ঝিনাইগাতীতে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু
Published: 20th, May 2025 GMT
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার গজনী দরবেশতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম আজিজুর রহমান ওরফে আকাশ মিয়া (৪২)। তিনি উপজেলার কাংশা ইউনিয়নের পূর্ব গান্দিগাঁও গ্রামের আবদুল হাকিমের ছেলে।
বন বিভাগের রাংটিয়া রেঞ্জের কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার গজনী পাহাড়ের টিলায় ৩-৪ দিন ধরে ১৫ থেকে ২০টি বন্য হাতি দল বেঁধে অবস্থান করছিল। মঙ্গলবার রাত ৯টার দিকে আজিজুর গজনীর দরবেশতলা এলাকায় যান। এ সময় হাতির পাল থেকে একটি হাতি তেড়ে এসে তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে ওপর দিকে ছুড়ে মারে। পরে মাটিতে পড়ে গেলে হাতির পায়ে পিষ্ট হয়ে গুরুতর আহত হন আজিজুর। এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে হইহুল্লোড় করে মশাল জ্বালিয়ে হাতির দলটিকে জঙ্গলে পাঠায়। পরে আজিজুরকে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মজনু মিয়া বলেন, রাত ৯টার দিকে ভ্যানে করে বালু আনতে দরবেশতলায় গিয়েছিলেন আজিজুর। সেখানে একটি হাতি তাঁকে শুঁড় দিয়ে ছুড়ে মারে। পরে মাটিতে পড়ে গেলে পা দিয়ে মাথা ও পেটে আঘাত করে শরীর থেঁতলে দেয়।
এ ব্যাপারে বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: বন য হ ত উপজ ল র আজ জ র
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত