অ্যাপলের ডব্লিউডব্লিউডিসি ২০২৫ শুরু ৯ জুন, যেসব চমক আসছে
Published: 24th, May 2025 GMT
অ্যাপল তাদের বহুল প্রতীক্ষিত বার্ষিক প্রযুক্তি সম্মেলন ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) ২০২৫ সালের ৯ জুন শুরু করতে যাচ্ছে। পাঁচ দিনব্যাপী এই সম্মেলন চলবে ১৩ জুন পর্যন্ত এবং আগের বছরের মতো এবারও সম্পূর্ণ অনলাইনে আয়োজিত হবে। বিশ্বজুড়ে ডেভেলপারদের জন্য উন্মুক্ত এই সম্মেলনে অংশ নেওয়া যাবে সম্পূর্ণ বিনা মূল্যে।
উদ্বোধনী দিনেই ঘোষণা আসতে পারে আইওএস ১৯–এর। ধারণা করা হচ্ছে আইওএস ৭–এর পর আইওএস ১৯–এ সবচেয়ে বড় নকশাগত পরিবর্তন আসতে পারে। এ ছাড়া হালনাগাদ আসবে আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএস ও ভিশনওএেসে। আয়োজনের বিস্তারিত জেনে নেওয়া যাক।
কি-নোট বক্তব্য
উদ্বোধনী কি-নোট শুরু হবে ৯ জুন প্যাসিফিক সময় সকাল ১০টায়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে অ্যাপলের ওয়েবসাইট, ইউটিউব, অ্যাপল টিভি অ্যাপ এবং অ্যাপল ডেভেলপার অ্যাপের মাধ্যমে। যদিও পুরো সম্মেলন ভার্চু৵য়ালভাবে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনের জন্য কিছু নির্দিষ্ট ডেভেলপার ও শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের অ্যাপল পার্কে। সেখানে তাঁরা কি-নোট দেখার পাশাপাশি অ্যাপল প্রকৌশলী ও ডিজাইনারদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন।
আইওএস ১৯
অ্যাপলের পরবর্তী মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস ১৯–এ থাকছে একটি নতুন ডিজাইন। যেখানে ভিশনওএসের প্রভাব স্পষ্ট হবে। আইকনগুলো আরও গোলাকার, মেনু হবে আধা স্বচ্ছ এবং নেভিগেশন বার হবে ভাসমান। যা আইফোন ব্যবহারে দেবে আরও আধুনিক ও সামঞ্জস্যপূর্ণ অভিজ্ঞতা। মেসেজেস ও অ্যাপল মিউজিকের মতো অ্যাপগুলোর ইন্টারফেসেও আসবে পরিবর্তন। সম্ভাবনা রয়েছে সার্চ বারের অবস্থান বদলে যাওয়ার। আইওএস ১৯–এ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার হবে আরও বাড়বে। ব্যাটারির ব্যবহার বিশ্লেষণ করে সেটি অপ্টিমাইজ করার নতুন সুবিধা যুক্ত হবে, যা ব্যবহারকারীর অভ্যাস বুঝে স্বয়ংক্রিয়ভাবে ব্যাটারি সেভ করবে। সিরিতেও আসছে বড় পরিবর্তন। এবার এআইয়ের মাধ্যমে সিরি আরও প্রাসঙ্গিক প্রশ্ন বুঝে উত্তর দিতে পারবে।
আইপ্যাডওএস ১৯
আইওএস ১৯–এর ডিজাইন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে আইপ্যাডওএস ১৯–এও থাকছে নতুন নকশা। বড় পরিসরের পর্দার সুবিধা কাজে লাগিয়ে আসবে আরও গোছানো ইন্টারফেস, নতুন আইকন ও বৃহৎ নেভিগেশন বার। এই সংস্করণে মাল্টিটাস্কিং আরও মসৃণ হবে এবং স্পর্শনির্ভর নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে।
ম্যাকওএস ১৬
ম্যাকওএস ১৬–এ নকশায় থাকছে স্বচ্ছ উইন্ডো, গোল আইকন এবং নতুন ধরনের টুলবার। এর ফলে ম্যাক ডেস্কটপ হবে আরও হালকা এবং যুগোপযোগী। প্রথা অনুযায়ী নতুন সংস্করণটির নাম হতে পারে ক্যালিফোর্নিয়ার কোনো স্থানের নামে। সম্ভাব্য নাম হিসেবে আলোচনায় আছে ম্যামথ, শাস্তা ও রেডউড।
ওয়াচওএস ১২
অ্যাপল ওয়াচের অপারেটিং সিস্টেম ওয়াচওএস ১২–তেও থাকছে নতুন ডিজাইন। যদিও নকশাগত পরিবর্তন সীমিত। তবে ভিশনওএস–এর মতোই আসছে স্বচ্ছ উপাদান ও নতুন বোতাম। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্স প্রযুক্তির মাধ্যমে কিছু লাইটওয়েট এআই সুবিধা যুক্ত হতে পারে। যা অ্যাপল ওয়াচের সীমিত হার্ডওয়্যারের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে। এর ফলে ঘড়ির ব্যবহার হবে আরও ব্যক্তিকেন্দ্রিক।
সূত্র: ইন্ডিয়া টুডে
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র ড জ ইন অ য পল
এছাড়াও পড়ুন:
ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি (হাতে) গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।
আবেদনে উমামা ফাতেমা লিখেছেন, ‘আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।’
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা।
ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৪২ ভোট। অন্যদিকে ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে চতুর্থ হন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা।
আরও পড়ুনডাকসুর ২৮ পদে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলো, জয়ের ব্যবধান কত১০ সেপ্টেম্বর ২০২৫