জাল টাকা ও ডলার ছাপানোর মেশিনসহ আটক ২
Published: 24th, May 2025 GMT
সাতক্ষীরায় জাল টাকা ও বিভিন্ন দেশের জাল ডলার ছাপানোর মেশিনসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদরের কাটিয়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাদের আটক করে সদর আর্মি ক্যাম্পের সদস্যরা।
আটককৃতরা হলেন- শ্যামনগর উপজেলার পূর্ব বিড়ালহ্মী গ্রামের আব্দুর রহিম সানার ছেলে জুলকার নাঈম সানা এবং উত্তর আটুলিয়া গ্রামের রফিকুল ইসলাম গাজীর ছেলে রাসেল গাজী।
সাতক্ষীরা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মুশফিক আহমেদ জানান, আটক ব্যক্তিরা কাটিয়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে বিভিন্ন দেশের ডলার এবং টাকা কালার প্রিন্টারের মাধ্যমে ছাপিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।
এসময় তাদের কাছে থাকা একটি কালার প্রিন্টার, কিছু জাল ডলার, একটি ল্যাপটপ, ৩টি স্মার্ট ফোন, ৩টি বাটন ফোন, নগদ ৫১ হাজার ৯৮৫ টাকা এবং নিজস্ব সিলসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই সেনা সদস্য।
ঢাকা/শাহীন/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মোটরসাইকেল চুরির অভিযোগে নারী ইউপি সদস্যসহ আটক ৪
ঝিনাইদহের মহেশপুরে এক ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।
রবিবার (৬ জুলাই) সকালে তাদের আটক করা হয়। এ সময় চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার কদমতলা গ্রামের বাসিন্দা সুমন মিয়া (২৬), শাকিল খান (২৬), নাটিমা ইউনিয়ন পরিষদের সদস্য মোছা. সালমা খাতুন (৪৫) ও বগুড়ার নুনগুলা ইউনিয়নের বাসিন্দা লুৎফর রহমান (২৩)।
আরো পড়ুন:
সাবেক যুবদল নেতাকে গ্রেপ্তারে অভিযানের পর বাড়ির পাশে মিলল লাশ
চাঁদাবাজির মামলায় গাজীপুরের সাবেক বিএনপি নেতা স্বপন গ্রেপ্তার
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মহেশপুর ডিগ্রি কলেজ মোড়ের নিজের মুদি দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আব্দুস সামাদ।
পথে অজ্ঞাতনামা দুই ব্যক্তি আব্দুস সামাদের চলন্ত মোটরসাইকেল লক্ষ্য করে লাঠি দিয়ে আঘাত করলে তিনি রাস্তার পাশে পড়ে যান। পরে তাকে এলোপাথাড়ি মারধর করে সঙ্গে থাকা মোটরসাইকেল, নগদ ১৫ হাজার টাকা, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় লিখিত অভিযোগ দায়েরর পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া মোটরসাইকেল।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘‘আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/শাহরিয়ার/রাজীব