টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিনসহ গৃহস্থালিতে ব্যবহৃত বিভিন্ন পণ্যসামগ্রী কিনতে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ সুবিধা রয়েছে। এ জন্য কনজ্যুমার ক্রেডিট বা ভোক্তা ঋণ নামে ব্যাংকিং পণ্য রয়েছে। অন্যদিকে বিভিন্ন উৎসব সামনে রেখে বা বছরের যে কোনো সময়ে ডেবিট, ক্রেডিট বা প্রি-পেইড কার্ডে এসব পণ্য কেনাকাটা করলে ছাড় পাওয়া যায়। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস প্রতিষ্ঠানগুলোও তাদের মাধ্যম ব্যবহার করে পণ্য কিনলে ছাড় দিয়ে থাকে। 
ঋণ কীভাবে পাবেন
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ ধরনের ঋণ নেওয়ার পদ্ধতি সম্পর্কে বিবরণ থাকে। এছাড়া প্রতিষ্ঠানের কল সেন্টারে ফোন করে এ বিষয়ে জানা যায়। কারও কোনো ব্যাংকে সঞ্চয়ী হিসাব বা অন্য কোনো ঋণ হিসাব থাকলে সেই শাখায় গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলা যেতে পারে। অনেক সময় বিক্রেতা প্রতিষ্ঠানও ঋণের ব্যবস্থা করে দেয়। সাধারণত পণ্যের দামের ৭০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া যায়। বাকি অর্থ গ্রাহক নগদ বা ডিজিটাল পরিশোধ মাধ্যমে দিতে পারেন। প্রতিটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঋণ পাওয়ার জন্য কিছু কাগজপত্র জমা দিতে হয়। আয়ের সপক্ষে কাগজপত্র, ছবি ইত্যাদি জমা দিতে হয়। ব্যাংকের প্রতিনিধিরা দেখে থাকেন, ঋণ পরিশোধ করার মতো আয় আছে কিনা। সাধারণত এ ধরনের ঋণে কোনো জামানত লাগে না। 
কার্ডে কেনাকাটায় বাড়তি সুযোগ
মানুষ এখন নগদ টাকার পাশাপাশি ইলেকট্রনিক কার্ড দিয়ে হোম অ্যাপ্লায়েন্স কেনাকাটা করেন। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের তিন ধরনের কার্ড রয়েছে। ব্যাংকে সঞ্চয়ী বা চলতি হিসাবের বিপরীতে ডেবিট কার্ড ইস্যু করা হয়। আগে থেকে নির্দিষ্ট অঙ্কের টাকা পরিশোধ করে ব্যাংকের কাছ থেকে প্রি-পেইড কার্ড নেওয়া যায়। অন্যদিকে ক্রেডিট কার্ড হচ্ছে ব্যাংকের কাছ থেকে ঋণের একটি সীমাসংবলিত কার্ড। সীমার মধ্যে আপনি যে কোনো কিছু কেনাকাটা করতে পারেন। সব ধরনের কার্ডেই কেনাকাটায় নানা ছাড় ও অফার থাকে। ছাড়ের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে এ জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি হয়। বিপণিবিতানের এসব অফারের তথ্য প্রদর্শন করা হয়। সম্প্রতি ব্র্যাক ব্যাংক জানিয়েছে, তাদের ক্রেডিট কার্ড দিয়ে নির্দিষ্ট কিছু কোম্পানির হোম অ্যাপ্লায়েন্স পণ্য কিনলে সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত শূন্য ইএমআই সুবিধা রয়েছে। এর মানে কোনো সুদ এবং সার্ভিস চার্জ আরোপ করা হবে না। 
ঈদুল আজহার আনন্দকে আরও সহজ ও উপভোগ্য করে তুলতে বিভিন্ন ব্যাংক দিচ্ছে বিশেষ অফার। বিভিন্ন কেনাকাটা ও সেবায় তাদের ঘোষিত অফারের মধ্যে হোম অ্যাপ্লায়েন্সও রয়েছে। ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণের অংশ হিসেবে অনলাইন শপিংয়ের ক্ষেত্রে রয়েছে বিভিন্ন আকর্ষণীয় ডিসকাউন্ট অফার। ঈদুল আজহা উপলক্ষে বিশেষ অফারগুলোয় গ্রাহকরা বিভিন্ন ছাড় উপভোগের সুযোগ পাবেন। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ধরন র

এছাড়াও পড়ুন:

সাংবাদিকদের জন্য নিউইয়র্ক টাইমসের ফেলোশিপ প্রোগ্রাম

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউইয়র্ক টাইমস ফেলোশিপ ২০২৬। এই ফেলোশিপ কর্মসূচিতে প্রাথমিক পর্যায়ের সাংবাদিক, রিপোর্টার, সম্পাদক, মিডিয়া পেশাজীবী ও সদ্য স্নাতক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।

