সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় তিন পুলিশ সদস্যসহ আটজন সাক্ষ্য দিয়েছেন। তবে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলায় কোনো সাক্ষী আদালতে উপস্থিত হননি। রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করলে আদালত সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন ২৭ মে।

আজ মঙ্গলবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে দুটি মামলার সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারিত ছিল।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো.

আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘কিবরিয়া হত্যা মামলায় আটজন সাক্ষ্য দিয়েছেন। সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলায় সাক্ষীরা না আসায় আদালতের কাছে সময় চাওয়া হয়েছে।’

মামলার জামিনে থাকা আসামিদের মধ্যে অসুস্থতার কারণ দেখিয়ে সময় চেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। জামিনে থাকা সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছ ও কারাগারে থাকা অন্য আসামিরা এ সময় আদালতে উপস্থিত ছিলেন।

আদালত–সংশ্লিষ্ট সূত্র জানায়, কিবরিয়া হত্যা মামলায় আজ পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন, কনস্টেবল তাওয়াবুর রহমান, নাসির উদ্দিন, লোকমান আহমদ, রিপন মিয়া, সুকুমার সরকার, অর্জুন সরকার ও ফিরোজ আলী সাক্ষ্য দিয়েছেন।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যেরবাজারে এক জনসভা শেষে বের হওয়ার সময় গ্রেনেড হামলায় আহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। ওই হামলায় তাঁর ভাতিজা শাহ মঞ্জুরুল হুদাসহ আরও চারজন নিহত হন এবং অন্তত ৭০ জন আহত হন।

এদিকে ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাই বাজারে সুরঞ্জিতের নির্বাচনী এলাকায় এক সমাবেশে গ্রেনেড হামলা হয়। এতে যুবলীগের এক কর্মী নিহত হন এবং আহত হন আরও ২৯ জন। অল্পের জন্য বেঁচে যান সুরঞ্জিত সেনগুপ্ত। ওই ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা হয়। ২০২০ সালের ২২ অক্টোবর লুৎফুজ্জামান বাবর, আরিফুল হকসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ মামলায় ১২৩ সাক্ষীর মধ্যে ৫৮ জন এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক বর য়

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