ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিতে আর বাধা নেই। গতকাল বৃহস্পতিবার আদালতে রিট খারিজ হওয়ার পরও ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ইশরাক সমর্থকরা। আদালতের রায়ের পর সরকার কী করে, তা আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করবেন তারা। সরকারের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে।

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছে কাকরাইলে অবস্থান নিয়ে ইশরাক হোসেন বলেছেন, আদালতের রায়ের মাধ্যমে আন্দোলনকারীদের প্রাথমিক বিজয় হয়েছে। একটা জিনিস স্পষ্ট বলতে চাই, রায়ের বিষয়, শপথের বিষয় আলাদা। আর এটি হয়ে যাওয়া মানে প্রথম যে দাবি করেছিলাম, ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে থাকা দুই উপদেষ্টার পদত্যাগের দাবি, সেটি দাবির জায়গায় থাকবে।

গতকাল দুপুরে আদালত রিট খারিজ করে দেওয়ার পরও ইশরাক রাজপথ না ছাড়ার ঘোষণা দেন। পরে দলীয় সিদ্ধান্তে তিনি ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে এ অবস্থান থেকে সরে আসেন।

গত ১৪ মে থেকে ‘ঢাকাবাসী’র ব্যানারে সাবেক সচিব মশিউর রহমানের নেতৃত্বে ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন চলছিল। এক পর্যায়ে গত বুধবার সন্ধ্যায় ইশরাক নিজেও তাদের সঙ্গে যোগ দিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়ে কাকরাইলে অবস্থান নেন। 

এদিকে, রায় ঘোষণার পর থাইল্যান্ডে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভার্চুয়ালি উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, যেহেতু আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে, সেহেতু সড়ক অবরোধ না রেখে সরে যাবেন। আশা করছি, সরকারের সুমতি হবে। তারা ইশরাককে শপথের ব্যাপারে ব্যবস্থা নেবে। পরিস্থিতি সহজ করে তোলার চেষ্টা করবে। বর্তমানে রাজনৈতিক সংকট দূর করার একটি মাত্র পথ হচ্ছে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। এখানে অন্য কথা বলে লাভ নেই।

ইশরাক সমর্থকদের আন্দোলন ঘিরে প্রতিদিনই দক্ষিণ ঢাকা কার্যত অচল থাকে। নগর ভবন থেকে ধীরে ধীরে আন্দোলন গুলিস্তান, হাইকোর্ট, প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে যমুনা পর্যন্ত পৌঁছে। এসব এলাকার সড়ক অবরোধ করে রাখায় নগরবাসী সীমাহীন দুর্ভোগে পড়ে। রিটের রায় ঘোষণার সময় কয়েক দফা পেছানোর পর গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আদালত রিট খারিজ করে দিলে ইশরাক সমর্থকরা উল্লাসে মাতেন। অবশ্য এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম মুসা। 

বিচারপতি মো.

আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ গতকাল আদেশে রিট খারিজের জন্য কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। প্রথমত, রিটকারীর এই রিট করার এখতিয়ার নেই। দ্বিতীয়ত, নির্বাচনী ফোরামের মামলা অন্য ফোরামে না গিয়ে হাইকোর্টে রিটটি নিয়ে আসা ঠিক (আইনসম্মত) হয়নি। এ ছাড়া রিটকারী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েও রিটটি করে থাকতে পারেন বলে আদালতের পর্যবেক্ষণে বলা হয়।

রিট খারিজ হওয়ার ফলে ইশরাককে মেয়র পদে শপথ পড়াতে আইনি বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, রিট খারিজের পর এখন ইশরাককে শপথ পড়ানো না হলে সেটি আদালত অবমাননা হবে।

অন্যদিকে, রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম মুসা বলেন, ‘আজই (বৃহস্পতিবার) সম্ভব না হলে আগামী রোববার আপিল করা হতে পারে। এ বিষয়ে ইতোমধ্যে অ্যাডভোকেট অন রেকর্ড প্রস্তুত রাখা হয়েছে।’

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাহফুজুর রহমান ও খান জিয়াউর রহমান। 

মাহবুব উদ্দিন খোকন বলেন, চ্যালেঞ্জ করতে হলে আপিল ট্রাইব্যুনালে যেতে হবে। সেখানে কেউ যাননি। তার (রিটকারী) মামলা করার অধিকার নেই, তা নিয়ে (আদালত) বড় অবজারভেশন দিয়েছেন। জনস্বার্থে যে কেউ মামলা করতে পারেন। তবে সেটি ভিন্ন। যেমন– পরিবেশ, মানবাধিকার, মৌলিক অধিকার নিয়ে মামলা করতে পারে। এগুলো জনস্বার্থের মামলা। এটি (রিট) জনস্বার্থের মামলা না। তিনি (রিটকারী) ঢাকা সিটির ভোটার হিসেবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেটি দেখাতে পারেননি।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়। গেল ২৭ মার্চ তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। রায়ের কপি পাওয়ার পর ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু পরামর্শ পাওয়ার আগেই ২৭ এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।

গত ১৪ মে মো. মামুনুর রশিদ নামে এক ব্যক্তির পক্ষে আইনজীবী কাজী আকবর আলী হাইকোর্টে রিট করেন। রিটে ইশরাককে মেয়র ঘোষণা করে দেওয়া রায় স্থগিতের পাশাপাশি তাঁকে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয়। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ইশর ক হ স ন উপদ ষ ট আইনজ ব র টক র য় র পর ইশর ক গতক ল

এছাড়াও পড়ুন:

দুদকের মামলায় খালাস পেলেন এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী

সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা থেকে খালাস পেয়েছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী (ফালু)। আজ মঙ্গলবার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রেজাউল করিম এই রায় ঘোষণা করেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদ মোসাদ্দেক আলীর আইনজীবী বোরহান উদ্দিন।

আইনজীবী বোরহানউদ্দীন প্রথম আলোকে বলেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৮ জুলাই জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মোসাদ্দেক আলীর বিরুদ্ধে মামলা করেছিল দুদক। মামলাটি তদন্ত করে ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ওই বছরই আদালত মোসাদ্দেক আলীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। দুদকের পক্ষ থেকে আদালতে ১৫ জন সাক্ষীকে হাজির করা হয়। দুদকের আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত মোসাদ্দেক আলীকে বেকসুর খালাস দিয়েছেন।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, ১৬ কোটি ৬০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় মোসাদ্দেক আলীর বিরুদ্ধে। একই মামলায় তাঁর বিরুদ্ধে ১১ কোটি ১৬ লাখ টাকার তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

মোসাদ্দেক আলীর আইনজীবী বোরহান উদ্দিন বলেন, হয়রানি করার জন্য ওয়ান-ইলেভেনের সময় তাঁর মক্কেলের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। আদালতে সেই অভিযোগ প্রমাণিত হয়নি। আদালতের কাছ থেকে ন্যায়বিচার পেয়েছেন তাঁর মক্কেল মোসাদ্দেক আলী।

সম্পর্কিত নিবন্ধ

  • একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলের প্রধান এবং সংসদ নেতা হওয়া বিপজ্জনক: বদিউল আলম মজুমদার
  • আক্রমণাত্মক মন্তব্যে হাইকোর্টের উষ্মা, ক্ষমা চাইলেন বার সভাপতি
  • হাইকোর্টে ডা. জুবাইদা রহমানের করা আপিলের শুনানি শুরু
  • মানিকগঞ্জে আদালত প্রাঙ্গণে মমতাজের ওপর ডিম–জুতা নিক্ষেপ, ৬ দিনের রিমান্ড
  • প্লট বরাদ্দ নিয়ে দুদকের করা মামলায় অব্যাহতি পেলেন মির্জা আব্বাস
  • আইনজীবী ফোরাম জেলা বার ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়াতে রিটের আদেশ বৃহস্পতিবার
  • ইশরাককে মেয়র ঘোষণার গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে রিটের ওপর আদেশ পেছাল
  • দুদকের মামলায় খালাস পেলেন এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী