ইবনে সিনা ট্রাস্টের শিক্ষাবৃত্তি, লিখতে হবে ১৫০ শব্দে প্রবন্ধ
Published: 24th, May 2025 GMT
ইবনে সিনা ট্রাস্ট ২০২৫ সালের জন্য বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, কৃষি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মেডিকেল কলেজের আন্ডারগ্র্যাজুয়েট ও মেডিকেল টেকনোলজি পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করা অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি দেবে। জনকল্যাণমূলক কর্মসূচির আওতায় ইবনে সিনা ট্রাস্ট এ বৃত্তি দেবে।
শিক্ষাবৃত্তির জন্য আবেদনের যোগ্য
১.
২. অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়/ইঞ্জিনিয়ারিং/কৃষি বিশ্ববিদ্যালয়/সরকারি মেডিকেল কলেজ/সরকারি মেডিকেল টেকনোলজি কোর্সের/যেকোনো অনুমোদিত মাদ্রাসার শিক্ষার্থী হতে হবে।
৩. এসএসসি/দাখিল অথবা এইচএসসি/আলিম বা সমমান পরীক্ষায় কমপক্ষে একটিতে জিপিএ–৫ প্রাপ্ত হতে হবে।
যাঁরা আবেদন করতে পারবেন না
১. সমাজ/শিক্ষাপ্রতিষ্ঠান অথবা দেশের প্রচলিত আইনবিরোধী অথবা যেকোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত শিক্ষার্থী।
২. আর্থিকভাবে সচ্ছল অথবা অন্য কোনো সংস্থা/প্রতিষ্ঠান থেকে বৃত্তি গ্রহণকারী (সরকারি/বোর্ড বৃত্তি ব্যতীত) শিক্ষার্থী।
আরও পড়ুনএসএসসি–এইচএসসির বোর্ডসেরাদের ১০ ও ২৫ হাজার টাকা দেবে সরকার, যেভাবে আবেদন ১৯ মে ২০২৫আবেদনের দুটি ধাপ
১. প্রথমে Online–এ আবেদন ফরম পূরণ করতে হবে।
২. Online-এ Submit করা Form–এর pdf কপি ডাউনলোড করে প্রিন্ট করে ফরমে স্বাক্ষরসহ প্রয়োজনীয় কাগজপত্রসহ স্ট্যাপলিং করে একটি বড় খামে নিচের ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারে পাঠাতে হবে। স্ট্যাপলিং করার সময় আবেদন ফরমটি সব ডকুমেন্টের ওপর রাখতে হবে।
অনলাইন আবেদন ফরম পূরণের নিয়ম
১. অনলাইন আবেদন ফরম পূরণ করার ক্ষেত্রে জটিলতা এড়াতে মুঠোফোনের পরিবর্তে পিসি বা ল্যাপটপকে অগ্রাধিকার দিন।
২. প্রথমে আবেদনকারীর নিজের মুঠোফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এই ফোন নম্বর পরিবর্তনযোগ্য নয় এবং একটি নম্বরের বিপরীতে একটিই আবেদন করা যাবে। যে ডিভাইসে ফরম পূরণ করবেন, সেখানে অবশ্য আবেদনকারীর একটি ছবি (360px x 450px সাইজের) থাকতে হবে।
৩. Form Submit করার আগে ভালোভাবে সব তথ্য যাচাই করে জমা করতে হবে, জমা করার পর এডিট করার সুযোগ নেই।
৪. অসম্পূর্ণ বা মিথ্যা তথ্যসংবলিত আবেদন বা একাধিক আবেদন বাতিল করা হবে।
আবেদনপত্রের সঙ্গে যে কাগজপত্র জমা হবে
১. এসএসসি/দাখিল, এইচএসসি/আলিম বা সমমান পরীক্ষার ট্রান্স ক্রিপ্টের কপি।
২. বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান/বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র (প্রতিষ্ঠানের মূল প্যাডে এবং যা ১ মার্চ ২০২৫–এর পর ইস্যু করা হয়েছে)।
৩. বর্তমানে অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তির মূল মানি রিসিটের ফটোকপি।
৪. পিতা বা অভিভাবকের আয়ের বিবরণ স্থানীয় চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনারের নিজস্ব প্যাডে প্রত্যয়নপত্র।
৫. আবেদনকারীর অভিভাবক চাকরিজীবী হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের নিজস্ব প্যাডে প্রত্যয়নপত্র।
৬. পিতা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৭. আবেদনকারী এতিম হলে চেয়ারম্যান/স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়নপত্র।
৮. আবেদনকারী প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রত্যয়নপত্র ও পরিচয়পত্রের কপি।
