বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠায় ঐকমত্য হয়েছে: আলী রীয়াজ
Published: 3rd, July 2025 GMT
বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠায় ঐকমত্য হয়েছে এবং সংবিধানের ১০০ অনুচ্ছেদ সংশোধন করা হবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, রাজধানীর বাইরে প্রতিটি বিভাগে প্রধান বিচারপতি কর্তৃক নির্ধারিত হাইকোর্ট বিভাগের এক বা একাধিক স্থায়ী বেঞ্চ থাকবে। এছাড়াও রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা কমাতে ঐকমত্য হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের নবম দিনের সংলাপে এসব বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন তিনি। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দল অংশ নেয়।
সংলাপের পর অধ্যাপক আলী রীয়াজ বলেন, হাইকোর্টের স্থায়ী বেঞ্চ ঢাকার পাশাপাশি প্রতিটি বিভাগীয় শহরে এক বা একাধিক বেঞ্চ করার বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে। রাজনৈতিক দলের ঐকমত্য ভবিষ্যতে সংবিধানে অন্তর্ভুক্তির মাধ্যমে বাস্তবায়িত হবে। এতে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতার অপব্যবহার বন্ধ হবে।
আলী রীয়াজ আরও বলেন, সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী, যে কোন ব্যক্তির সাজা মওকুফ, স্থগিত করতে পারেন রাষ্ট্রপতি। তবে ৪৮(৩) অনুচ্ছেদের কারণে, আদতে তা প্রধানমন্ত্রীর পরামর্শেই হয়। এ ক্ষমতায় লাগাম টানতে, দন্ডিত ব্যক্তি ক্ষমার যোগ্য কী না তা নির্ধারণে সুপারিশ কমিটি বা বোর্ড গঠনের প্রস্তাবে ঐকমত্য হয় সংলাপে।
তিনি বলেন, জামায়াত প্রস্তাব করে, ব্যক্তিগত অপরাধের ক্ষেত্রে ভুক্তভোগী বা তার পরিবারের অনুমতি ছাড়া ক্ষমা করা যাবে না অপরাধীকে। ভুক্তভোগীকে ন্যায্য ক্ষতিপূরণ দিতে দিতে। বিএনপি, এনসিপিসহ অধিকাংশ দল এ প্রস্তাবে সায় দেয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আল র য় জ
এছাড়াও পড়ুন:
দলগুলোকে আজ জুলাই সনদ দেবে কমিশন
জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি আজ মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবে জাতীয় ঐকমত্য কমিশন। তবে সনদে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে কোনো সুপারিশ থাকছে না। এ-সংক্রান্ত সুপারিশ পরে অন্তর্বর্তী সরকার ও দলগুলোর কাছে দেবে ঐকমত্য কমিশন। এটি জুলাই সনদের অংশ হবে না।