‘মেঘের নৌকা’ গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার অ্যাওয়ার্ড পেলেন আসিফ ইকবাল
Published: 21st, May 2025 GMT
চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমা ‘প্রহেলিকা’-এর জনপ্রিয় গান ‘মেঘের নৌকা’ গানের চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার লাভ করেছেন আসিফ ইকবাল।
সম্প্রতি দেশের কিংবদন্তি সুরকার শেখ সাদী খানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন আসিফ ইকবাল, যা তার জন্য ছিল এক আবেগঘন ও গর্বের মুহূর্ত। পরপর তিনবারসহ মোট পাঁচবারের শ্রেষ্ঠ গীতিকারের মর্যাদা লাভ করেন তিনি।
পুরস্কার গ্রহণের পর গানটির সুরকার ও গায়ক ইমরান এবং গায়িকা কোনালের প্রতি কৃতজ্ঞতা জানান আসিফ ইকবাল। পাশাপাশি ধন্যবাদ জানান পরিচালক চয়নিকা চৌধুরী, অভিনয়শিল্পী মাহফুজ আহমেদ ও শবনম বুবলী, প্রযোজক জামাল হোসেন এবং শিরীন আখতারকে।
তিনি বলেন, ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের মতো একটি নির্ভরযোগ্য সংগীত প্ল্যাটফর্ম না থাকলে সংগীতচর্চা এভাবে এগিয়ে যেত না। এ আয়োজন আমাদের মতো গীতিকবিদের জন্য শক্তি ও প্রেরণার উৎস।’
সংগীত জীবনের অনুপ্রেরণা হিসেবে তিনি শ্রদ্ধা জানান নকিব খান, কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরীকে, এবং ধন্যবাদ জানান তার পরিবার ও শুভানুধ্যায়ীদের, যাদের ভালোবাসায় তিনি আজও সৃষ্টিশীলতায় নিজেকে নিয়োজিত রাখতে পারছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: চয়ন ক চ ধ র
এছাড়াও পড়ুন:
১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর এই সংখ্যা ছিল ৫১।
এদিকে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। এবার মোট ৯৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। গত বছর এই সংখ্যা ছিল ২ হাজার ৯৬৮টি।
আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাশের হার ৬৮ দশমিক ৪৫। গত বছর এ হার ছিল ৮৩ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৪ দশমিক ৯৫ শতাংশ।
গত ১০ এপ্রিল চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল।