পরেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ৩৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি
Published: 20th, May 2025 GMT
বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’এর তৃতীয় কিস্তি ঘিরে জমে উঠেছে বিতর্ক। ছবির প্রযোজক সংস্থা কেপ অফ গুড ফিল্মস অভিনেতা পরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটি রুপি (বাংলাদেশি টাকায় ৩৫ কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছে।
অভিযোগ, চুক্তি সই করার পরও অপেশাদারভাবে ছবির কাজ থেকে হঠাৎ সরে দাঁড়িয়েছেন পরেশ। এর জেরে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে প্রযোজকদের।
প্রযোজক সংস্থা কেপ অফ গুড ফিল্মসের মালিক অক্ষয় কুমার। অক্ষয়ের প্রায় ৩৫ বছরের ক্যারিয়ারে এই প্রথম তিনি কোনো সহ-অভিনেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করলেন। বলিউডে যেখানে এমন পদক্ষেপ বিরল, সেখানে এ ঘটনা নিঃসন্দেহে নজর কাড়ছে।
প্রথমদিকে শোনা গিয়েছিল, সৃজনশীল মতভেদের জেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন পরেশ রাওয়াল। কিন্তু পরে সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই স্পষ্ট জানান, চলচ্চিত্র নির্মাতা প্রিয়দর্শনের প্রতি তার পূর্ণ শ্রদ্ধা আছে, আছে ভালোবাসা ও আস্থা। তার সঙ্গে কোনও সৃজনশীল মতবিরোধ নেই।
তিনি লেখেন, ‘আমি ‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়িয়েছি, তবে এর পেছনে অন্য কারণ রয়েছে, যা আমি এখনই জানাতে চাই না।’
ছবির অন্যতম প্রধান চরিত্র ‘বাবু ভাইয়া’কে পরেশ রাওয়াল ছাড়া কল্পনা করা কঠিন। তাই তাঁর এই সিদ্ধান্তে হতবাক হয়ে যান সহ-অভিনেতা অক্ষয় কুমার ও সুনীল শেটিও।
সূত্রের খবর, প্রযোজক সংস্থাটি আগের ধার শোধ করে একটি নিখুঁত প্রোডাক্ট তৈরির পরিকল্পনা করেছিল। এই উদ্দেশ্যে কয়েক কোটি টাকা বিনিয়োগও করা হয়েছিল। পরেশ রাওয়ালের সরে দাঁড়ানোয় সে সব প্রচেষ্টা আপাতত থমকে গিয়েছে।
প্রযোজকদের অভিযোগ, চুক্তি সই করার পরও, এমনকি একটি প্রোমো ভিডিওর শ্যুটিংয়ে অংশগ্রহণ করার পর হঠাৎ ছবিটি ছেড়ে চলে যাওয়া নিছক ‘অপেশাদার’ আচরণ। তাছাড়া, অভিনেতার বাজারদরের চেয়েও বেশি পারিশ্রমিক দিয়ে তাঁকে রাজি করানো হয়েছিল। সেই আর্থিক বিনিয়োগ এখন প্রায় অনর্থক হয়ে দাঁড়িয়েছে।
সূত্রের দাবি, ‘এই সিদ্ধান্তের জন্য প্রযোজকদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তাই বাধ্য হয়েই আইনি পথে হাঁটতে হয়েছে।’
