রেস্তোরাঁয় বিয়ে, খরচের বিল ২ মিটার লম্বা
Published: 18th, May 2025 GMT
চীনে এক তরুণ জুটি তাঁদের বিয়েতে অতিথিদের খাবারের ব্যবস্থা করেছিলেন একটি ‘হটপট’ রেস্তোরাঁয়। আমন্ত্রিত অতিথি ছিলেন ১৪০ জন। খাওয়া শেষে তাঁদের ২২ হাজার ইউয়ান বিল পরিশোধ করতে হয়। একটি বিয়ের আয়োজনে অতিথিদের খাবারের খরচ হিসেবে এটি খুব বেশি অর্থ ব্যয় নয়।
তবে কেন সদ্য বিবাহিত এই দম্পতিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এত আলোচনা, হাসাহাসি। তার কারণ আর কিছু নয়, রেস্তোরাঁ থেকে তাঁদের দেওয়া বিল। রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাঁদের কাছে বিলের যে কাগজটি পাঠিয়েছিল, সেটি ছিল প্রায় দুই মিটার লম্বা!
১ মে চীনের শানসি প্রদেশের রাজধানী তাইইউয়ান শহরে নামকরা একটি হটপট চেইন রেস্তোরাঁয় নিজেদের বিয়ের ভোজের আয়োজন করেছিলেন ২৬ বছরের কনে ঝাও এবং তাঁর ২৭ বছর বয়সী বর।
অবশ্য তাঁদের বিয়ের আয়োজন যেখানে হওয়ার কথা ছিল, শেষ মুহূর্তে সেটি বাতিল হয়ে যায়। যে কারণে বাধ্য হয়ে তাঁরা একটি হটপট রেস্তোরাঁয় অতিথিদের খাবারের ব্যবস্থা করেন।
হটপট রেস্তোরাঁগুলোতে টেবিলের ওপর ফুটন্ত গরম স্যুপ রাখা থাকে। অতিথিরা নিজেদের পছন্দের উপকরণ ওই গরম স্যুপে ফেলে সেগুলো রান্না করে খান। এ ধরনের রেস্তোরাঁগুলো চীনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
ঝাও বলেন, এত কম সময়ে আমরা একটি প্রথাগত বিয়ের আয়োজন করতে পারতাম না। তখন এক বন্ধু আমাদের হটপট রেস্তোরাঁয় ভোজের আয়োজন করার পরামর্শ দেন। আমি ও আমার স্বামী হাইদিলাও রেস্তোরাঁর খাবার খুবই পছন্দ করি।
হাইদিলাও রেস্তোরাঁয় বুফের আয়োজন ছিল, অতিথিরা নিজের ইচ্ছামতো খেয়েছেন। মনের মতো না হলেও আনন্দের কমতি ছিল না। তবে সবচেয়ে বেশি হাস্যরসের সৃষ্টি হয় বিল দেখে। কারণ, সেটি ছিল দুই মিটার লম্বা।
বর-কনে দুই হাত লম্বা করে বিলটি ধরে সেই ছবি চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। সে ছবি দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে হাসাহাসি শুরু হয়ে যায়। চীনে বিয়ের খরচ কমাতে এ ধরনের আয়োজন বেশ জনপ্রিয়তা পাচ্ছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ছাত্র-জনতার ভয়ে ডোবায় ঝাঁপ সাবেক মেয়রের, পুলিশে সোপর্দ
যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে ধরে পুলিশে দিয়েছেন ছাত্র-জনতা। বুধবার বিকেল ৩টার দিকে পৌর শহরের ভবানীপুর এলাকায় একটি বাড়িতে ঘেরাও করেন ছাত্র-জনতা। পরে থানা ছাত্র-জনতার ভয়ে পালাতে গিয়ে একটি ডোবাতে ঝাঁপ দেন তিনি। পরে স্থানীয়রা ধরে মারধরের চেষ্টা করলে পুলিশ তাকে উদ্ধার করে। একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গতবছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর রফিকুল ইসলাম তার ভবানীপুর মোড়লপাড়ার বাড়িতে আত্মগোপনে ছিলেন। বুধবার দুপুরের দিকে তার বাড়িটি স্থানীয় ছাত্র-জনতা ঘিরে ফেলেন। বিষয়টি বুঝতে পেরে রফিকুল ইসলাম ওই এলাকার আরিফুর রহমান মিলনের বাড়িতে আশ্রয় নেন। পরে ছাত্র-জনতার ভয়ে পালাতে একটি ডোবায় ঝাঁপ দেন রফিকুল। পুলিশ জানতে পেরে রফিকুলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, সাবেক মেয়রের বিরুদ্ধে নাশকতা, চাঁদাবাজিসহ কয়েকটি মামলা রয়েছে। আওয়ামী লীগের আমলে কেশবপুরে ত্রাস সৃষ্টি করতেন জামাল বাহিনী। সেই জামাল বাহিনীর পরিচালনা করতেন সাবেক মেয়র রফিকুল। একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।