ইবনে সিনা ট্রাস্ট ২০২৫ সালের জন্য বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, কৃষি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মেডিকেল কলেজের আন্ডারগ্র্যাজুয়েট ও মেডিকেল টেকনোলজি পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করা অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি দেবে। জনকল্যাণমূলক কর্মসূচির আওতায় ইবনে সিনা ট্রাস্ট এ বৃত্তি দেবে।

শিক্ষাবৃত্তির জন্য আবেদনের যোগ্য

১.

আবেদনকারী ২০২৩-২৪ সেশন এ স্নাতক/ফাজিল প্রথম বর্ষে নতুন ভর্তি হওয়া নিয়মিত শিক্ষার্থী ও পারিবারিকভাবে অসচ্ছল হতে হবে।

২. অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়/ইঞ্জিনিয়ারিং/কৃষি বিশ্ববিদ্যালয়/সরকারি মেডিকেল কলেজ/সরকারি মেডিকেল টেকনোলজি কোর্সের/যেকোনো অনুমোদিত মাদ্রাসার শিক্ষার্থী হতে হবে।

৩. এসএসসি/দাখিল অথবা এইচএসসি/আলিম বা সমমান পরীক্ষায় কমপক্ষে একটিতে জিপিএ–৫ প্রাপ্ত হতে হবে।

যাঁরা আবেদন করতে পারবেন না

১. সমাজ/শিক্ষাপ্রতিষ্ঠান অথবা দেশের প্রচলিত আইনবিরোধী অথবা যেকোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত শিক্ষার্থী।

২. আর্থিকভাবে সচ্ছল অথবা অন্য কোনো সংস্থা/প্রতিষ্ঠান থেকে বৃত্তি গ্রহণকারী (সরকারি/বোর্ড বৃত্তি ব্যতীত) শিক্ষার্থী।

আরও পড়ুনএসএসসি–এইচএসসির বোর্ডসেরাদের ১০ ও ২৫ হাজার টাকা দেবে সরকার, যেভাবে আবেদন ১৯ মে ২০২৫

আবেদনের দুটি ধাপ

১. প্রথমে Online–এ আবেদন ফরম পূরণ করতে হবে।
২. Online-এ Submit করা Form–এর pdf কপি ডাউনলোড করে প্রিন্ট করে ফরমে স্বাক্ষরসহ প্রয়োজনীয় কাগজপত্রসহ স্ট্যাপলিং করে একটি বড় খামে নিচের ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারে পাঠাতে হবে। স্ট্যাপলিং করার সময় আবেদন ফরমটি সব ডকুমেন্টের ওপর রাখতে হবে।

অনলাইন আবেদন ফরম পূরণের নিয়ম

১. অনলাইন আবেদন ফরম পূরণ করার ক্ষেত্রে জটিলতা এড়াতে মুঠোফোনের পরিবর্তে পিসি বা ল্যাপটপকে অগ্রাধিকার দিন।
২. প্রথমে আবেদনকারীর নিজের মুঠোফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এই ফোন নম্বর পরিবর্তনযোগ্য নয় এবং একটি নম্বরের বিপরীতে একটিই আবেদন করা যাবে। যে ডিভাইসে ফরম পূরণ করবেন, সেখানে অবশ্য আবেদনকারীর একটি ছবি (360px x 450px সাইজের) থাকতে হবে।
৩. Form Submit করার আগে ভালোভাবে সব তথ্য যাচাই করে জমা করতে হবে, জমা করার পর এডিট করার সুযোগ নেই।
৪. অসম্পূর্ণ বা মিথ্যা তথ্যসংবলিত আবেদন বা একাধিক আবেদন বাতিল করা হবে।

আবেদনপত্রের সঙ্গে যে কাগজপত্র জমা হবে

১. এসএসসি/দাখিল, এইচএসসি/আলিম বা সমমান পরীক্ষার ট্রান্স ক্রিপ্টের কপি।
২. বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান/বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র (প্রতিষ্ঠানের মূল প্যাডে এবং যা ১ মার্চ ২০২৫–এর পর ইস্যু করা হয়েছে)।
৩. বর্তমানে অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তির মূল মানি রিসিটের ফটোকপি।
৪. পিতা বা অভিভাবকের আয়ের বিবরণ স্থানীয় চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনারের নিজস্ব প্যাডে প্রত্যয়নপত্র।
৫. আবেদনকারীর অভিভাবক চাকরিজীবী হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের নিজস্ব প্যাডে প্রত্যয়নপত্র।
৬. পিতা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৭. আবেদনকারী এতিম হলে চেয়ারম্যান/স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়নপত্র।

আরও পড়ুনআইডিবি মুসলিমদের দেবে ৭২০ ঘণ্টা প্রশিক্ষণ, মিলবে মাসিক হাতখরচও২২ মে ২০২৫

৮. আবেদনকারী প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রত্যয়নপত্র ও পরিচয়পত্রের কপি।
৯. আবেদনকারীকে খামের ওপর ‘ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি’ লেখতে হবে।
১০. নতুন আবেদনকারীকে—আপনার কেন এই শিক্ষাবৃত্তি প্রয়োজন, তার যথার্থতা একটি সাদা কাগজে নিজ হাতে লিখে অন্যান্য কাগজপত্রের সঙ্গে পাঠাতে হবে (অনূর্ধ্ব ১৫০ শব্দের মধ্যে)।
১১. শুধু বাছাই করা শিক্ষার্থীদের ফোন বা এসএমএসের মাধ্যমে মৌখিক সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

দরকারি তথ্য

১. অনলাইন আবেদনের শেষ তারিখ: ৩০ মে ২০২৫, বিকেল ৫টা।
২. ডাকযোগে বা কুরিয়ারে ডকুমেন্ট পাঠানোর শেষ তারিখ: ২০ জুন ২০২৫, বিকেল ৫টা।
৩. ডাকযোগে বা কুরিয়ারে আবেদন পাঠানোর ঠিকানা: ওয়েলফেয়ার বিভাগ, ইবনে সিনা ট্রাস্ট, বাড়ি ৪৮, রোড ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৯।

বিস্তারিত জানতে ওয়েবসাইটে ভিজিট করুন।

আরও পড়ুনব্র্যাক বিশ্ববিদ্যালয়-মেডিকেল শিক্ষার্থীদের দেবে বৃত্তি, লিখতে হবে ২৫০ শব্দের অনুচ্ছেদ১৮ মে ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সরক র

এছাড়াও পড়ুন:

একঝলক (২৪ মে ২০২৫)

ছবি: সুপ্রিয় চাকমা

সম্পর্কিত নিবন্ধ

  • একঝলক (২৪ মে ২০২৫)
  • ‘দুই বছর ধরে ঘুরছি, তবু এনআইডি ঠিক হলো না’
  • কারিগরির সাপ্তাহিক ক্লাস, নম্বরবিন্যাস ও সিলেবাস প্রকাশ
  • আজ টিভিতে যা দেখবেন (২৪ মে ২০২৫)
  • ঢাকায় বিডিএফ ডায়ালজিক বিতর্কের গ্র্যান্ড স্লাম শুরু
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটসে মাস্টার্স, জিপিএ ২.৫–এ করুন আবেদন
  • সংশোধন করা হচ্ছে সরকারি চাকরি আইন, অধ্যাদেশের খসড়া অনুমোদন
  • উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচ সিদ্ধান্ত
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এডুকেশনে ডিপ্লোমা, আবেদন শেষ ২৫ মে