ঝিনাইগাতীতে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু
Published: 20th, May 2025 GMT
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার গজনী দরবেশতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম আজিজুর রহমান ওরফে আকাশ মিয়া (৪২)। তিনি উপজেলার কাংশা ইউনিয়নের পূর্ব গান্দিগাঁও গ্রামের আবদুল হাকিমের ছেলে।
বন বিভাগের রাংটিয়া রেঞ্জের কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার গজনী পাহাড়ের টিলায় ৩-৪ দিন ধরে ১৫ থেকে ২০টি বন্য হাতি দল বেঁধে অবস্থান করছিল। মঙ্গলবার রাত ৯টার দিকে আজিজুর গজনীর দরবেশতলা এলাকায় যান। এ সময় হাতির পাল থেকে একটি হাতি তেড়ে এসে তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে ওপর দিকে ছুড়ে মারে। পরে মাটিতে পড়ে গেলে হাতির পায়ে পিষ্ট হয়ে গুরুতর আহত হন আজিজুর। এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে হইহুল্লোড় করে মশাল জ্বালিয়ে হাতির দলটিকে জঙ্গলে পাঠায়। পরে আজিজুরকে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মজনু মিয়া বলেন, রাত ৯টার দিকে ভ্যানে করে বালু আনতে দরবেশতলায় গিয়েছিলেন আজিজুর। সেখানে একটি হাতি তাঁকে শুঁড় দিয়ে ছুড়ে মারে। পরে মাটিতে পড়ে গেলে পা দিয়ে মাথা ও পেটে আঘাত করে শরীর থেঁতলে দেয়।
এ ব্যাপারে বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: বন য হ ত উপজ ল র আজ জ র
এছাড়াও পড়ুন:
মহাকাশে হারিয়ে গেছে গ্রিনহাউস গ্যাস পর্যবেক্ষণের জন্য পাঠানো স্যাটেলাইট
গ্রিনহাউস গ্যাস নির্গমন পর্যবেক্ষণের জন্য মহাকাশে পাঠানোর পর একটি স্যাটেলাইট মহাকাশে হারিয়ে গেছে। আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও নিউজিল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় নির্মিত স্যাটেলাইটটি তৈরিতে খরচ হয়েছিল প্রায় ৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। বিজ্ঞানীদের তথ্যমতে, গ্রিনহাউস গ্যাস নির্গমন পর্যবেক্ষণ করত সক্ষম স্যাটেলাইটটি প্রযুক্তিগত সমস্যার কারণে কাজ বন্ধ করে দিয়েছে। এর ফলে মহাকাশে অদৃশ্য হয়ে গেছে স্যাটেলাইট।
নিউজিল্যান্ড স্পেস এজেন্সির কর্মকর্তা অ্যান্ড্রু জনসন জানিয়েছেন, এটি বেশ হতাশাজনক। মহাকাশ নিয়ে যাঁরা কাজ করেন, তাঁরা জানেন, এমন অভিযান খুবই চ্যালেঞ্জের। যুক্তরাষ্ট্রের পরিবেশ প্রতিরক্ষা তহবিলের অংশ হিসেবে এই স্যাটেলাইট তৈরি করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের পরিবেশ প্রতিরক্ষা তহবিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যামি মিডলটন বলেন, ‘আমরা এটিকে ব্যর্থতা নয়, বিপত্তি হিসেবে দেখছি। গত বছরের মার্চ মাসে মিথেনস্যাটের সূচনা হয়।’
আরও পড়ুনমহাকাশে সবচেয়ে বেশি স্যাটেলাইট রয়েছে কোন কোন দেশের০৪ জুলাই ২০২৫মিথেন সাধারণভাবে শক্তিশালী গ্রিনহাউস গ্যাস। এই গ্যাসের কারণে ২০ বছরের মেয়াদকালে কার্বন ডাই–অক্সাইডের চেয়ে ৮০ গুণ উষ্ণায়নের ক্ষমতা রয়েছে। বিজ্ঞানীদের তথ্যমতে, তেল ও গ্যাসকূপের লিকেজ বন্ধ করতে না পারলে মিথেন গ্যাসের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়ন দ্রুত বাড়বে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া