বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলন হয়। পরে সন্ধ্যায় ষোলশহর দুই নম্বর গেট থেকে মিছিল বের হয়। মিছিলটি সিডিএ অ্যাভিনিউ ঘুরে রেলস্টেশনে সমাবেশ করে। সমাবেশ থেকে নেতারা পুলিশের সংস্কার দাবিতে শুক্রবার অনলাইনে প্রচার এবং শনিবার লিফলেট বিতরণের কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল বলেন, জনগণ ষড়যন্ত্র বুঝতে পেরে যখন ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের হাত থেকে নিজেদের বাঁচাতে উদ্যোগী হচ্ছে, তখন তাদের ‘মব’ অভিহিত করা হচ্ছে। সন্ত্রাসী প্রতিহত করার চেষ্টাকে মব আখ্যা দিয়ে পুলিশ দমনপীড়ন চালাচ্ছে।
তিনি বলেন, ‘পুলিশ সংস্কার কমিশন ভবিষ্যৎ নিয়ে কল্পকাহিনি আঁকছে। বর্তমান নিয়ে তাদের কোনো খেয়াল নেই। কমিশনের নির্লিপ্ততার কারণে আমরা দেখছি, মাঠে যারা গুলি করেছেন তারাই ডিউটিতে বহাল। ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীকে আশ্রয় দেওয়া হচ্ছে।’
জোবাইরুল হাসান আরিফ বলেন, ‘পটিয়ার ঘটনায় আমরা চার দাবি জানিয়েছিলাম। আমাদের ন্যূনতম দাবিও পূরণ করা হয়নি। ওসিকে প্রত্যাহারের মতো পদোন্নতি দিয়ে প্রহসন করা হয়েছে। বর্তমান প্রশাসন নিষিদ্ধ ছাত্রলীগকে সর্বোচ্চ সহযোগিতা করছে। কিছু কিছু ক্ষেত্রে তারা ছাত্রলীগের গডফাদার হিসেবে কাজ করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপি যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব নিজাম উদ্দিন, যুগ্ম সদস্য সচিব ইবনে হোসাইন জিয়াদ, মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজ, আপ বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ফায়াজ শাহেদ প্রমুখ।
সংবাদ সম্মেলন ও সমাবেশ থেকে চার দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে পটিয়া থানা থেকে প্রত্যাহার হওয়া ওসি আবু জায়েদ মো.
এর আগে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে বুধবার রাতে পটিয়া থানার ওসি নূরকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এদিকে পটিয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়। কমিটির সদস্যরা গতকাল পটিয়া থানা পরিদর্শন করে ছাত্রনেতাদের পাশাপাশি ওই রাতে দায়িত্বরত পুলিশ সদস্যদের বক্তব্য নিয়েছেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: জ ত য় ন গর ক প র ট সদস য এনস প
এছাড়াও পড়ুন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, প্রকল্পের মেয়াদ ২ বছর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তত্ত্বাবধানে একটি প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে হিসাবরক্ষক পদে নিয়োগ দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। একটি উপ–প্রকল্পে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে এ নিয়োগ দেওয়া হবে। প্রকল্পের মেয়াদ দুই বছর।
পদের নাম ও বিবরণহিসাবরক্ষক
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক (বাণিজ্য বিষয়ে)। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। সরকারি ক্রয় ও হিসাবরক্ষণ বা প্রশিক্ষণসহ এ–জাতীয় প্রকল্পের কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুনচট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ৯ম থেকে ২০তম গ্রেডে নিয়োগ, পদ ৪৭২২ অক্টোবর ২০২৫আবেদনের নিয়মআগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্র বা নাগরিকত্ব সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
আবেদনের ঠিকানাড. মোহাম্মদ সৈয়দ আলম, এসপিএম (PIN 12177, Window 2), হিট প্রজেক্ট ও অধ্যাপক, রসায়ন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা–১১০০।
আবেদনের শেষ সময়২৯ অক্টোবর ২০২৫
আরও পড়ুন৫০০ টাকা, ৫%, ৭.৫%, শেষে ১৫%—শিক্ষকেরা কত টাকা বেশি পাবেন২১ অক্টোবর ২০২৫