রাঙামাটির ভাসমান হাটে ফলের জমজমাট বিকিকিনি
Published: 18th, May 2025 GMT
ভোর থেকেই রাঙামাটির বনরূপার সমতাঘাটে ভিড়তে শুরু করে একের পর এক ইঞ্জিনচালিত নৌকা। তাতে বোঝাই থাকে বিভিন্ন ধরনের পাকা মৌসুমি ফল। মূলত সকালের হাট ধরতেই তোড়জোড় শুরু করেন ফল নিয়ে ঘাটে আসা বিক্রেতারা। দল বেঁধে উপস্থিত থাকেন ক্রেতারাও। নৌকা ঘাটে ভেড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় বিক্রেতা ও ক্রেতাদের মধ্যে দর কষাকষি।
বর্ষপঞ্জি অনুযায়ী বাংলা সনের দ্বিতীয় মাস জ্যৈষ্ঠ চলছে। এটি মধু মাস হিসেবেও পরিচিত। শনিবার (১৭ মে) ভোরে সমতাঘাটে সাপ্তাহিক হাটে গিয়ে দেখা মিলল, ভাসমান প্রতিটি নৌকা আম, লিচু, আনারসে ঠাসা। আশপাশের পাহাড়ি এলাকা থেকে এসব ফল ইঞ্জিনচালিত নৌকায় সমতাঘাটে নিয়ে এসেছেন চাষিরা। ঘাটে নৌকা আসার সঙ্গে সঙ্গে পাইকারদের সঙ্গে তাদের দর কষাকষির পর্ব শুরু হয়।
ফল চাষি ও ব্যবসায়ীরা জানান, রাঙামাটির হাট-বাজারগুলোতে মৌসুমের প্রথমেই আসে আনারস। সাধারণত চৈত্র-বৈশাখের ফল হলেও বর্তমানে রাঙামাটির বাজারে আনারস মেলে শীতের শুরু থেকেই। শীতকালে ব্যাপক পর্যটক সমাগম থাকায় আগাম আনারস বাজারে উঠলেই ভালো দাম পাওয়া যায়। তাই চাষিরা আগাম চাষ করা আনারস হাটে আনেন বিক্রির জন্য। বর্তমানে এই ফলটি জোড়া ৫০ টাকা থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
আরো পড়ুন:
এপেক্স ট্যানারির প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর
প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় ইনভেস্টর অ্যাসোসিয়েশন
চৈত্রে তরমুজ আসে হাটে। বৈশাখের অর্ধেক সময় এই ফলটি বাজারে থাকে। তবে, এখন আর নেই। এরপর ধীরে ধীরে বাজারে আসতে থাকে লিচু। বৈশাখের মাঝামাঝি থেকে দেশি ও চায়না থ্রি জাতের লিচু বাজারে আসতে শুরু করে। মৌসুমী লিচু বর্তমানে হাটে পাওয়া যাচ্ছে।
চাষিরা জানান, এ বছর প্রাকৃতিক নানা কারণে লিচুর ফলন কম হয়েছে। বাজারে দেশি লিচুর দাম তুলনামূলক কিছুটা কম। দেশি লিচু আকারভেদে ১০০টির দাম ৭০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। চায়না থ্রি ১০০ লিচুর দাম পড়ছে ৩০০ থেকে ৪০০ টাকা।
তারা আরো জানান, এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে পাকা আম বাজারে আসতে শুরু করেছে। বছরের প্রথম পাকা আম দাম বেশি হলেও বিক্রি হচ্ছে। চাষিরা আম ক্যারেট বা ঝুঁড়িপ্রতি বিক্রি করে থাকেন। সাধারণত কেজি হিসাবে ধরলে দেশি পাকা আম ৫০-১৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে, পাহাড়ের জনপ্রিয় আম রাংগুই এখনো বাজারে আসেনি। কিছুদিনের মধ্যে এই আম বাজার দখল করবে বলে জানান চাষিরা।
ভাসমান নৌকার বেশিরভাগ বর্তমানে দখল করে আছে দেশের জাতীয় ফল কাঁঠাল। এ বছর কাঁঠাল ভালো উৎপাদন হলেও বাজারে দাম নেই বলে জানান চাষিরা। তারা জানান, পাইকাররা কাঁঠালের দাম ২০-২৫ টাকা বলছেন। এই দামে বিক্রি করলে ঘটে আনা ও শ্রমিক খরচ কোনটি উঠবে না তাদের।
নানিয়ারচর উপজেলা থেকে কাঁঠালভর্তি নৌকা নিয়ে সমতাঘাটে আসা অমর জীবন চাকমা বলেন, “এতদূর থেকে কাঁঠাল নিয়ে সমতাঘাটে আসলাম, কিন্তু দাম পাচ্ছি না। গত সপ্তাহে এক বোট নিয়ে এসেছিলাম, দাম না পাওয়ায় কাঁঠাল নিয়ে ফিরে যাই। এই সপ্তাহে আবারো কাঁঠাল আনলাম, কিন্তু দাম পাচ্ছি না। ২০-২৫ টাকায় পাইকারদের কাছে কাঁঠাল বিক্রি করতে হচ্ছে।”
কাটাছড়ি থেকে আম নিয়ে আসা লাল মোহন চাকমা বলেন, “এই বছর আমের ফলন কম হয়েছে, বেশি গরম এবং বৃষ্টিপাত না হওয়ায় ফলন কম হয়েছে। বাজারে আমের দাম ভালো আছে। লিচুর দামও ভালো পাচ্ছেন বিক্রেতারা।”
সমতাঘাটের বেশিরভাগ মৌসুমী ফল পাইকারা কিনে চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় নিয়ে যান। প্রতি সপ্তাহে বিভিন্ন জায়গা থেকে তারা হাজির হন মৌসুমী ফল কিনতে। আমির হোসেন নামে চট্টগ্রাম থেকে আসা পাইকার বলেন, “কাঁঠাল কম দামে পেয়েছি। আম ও লিচুর দাম বাড়তি।”
রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার জেলায় ৩ হাজার ৬২৮ হেক্টর জমিতে আম, ৩ হাজার ৩৭৩ হেক্টর জমিতে কাঁঠাল, ১৯ হাজার ৩ হেক্টর জমিতে লিচু ও ২ হাজার ৫৩৭ হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৬ হাজার ২০০ মেট্রিক টন, কাঁঠালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৮ হাজার ২০ মেট্রিক টন, লিচুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩ হাজার ৩০০ মেট্রিক টন। আনারস উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৩ হাজার ২৫০ মেট্রিক টন।
রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.
তিনি বলেন, “এবার লিচুর ফলন কিছুটা কম হয়েছে। অন্যান্য ফলের যে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তা অর্জিত হবে বলে আশা করছি। বছরে পার্বত্য এলাকা থেকে যে পরিমাণ ফল উৎপাদন হয়, তার আর্থিক মূল্য ৫০০ কোটি টাকা।”
ঢাকা/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফল ম ট র ক টন সমত ঘ ট ফলন ক উৎপ দ
এছাড়াও পড়ুন:
যুবদল নেতা ভিআইপি রুম না পাওয়ায় বার ভাঙচুর ও লুটপাট
রাজধানীর মহাখালীর জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে যুবদল নেতা মনির হোসেনের বিরুদ্ধে। বার কর্তৃপক্ষ তাকে ভিআইপি রুম না দেওয়ায় অনুসারীদের নিয়ে এসে তাণ্ডব চালায় মনির। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
গত মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে ওই বারে ভাঙচুর চালানোর সময় তারা নারীদের লাঞ্ছিত করে বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় বারের সহকারী জেনারেল ম্যানেজার আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে ঢাকার বনানী থানায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। এতে আরও ২৫জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, শাড়ি পরা এক নারী হোটেলটির সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামছেন। এ সময় বিপরীত দিক থেকে এক ব্যক্তি ওই নারীর পথ রোধ করে শরীরে আঘাত করছেন। তাঁর হামলায় ওই নারী মেঝেতে পড়ে যান।
এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসার পর যুবদলের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়, মনির হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডের জন্য সব ধরনের পদ থেকে অব্যাহতি এবং প্রাথমিক সদস্যপদও প্রত্যাহার করা হয়েছে।
এতে আরও বলা হয়, দল থেকে বহিষ্কৃত কারও আচরণের দায় দল নেবে না। সব নেতাকর্মীকে তার সঙ্গে দলীয় সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হচ্ছে। মনিরের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছে যুবদল।
এজাহারে বলা হয়, মঙ্গলবার রাতে মনিরের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল রেস্টুরেন্টে ঢুকে ভাঙচুর চালায়। তারা টিভি, চেয়ার, টেবিল, সিসিটিভি ক্যামেরা ও মনিটর, ল্যাপটপ, গ্লাস ও অন্যান্য সামগ্রী ভেঙে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করে। এছাড়া কাউন্টার থেকে তারা নগদ ৭০ হাজার টাকা এবং স্টোর থেকে প্রায় ৫ লাখ টাকার বিদেশি মদ লুট করে নিয়ে যায়। চলে যাওয়ার সময় পুলিশের কাছে অভিযোগ করলে রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।
মামলার বাদী আবু বকর বলেন, ঘটনার আগের দিন অভিযুক্ত মনির রেস্টুরেন্টে এসে নিজেকে স্থানীয় রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে ভিআইপি রুম দাবি করেন। সে সময় কোনো রুম খালি না থাকায়, তাকে সাধারণ টেবিলে বসানো হয়। খাবার শেষে ছাড় দিয়ে বিল নেওয়া হলেও, তিনি ক্ষুব্ধ হন এবং হুমকি দিয়ে রেস্টুরেন্ট ত্যাগ করেন।
আজ বৃহস্পতিবার বনানী থানার এসআই এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে কাজ চলছে। এ ঘটনায় নারীদের লাঞ্ছিত করার অভিযোগও পেয়েছি, তদন্ত চলছে।