অ্যাপলের ডব্লিউডব্লিউডিসি ২০২৫ শুরু ৯ জুন, যেসব চমক আসছে
Published: 24th, May 2025 GMT
অ্যাপল তাদের বহুল প্রতীক্ষিত বার্ষিক প্রযুক্তি সম্মেলন ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) ২০২৫ সালের ৯ জুন শুরু করতে যাচ্ছে। পাঁচ দিনব্যাপী এই সম্মেলন চলবে ১৩ জুন পর্যন্ত এবং আগের বছরের মতো এবারও সম্পূর্ণ অনলাইনে আয়োজিত হবে। বিশ্বজুড়ে ডেভেলপারদের জন্য উন্মুক্ত এই সম্মেলনে অংশ নেওয়া যাবে সম্পূর্ণ বিনা মূল্যে।
উদ্বোধনী দিনেই ঘোষণা আসতে পারে আইওএস ১৯–এর। ধারণা করা হচ্ছে আইওএস ৭–এর পর আইওএস ১৯–এ সবচেয়ে বড় নকশাগত পরিবর্তন আসতে পারে। এ ছাড়া হালনাগাদ আসবে আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএস ও ভিশনওএেসে। আয়োজনের বিস্তারিত জেনে নেওয়া যাক।
কি-নোট বক্তব্য
উদ্বোধনী কি-নোট শুরু হবে ৯ জুন প্যাসিফিক সময় সকাল ১০টায়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে অ্যাপলের ওয়েবসাইট, ইউটিউব, অ্যাপল টিভি অ্যাপ এবং অ্যাপল ডেভেলপার অ্যাপের মাধ্যমে। যদিও পুরো সম্মেলন ভার্চু৵য়ালভাবে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনের জন্য কিছু নির্দিষ্ট ডেভেলপার ও শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের অ্যাপল পার্কে। সেখানে তাঁরা কি-নোট দেখার পাশাপাশি অ্যাপল প্রকৌশলী ও ডিজাইনারদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন।
আইওএস ১৯
অ্যাপলের পরবর্তী মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস ১৯–এ থাকছে একটি নতুন ডিজাইন। যেখানে ভিশনওএসের প্রভাব স্পষ্ট হবে। আইকনগুলো আরও গোলাকার, মেনু হবে আধা স্বচ্ছ এবং নেভিগেশন বার হবে ভাসমান। যা আইফোন ব্যবহারে দেবে আরও আধুনিক ও সামঞ্জস্যপূর্ণ অভিজ্ঞতা। মেসেজেস ও অ্যাপল মিউজিকের মতো অ্যাপগুলোর ইন্টারফেসেও আসবে পরিবর্তন। সম্ভাবনা রয়েছে সার্চ বারের অবস্থান বদলে যাওয়ার। আইওএস ১৯–এ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার হবে আরও বাড়বে। ব্যাটারির ব্যবহার বিশ্লেষণ করে সেটি অপ্টিমাইজ করার নতুন সুবিধা যুক্ত হবে, যা ব্যবহারকারীর অভ্যাস বুঝে স্বয়ংক্রিয়ভাবে ব্যাটারি সেভ করবে। সিরিতেও আসছে বড় পরিবর্তন। এবার এআইয়ের মাধ্যমে সিরি আরও প্রাসঙ্গিক প্রশ্ন বুঝে উত্তর দিতে পারবে।
আইপ্যাডওএস ১৯
আইওএস ১৯–এর ডিজাইন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে আইপ্যাডওএস ১৯–এও থাকছে নতুন নকশা। বড় পরিসরের পর্দার সুবিধা কাজে লাগিয়ে আসবে আরও গোছানো ইন্টারফেস, নতুন আইকন ও বৃহৎ নেভিগেশন বার। এই সংস্করণে মাল্টিটাস্কিং আরও মসৃণ হবে এবং স্পর্শনির্ভর নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে।
ম্যাকওএস ১৬
ম্যাকওএস ১৬–এ নকশায় থাকছে স্বচ্ছ উইন্ডো, গোল আইকন এবং নতুন ধরনের টুলবার। এর ফলে ম্যাক ডেস্কটপ হবে আরও হালকা এবং যুগোপযোগী। প্রথা অনুযায়ী নতুন সংস্করণটির নাম হতে পারে ক্যালিফোর্নিয়ার কোনো স্থানের নামে। সম্ভাব্য নাম হিসেবে আলোচনায় আছে ম্যামথ, শাস্তা ও রেডউড।
ওয়াচওএস ১২
অ্যাপল ওয়াচের অপারেটিং সিস্টেম ওয়াচওএস ১২–তেও থাকছে নতুন ডিজাইন। যদিও নকশাগত পরিবর্তন সীমিত। তবে ভিশনওএস–এর মতোই আসছে স্বচ্ছ উপাদান ও নতুন বোতাম। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্স প্রযুক্তির মাধ্যমে কিছু লাইটওয়েট এআই সুবিধা যুক্ত হতে পারে। যা অ্যাপল ওয়াচের সীমিত হার্ডওয়্যারের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে। এর ফলে ঘড়ির ব্যবহার হবে আরও ব্যক্তিকেন্দ্রিক।
সূত্র: ইন্ডিয়া টুডে
