বগুড়ার গাবতলীতে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। নিহত ব্যক্তি অটোরিকশার যাত্রী ছিলেন।
শুক্রবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চকবোচাই বাজারের পশ্চিম পাশে শাহ সুলতান ফিড মিল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম মতি (৬০) বগুড়া সদরের ঠনঠনিয়া এলাকার বাসিন্দা। আহতরা হলেন- মতির স্ত্রী রুবিয়া ইসলাম বিউটি (৫৫), ভাই টিপু সুলতান (৪৫) ও আলমগীর হোসেন আলম (৪২) নামের এক ব্যক্তি।
আরো পড়ুন:
ঝিনাইদহে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত
রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম বলেন, ‘‘গাবতলী থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে বগুড়ার দিকে আসছিল। চকবোচাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ৪ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে একজনের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’
ঢাকা/এনাম/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত
এছাড়াও পড়ুন:
সিটিজেনস ব্যাংকের বাড্ডা উপশাখার এক বছর পূর্তিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা
সিটিজেনস ব্যাংক পিএলসির বাড্ডা উপশাখার এক বছর পূর্তি উপলক্ষে শতাধিক পোশাক শ্রমিককে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপশাখা কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে একজন গাইনি এবং একজন মেডিসিন বিশেষজ্ঞ শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দেন। প্রয়োজনীয় ঔষধও বিনামূল্যে বিতরণ করা হয়। এই কর্মসূচিতে সহযোগিতা করেছে বাড্ডা মা ও শিশু হাসপাতাল ও ডায়াগনস্টিক লিমিটেড।
উদ্বোধন করেন সিটিজেনস ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গুলশান কর্পোরেট শাখার ব্যবস্থাপক সালেক সাব্বির আহমেদ, মা ও শিশু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের পরিচালক সামসুর নাহার শান্তি এবং ব্যবস্থাপনা পরিচালক ডা. আব্দুল্লাহ আলিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাড্ডা উপশাখার প্রধান সমীর চক্রবর্তী।
বক্তারা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, পোশাক শ্রমিকদের জন্য সামাজিক দায়বদ্ধতামূলক এই ধরনের আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। উপস্থিত শ্রমিকরাও সিটিজেনস ব্যাংকের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
ঢাকা/ইভা