জানা গেছে, পরেশ রাওয়াল ছবির প্রাথমিক প্রস্তুতি বৈঠক ও পরিকল্পনায় নিয়মিত অংশগ্রহণ করছিলেন। তাই তাঁর এই আকস্মিক সিদ্ধান্ত শুধু বিতর্কই নয়, প্রযোজকদের মধ্যে অসন্তোষও সৃষ্টি করেছে। ছবির শুটিং শুরু করার জন্য একটি দিন নির্ধারিত হয়েছিল এবং সেই দিনের প্রোমো ভিডিও শুটে অংশ নিয়েছিলেন তিনজন মুখ্য অভিনেতা—অক্ষয়, সুনীল ও পরেশ।
অক্ষয় কুমারও এই প্রোজেক্টের পেছনে অত্যন্ত আন্তরিকভাবে যুক্ত ছিলেন। ছবির স্বত্ব ও অন্যান্য দাবি মিটিয়ে তিনি ‘হেরা ফেরি ৩’ আবার বড় পর্দায় ফিরিয়ে আনার জন্য উদ্যোগী হন। তাই এই মুহূর্তে পরেশ রাওয়ালের সিদ্ধান্ত গোটা দলকেই ভীষণভাবে বিপদে ফেলেছে।
‘হেরা ফেরি ৩’-এর পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রিয়দর্শন। প্রথম দু’টি ছবির মতো এই কিস্তিতেও রাহুল, শ্যাম ও বাবু ভাইয়ার চরিত্রে অক্ষয়, সুনীল ও পরেশকেই দেখতে চাইছিলেন দর্শকরা। তবে এখন পরেশ রাওয়াল থাকবেন কি না, তা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে। সূত্র: দ্য ওয়াল ও এবিপি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আশির দশকের ফেরিওয়ালারা
আশির দশকে গ্রামে-গ্রামে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ফেরি করার প্রচলন ছিলো। কুমোর, মালাইওয়ালা, হিমানীওয়ালা থেকে শুরু করে শাড়িওয়ালারাও ফেরি করে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র গ্রাহকের কাছে পৌঁছে দিতো। সে সময় বিনিময় প্রথাও ছিল একটু ভিন্ন।
মোটামুটি সব কাজেই মাটির হাঁড়ি-পাতিলের একটা ব্যবহার ছিল। কুমোরেরা তাদের নিজেদের বানানো মাটির তৈজসপত্র নিয়ে আসতো। সেগুলোর মধ্যে থাকতো ভাতের হাঁড়ি, ডালের হাঁড়ি, দুধের হাঁড়ি, মুড়ি ভাজার ঝাঁঝর, বড় বড় কোলা, কলস, ঠিলা নিয়ে আসতো। কলস একটু বড়, ঠিলা একটু ছোট। এগুলোতে তখন খাবার পানি সংরক্ষণ ও পানি পরিবহন করা হতো। কলসে পানি ঠান্ডা থাকতো। বিক্রয়ের ক্ষেত্রে সাধারণত তিন ধরণের বিনিয়ম হতো। নগদ টাকা, ধান এবং ধানের চিটা বিনিময় করে মাটির তৈসজ কেনা হতো। চিটা নিয়ে ওরা জ্বালানি হিসেবে ব্যবহার করতো।
অ্যালুমিনিয়ামের তৈরি বিভিন্ন রকমের হাঁড়ি-পাতিল, তামা-কাঁসার হাঁড়ি-পাতিল বিশেষত জগ, গ্লাসের তখন অনেক চাহিদা ছিল। এগুলোর আলাদা ফেরিওয়ালা ছিল। নগদ টাকা, ধান অথবা পুরনো কাপড়ের বিনিময় করে অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল কেনা যেত। এই ফেরিওয়ালারা আবার কুমোরদের মতো চিটা নিতো না।
আরো পড়ুন:
পাঁচ বছরে কার্ডের মাধ্যমে লেনদেন বেড়েছে ২২৮ শতাংশ
সমকামীকে দূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত রিভিউ দাবি
এরপরে আসতো আইসক্রিমওয়ালা। তারা মালাইওয়ালা নামেও পরিচিত। এসেই একটা হাঁক ছাড়তো। কাঠের তৈরি বিশেষ বাক্সে নিয়ে আসতো মালাই। সাধারণত বাক্সটা সাইকেলের পেছনে বেঁধে নিয়ে আসতো। হাতে একটা ঘণ্টি থাকতো। যেটা বাজালেই ছোট ছোট বাচ্চারা দৌড়ে মালাইওয়ালার কাছে হাজির হতো। এবং মালাইওয়ালাও ততক্ষণে তার ধুমধাম আরও বাড়িয়ে দিতো। তখন খুবই সস্তা দামে মালাই পাওয়া যেত। বরফ আর স্যাকারিন দিয়ে তৈরি হতো সেই মালাই। তখনকার বিবেচনায় মালাই ছিল মহা আকাঙিক্ষত খাবার। অন্যরকম স্বাদ। সারা গ্রাম ঘুরে ঘুরে আইসক্রিমওয়ালা আইসক্রিম বিক্রি করতো।
গ্রামে আসতো লেইস-ফিতাওয়ালারা। সাধারণত ফরিদপুর এবং মাদারিপুর এলাকার লোকজন লেইস ফিতা ফেরি করতো। তাদের হাতে কাচের ঢাকনাওয়ালা কাঠের এক ধরণের বাক্সের মতো থাকতো। কারও কাছে একটা থাকতো আবার কারও কাছে দুইটা থাকতো। তারা লেইস ফিতা, লেইস ফিতা বলে হাঁক-ডাক করতো। এই ফেরিওয়ালারা সাধারণত বাইর বাড়িতে দাঁড়াতো। এরপর বাড়ির নারীরা আসতো। এসে চুলের ফিতা, ক্লিপ, সেফটিফিন, টিপসহ সাজগোজের নানা অনুসঙ্গ থেকে যার যেটা পছন্দ, সেটা কিনে নিতো। যেহেতু তখন দোকান খুব একটা ছিল না, তাই এসব ফেরিওয়ালাদের বেচা-বিক্রিও খুব ভালো হতো।
কিছু মানুষ নিজেদের হাতে তৈরি স্নোকে হিমানী নামে বিক্রি করতো। তাদেরকে বলা হতো হিমানীওয়ালা। এই হিমানী বা স্নো মুখে ব্যবহার করা হতো। শুধুমাত্র শীতকালে হিমানীওয়ালারা আসতো। তার মাথায় একটি ডিব্বা বা পাত্রে হিমানী থকাতো। দেখা যেত যে, যার কাছে যেমন কৌটা থাকতো, সে সেই অনুযায়ী দাম দিয়ে হিামনী কিনতো। হিমানীওয়ালা তার বড় ডিব্বা চামচ ভরে স্নো তুলে কৌটায় দিয়ে দিতো।
ভাঙ্গারিওয়ালা এসে বাড়ি বাড়ি থেকে পুরনো টর্চ লাইট, পুরনো অ্যালুমিয়ামের হাঁড়ি পাতিল কিনে নিতো, পুরনো-অব্যবহৃত হারিকেন কিংবা অব্যবহৃত কাঁসা-পিতলের তৈজসপত্রও অল্প টাকায় কিনে নিয়ে যেত। ভাঙ্গারিওয়ালাদের কাছে কিছু খাদ্যদ্রব্য থাকতো। যেগুলো বাচ্চাদের উপযোগী। যেমন—মদন কটকটি, বাতাসা, টানা, তিলের খাজা, শন পাপড়ি ইত্যাদি। অনেক সময় দেখা যেত যে, কেউ একটা টিনের ভাঙা অংশ বা পুরনো ব্যাটারী নিয়ে আসছে ভাঙারিওয়ারা ওই টিন নিয়ে একটু টানা বা তিলের খাজা দিয়ে দিত। ওইটাই তখন ছিল বিনিময়ের একটি রীতি।
গ্রামে আরও আসতো শাড়িওয়ালারা। শাড়ি ভাঁজ করে-করে বড় গাইট করে মাথায় বা ঘাড়ে করে নিয়ে আসতো। অনেক সময় একা বা দুইজন আসতো। বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরে তারা শাড়ি বিক্রি করতো। তখন শুধুমাত্র যারা শাড়ি তৈরি করতো সেই বসাকবাড়িতে, জেলা শহরে অথবা হাটের দিনে হাটে গিয়ে শাড়ি কেনা যেত। তাই সবচেয়ে বেশি কদর ছিলো ফেরিওয়ালাদের শাড়ির। এদের ব্যবসাটাও বেশ ভালো ছিল। এই ফেরিওয়ালারা শুধু টাকার বিনিয়মে শাড়ি বিক্রি করতো।
কালের পরিক্রমায় বিভিন্ন জায়গায় মার্কেট এবং দোকান হওয়াতে এসব পেশা এখন প্রায় বিলুপ্তির পথে।
ঢাকা/লিপি