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র ড জ ইন অ য পল
এছাড়াও পড়ুন:
২ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের কমিটিতে রদবদল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৫ সালের বাকি সময়ের জন্য তারা এ দায়িত্ব পালন করবেন।
পৃথক জরুরি সভায় কমিটিগুলো ঘোষণার বিষয়টি মঙ্গলবার (৮ জুলাই) জানা গেছে।
সোমবার (৭ জুলাই) রাতে আয়োজিত জরুরি সদস্য সমাবেশে সরাসরি ভোটগ্রহণের মাধ্যমে জবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নির্বাচিত হয়েছে। নির্বাচনে আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল সর্বাধিক ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। পরে সদস্যের পরামর্শের ভিত্তিতে ভূমি প্রশাসন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আরিফকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
আরো পড়ুন:
গোবিপ্রবির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গোপালগঞ্জে ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষক বহিষ্কার
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ব্যালট পেপারে ভোটগ্রহণ ও গণনার পর তিনিই নবনির্বাচিত সভাপতির শপথ পাঠ করান। সমাবেশটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।
সভাপতি নির্বাচিত হয়ে রিয়াজুল ইসলাম বলেন, “জবি শিক্ষার্থীরা নানা সমস্যায় ভোগেন। আমরা সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করি। এই ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখাই আমাদের অঙ্গীকার।”
এর আগে, চলতি বছরের ৩ জানুয়ারি আসাদুল ইসলামকে সভাপতি এবং রিয়াজুল ইসলামকে সেক্রেটারি করে কমিটি গঠন করা হয়েছিল। ছয় মাসের মাথায় সেই কমিটিতে রদবদল এনেছে কেন্দ্র।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মুহিব্বুল্লাহ মুহিব, জবি শাখার সাবেক সভাপতি দাইয়্যান সালেহীন, হাফেজ সাজ্জাদ হোসেন, মিকদাদ হোসেন, ইকবাল শিকদার এবং সদ্য বিদায়ী সভাপতি মো. আসাদুল ইসলাম।
অন্যদিকে, কুবি শাখা ছাত্রশিবিরের এক জরুরি সভা সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাফেজ মাজহারুল ইসলাম। নতুন সভাপতি ও সদস্যদের পরামর্শে সেক্রেটারি হয়েছেন মোজাম্মেল হোসেন আবির।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে কুবি শাখা ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানা যায়, নতুন কমিটির সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সেক্রেটরি মোজাম্মেল হোসেন আবির ইংরেজি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ কমিটি কুবি শাখার ২০২৫ সালের বাকি সময়ের দায়িত্ব পালনের জন্য গঠন করা হয়েছে।
এ বিষয়ে কুবি শাখা ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি মোজাম্মেল হোসেন আবির বলেন, “ছাত্রশিবির এমন একটি সংগঠন, যেখানে দায়িত্ব চেয়ে নিতে পারে না। আবার দায়িত্ব দিলে তা থেকে দূরেও থাকা যায় না। নেতৃত্ব এখানে একটি আমানত। আমরা আমাদের শুভাকাঙ্ক্ষী, সুধী সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের কাজকে সহজ করে দেন।”
নবনির্বাচিত সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম বলেন, “আমাদের প্রোগ্রামগুলো যেভাবে পরিচালিত হয়, আমি সেভাবে প্রোগ্রামগুলো পরিচালনা করব। আমাদের আগের সভাপতি যেভাবে কাজগুলো পরিচালনা করেছেন, আমিও সেভাবেই করার চেষ্টা করব। আমাদের নেতৃবৃন্দের পরামর্শে খুব দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
ঢাকা/লিমন/এমদাদুল/মেহেদী