৯. আবেদনকারীকে খামের ওপর ‘ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি’ লেখতে হবে।
১০. নতুন আবেদনকারীকে—আপনার কেন এই শিক্ষাবৃত্তি প্রয়োজন, তার যথার্থতা একটি সাদা কাগজে নিজ হাতে লিখে অন্যান্য কাগজপত্রের সঙ্গে পাঠাতে হবে (অনূর্ধ্ব ১৫০ শব্দের মধ্যে)।
১১. শুধু বাছাই করা শিক্ষার্থীদের ফোন বা এসএমএসের মাধ্যমে মৌখিক সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
দরকারি তথ্য
১. অনলাইন আবেদনের শেষ তারিখ: ৩০ মে ২০২৫, বিকেল ৫টা।
২. ডাকযোগে বা কুরিয়ারে ডকুমেন্ট পাঠানোর শেষ তারিখ: ২০ জুন ২০২৫, বিকেল ৫টা।
৩. ডাকযোগে বা কুরিয়ারে আবেদন পাঠানোর ঠিকানা: ওয়েলফেয়ার বিভাগ, ইবনে সিনা ট্রাস্ট, বাড়ি ৪৮, রোড ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৯।
বিস্তারিত জানতে ওয়েবসাইটে ভিজিট করুন।
আরও পড়ুনব্র্যাক বিশ্ববিদ্যালয়-মেডিকেল শিক্ষার্থীদের দেবে বৃত্তি, লিখতে হবে ২৫০ শব্দের অনুচ্ছেদ১৮ মে ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: সরক র
এছাড়াও পড়ুন:
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ১৭১
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্ব খাতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১১ থেকে ২০তম গ্রেডে ছয় ক্যাটাগরির এ নিয়োগে মোট পদ ১৭১টি। এ নিয়োগে চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা (বাংলাদেশের প্রকৃত নাগরিক) আবেদন করতে পারবেন। ৩০ অক্টোবর আবেদন শুরু হয়েছে।
পদের নাম ও সংখ্যা১. পরিসংখ্যানবিদ: ৫টি
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা।
২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১৫টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৩. স্বাস্থ্য সহকারী: ১৩৪টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
আরও পড়ুন১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১৮৮০ অফিসার, ফি ২০০৩০ অক্টোবর ২০২৫৪. স্টোরকিপার: ৪টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৫. গাড়িচালক: ৩টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৬. অফিস সহায়ক: ১০টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদনে শিক্ষাগত যোগ্যতা: প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। বিস্তারিত তথ্য মিলবে বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫বয়সসীমা: ২৯/১০/২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ (আঠারো) বছর হতে হবে। একই সময়ে সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে আবেদনকারী প্রার্থীর। সরকারি বিধিবিধান অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ ও সময়আবেদন শুরু: ৩০/১০/২০২৫ খ্রি. সকাল ১০ ঘটিকা
আবেদনের শেষ তারিখ: ১৯/১১/২০২৫ খ্রি. বিকেল ৫ ঘটিকা
ফি জমা দেওয়ার শেষ সময়: অনলাইন আবেদন জমাদানের ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে।
আরও পড়ুন৪৮তম বিশেষ বিসিএসে আর পদ বাড়ানোর সুযোগ নেই৩০ অক্টোবর ২০২৫আবেদন ফিক্রমিক নং ১ থেকে ৫ পর্যন্ত পদের জন্য: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)।
ক্রমিক নং ৬ পদের জন্য: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।
টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে এই ফি জমা দিতে হবে।
পরীক্ষার তথ্য: প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইট ও প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে।
আরও পড়ুন‘দই মই’ অর্থনীতি–‘ক্লাউড সিডিং’–পিএস মাহসুদ ও বুরেভেসতনিক কী৩০ অক্টোবর ২০২৫