এক বছরের এই ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে নির্বাচিত ফেলোরা বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের বিভিন্ন বিভাগে কাজ করার সুযোগ পাবেন। তাঁরা পেশাদার সাংবাদিকদের সঙ্গে হাতে-কলমে নিউজরুমে কাজ, রিপোর্টিং, ভিডিও, গ্রাফিকস, অডিও বা ডিজাইনের কাজের সুযোগ পাবেন।

আরও পড়ুনহার্ভার্ডের গবেষণা বলছে, মূল্য হারাতে বসেছে ১০ ডিগ্রি২৮ অক্টোবর ২০২৫ফেলোশিপের স্থান

বেশির ভাগ ফেলো দ্য নিউইয়র্ক টাইমসের নিউইয়র্ক সদর দপ্তরে কাজ করবেন। তবে কিছু ফেলোশিপ সুযোগ থাকবে ওয়াশিংটন, সান ফ্রান্সিসকো ও লন্ডন অফিসেও। প্রতিষ্ঠানটি বর্তমানে হাইব্রিড কর্মপদ্ধতি অনুসরণ করে, অর্থাৎ ফেলোদের প্রতি সপ্তাহে নির্দিষ্ট সময় অফিসে উপস্থিত থাকতে হবে।

ফেলোশিপের বিভাগসমূহ

রিপোর্টিং

ভিজ্যুয়ালস ও গ্রাফিকস

ফটোগ্রাফি

নিউজ ভিডিও ও রিপোর্টার ভিডিও

ডিজিটাল ও প্রিন্ট ডিজাইন

অডিয়েন্স ও ওপিনিয়ন বিভাগ

ফটো এডিটিং

এআই ইনিশিয়েটিভস

দ্য আপশট (বিশেষ বিশ্লেষণ বিভাগ)

আরও পড়ুনকানাডায় টিউশন ফি ছাড়াই স্কলারশিপ, ৭০০টির বেশি প্রোগ্রাম২৭ অক্টোবর ২০২৫প্রয়োজনীয় যোগ্যতা

প্রাথমিক পর্যায়ের সাংবাদিক বা সদ্য স্নাতক প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বিশ্বের যেকোনো দেশের প্রার্থীরা আবেদনযোগ্য।

যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে কাজ করার অনুমোদন থাকতে হবে।

প্রতিটি ফেলোশিপ পদের জন্য আলাদা কিছু যোগ্যতা থাকতে পারে।

ফেলোদের জন্য সুবিধাসমূহ

ফেলোশিপটি সম্পূর্ণ বেতনসহ।

পূর্ণকালীন সাংবাদিকদের মতো কাজ করার অভিজ্ঞতা অর্জন করবেন।

আন্তর্জাতিক পরিমণ্ডলে সাংবাদিকতা শেখার অনন্য সুযোগ সৃষ্টি হবে।

এটি সাংবাদিকতা, সংবাদ ও মিডিয়ায় আগ্রহীদের জন্য একবারের জীবনে পাওয়া সুযোগ।

আরও পড়ুনজাপানে মেক্সট স্কলারশিপে উচ্চশিক্ষা, জিপিএ ২.৩০ হলে আবেদন ১৯ অক্টোবর ২০২৫প্রয়োজনীয় কাগজপত্র

সিভি

কভার লেটার

পোর্টফোলিও লিংক (যদি প্রয়োজন হয়)

ওয়ার্ক স্যাম্পল (যদি প্রয়োজন হয়)

আবেদনপ্রক্রিয়া

১. অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Apply Now’ বাটনে ক্লিক করতে হবে।

২. আবেদন করার আগে যোগ্যতা যাচাই করে নিতে হবে।

৩. প্রতিটি ফেলোশিপ ক্ষেত্রের জন্য আলাদা ফর্ম থাকবে। নিজের পছন্দের বিভাগ বেছে নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

৪. প্রতিবছর একজন প্রার্থী কেবল একটি ফেলোশিপ পদের জন্য আবেদন করতে পারবেন।

৫. নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

শেষ তারিখ

১৯ নভেম্বর ২০২৫

* আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত দেখুন এখানে

আরও পড়ুনসুইডেনে ৭৫০টি ফুল-ফান্ডেড স্কলারশিপ, আবেদন স্নাতকোত্তরে, জীবনযাপন খরচ–ভ্রমণ ব্যয়সহ নানা সুযোগ২৬ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • সাংবাদিকদের জন্য নিউইয়র্ক টাইমসের ফেলোশিপ প্রোগ্রাম