ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর সীমানায় আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। এবার সড়কে মাছবাহী গাড়িচালক ও তার সহযোগীকে মারধরের পর হাত-পা বেঁধে ১৬৮ কার্টন মাছসহ পিকআপ ভ্যান লুট করেছে ডাকাত দল। সোমবার ভোরে উপজেলার ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

ডাকাত দলের হামলায় আহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক আবু বক্কর সিদ্দিক ও তার সহযোগী আল আমিন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে উপজেলা ফেরিঘাট এলাকায় চালক সিদ্দিক ও সহযোগী আল আমিনের হাত-পা বেঁধে ১৬৮ কার্টন মাছসহ পিকআপ ভ্যান লুট করে ডাকাত দল। এ সময় তারা পিকআপ ভ্যানের চালককে মারধর করে গুরুতর আহত করে। এর পর তাদের হাষাড়া এলাকায় ফেলে দিয়ে মাছ ও পিকআপ ভ্যান নিয়ে যায় ডাকাতরা। পরে স্থানীয় এক অটোরিকশাচালক তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরাধীদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে। এর আগে ৭ মে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দিয়ে গাড়ি আটকে ডাকাতিচেষ্টার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। ২০২৪ সালের সেপ্টেম্বর এক্সপ্রেসওয়েতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন তারা। কারাগার থেকে জামিনে বেরিয়ে আবারও ডাকাতি শুরু করেছে চক্রটি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প কআপ ভ য ন উপজ ল

এছাড়াও পড়ুন:

শ্রীলঙ্কায় ওয়ালটন ব্র্যান্ডের যাত্রা শুরু 

শ্রীলঙ্কার বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। এর মধ্য দিয়ে বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড হয়ে উঠার লক্ষ্য পূরণে আরও এক ধাপ এগিয়ে গেল ওয়ালটন। 

দেশটিতে সহস্রাধিক সেলস আউটলেটে ওয়ালটন পণ্য বিক্রি হবে বলে জানিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান। সম্প্রতি কলম্বোর সিনামন লাইফ হোটেলে আয়োজিত ‘গ্র্যান্ড লঞ্চিং অব ওয়ালটন ব্র্যান্ড’ শীর্ষক এক অনুষ্ঠানে শ্রীলঙ্কার বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে ওয়ালটনের। 

শ্রীলঙ্কার খ্যাতনামা প্রতিষ্ঠান এবং ওয়ালটনের ব্যবসায়িক অংশীদার ‘মনিক ট্রেডিং প্রাইভেট লিমিটেড’ কর্তৃক আয়োজিত ওই গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র এমডি এস এম মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন মনিক ট্রেডিংয়ের এমডি ড. ওয়াসালা মাদুওয়ান্থা আরিয়াপালা, শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মো. জান্নাতুল হাবিব, শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক থিসারা পেরেরা এবং ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের সিইও নিশাত তাসনিম শুচি। অনুষ্ঠানে আরও অংশ নেন শ্রীলঙ্কার চার শতাধিক পরিবেশক ব্যবসায়ী। সংবাদ বিজ্ঞপ্তি

সম্পর্কিত নিবন্ধ