বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়ে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্য সময় হলে হয়তো লিগ নিয়ে সব উত্তেজনা শেষ হয়ে যেত মোহামেডান চ্যাম্পিয়ন হতেই। কিন্তু এবার আলাদা হিসাব—চ্যাম্পিয়ন হলেও এএফসি টুর্নামেন্টে মোহামেডানের অংশগ্রহণ অনিশ্চিত। কারণ, ক্লাবটি পূরণ করতে পারেনি টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য নির্ধারিত শর্তাবলি।
এর ফলে আলোচনার কেন্দ্রে এখন ‘রানার্সআপ’। মোহামেডান এএফসির টুর্নামেন্টে যেতে না পারলে সেই জায়গা নেবে দ্বিতীয় স্থানে থাকা দল। আর এই টিকিটের জন্য মরিয়া আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস।
আজ কুমিল্লায় এগিয়ে গিয়েও রহমতগঞ্জের সঙ্গে আবাহনী ১-১ গোলে ড্র করার পর রাতে কিংস অ্যারেনায় ফর্টিসের সঙ্গে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করেছে কিংস। কিংসকে ম্যাচে ফেরান শেখ মোরছালিন। আবাহনীকে এগিয়ে নেন এমেকা।
১৭ ম্যাচে আবাহনীর পয়েন্ট ৩২, কিংসের ২৯। শেষ রাউন্ডের ওপরই ঝুলে আছ দুই দলের ভাগ্য। দুই দলের পয়েন্ট সমান হলে প্রথমে গোলপার্থক্য দেখা হবে, এরপর কারা বেশি গোল করেছে। দুই ক্ষেত্রেই এগিয়ে কিংস—তাদের গোলপার্থক্য +২৮, আবাহনীর +২০। কিংস গোল করেছে ৪০টি, আবাহনী ২৮টি।
আরও পড়ুনদক্ষিণ এশিয়ায় যা আগে হয়নি, হামজা–শমিতদের ম্যাচে তেমন চমক দেখাতে চায় বাফুফে২৩ মে ২০২৫২৯ মে লিগের শেষ দিনে ৫টি ম্যাচ হবে। আবাহনী খেলবে ব্রাদার্সের বিপক্ষে। কিংসের প্রতিপক্ষ ওয়ান্ডারার্স, যারা এরই মধ্যে অবনমিত হয়ে গেছে। শেষ ম্যাচে আবাহনী হারলে শুধু নিজেদের ম্যাচ জিতে রানার্সআপ হওয়ার সম্ভাবনা আছে কিংসের।
সর্বশেষ পাঁচ ম্যাচে আবাহনীর জয় মাত্র একটি, সেটিও লিগের অবনমিত দল চট্টগ্রাম আবাহনীর সঙ্গে। বাকি চার ম্যাচে দুটি করে ড্র ও হার। এই পাঁচ ম্যাচে এতটা খারাপ না করলে মারুফুল হকের দল রানার্সআপ হয়ে যেত আরও আগেই। এখন তারা পড়ে গেছে অনেকটাই ঝুঁকির মধ্যে।
আরও পড়ুনআবাহনীর হারে মোহামেডান চ্যাম্পিয়ন, পেশাদার লিগে প্রথম শিরোপা১৭ মে ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কিংস না আবাহনী, প্রশ্ন এখন একটাই
বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়ে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্য সময় হলে হয়তো লিগ নিয়ে সব উত্তেজনা শেষ হয়ে যেত মোহামেডান চ্যাম্পিয়ন হতেই। কিন্তু এবার আলাদা হিসাব—চ্যাম্পিয়ন হলেও এএফসি টুর্নামেন্টে মোহামেডানের অংশগ্রহণ অনিশ্চিত। কারণ, ক্লাবটি পূরণ করতে পারেনি টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য নির্ধারিত শর্তাবলি।
এর ফলে আলোচনার কেন্দ্রে এখন ‘রানার্সআপ’। মোহামেডান এএফসির টুর্নামেন্টে যেতে না পারলে সেই জায়গা নেবে দ্বিতীয় স্থানে থাকা দল। আর এই টিকিটের জন্য মরিয়া আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস।
আজ কুমিল্লায় এগিয়ে গিয়েও রহমতগঞ্জের সঙ্গে আবাহনী ১-১ গোলে ড্র করার পর রাতে কিংস অ্যারেনায় ফর্টিসের সঙ্গে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করেছে কিংস। কিংসকে ম্যাচে ফেরান শেখ মোরছালিন। আবাহনীকে এগিয়ে নেন এমেকা।
১৭ ম্যাচে আবাহনীর পয়েন্ট ৩২, কিংসের ২৯। শেষ রাউন্ডের ওপরই ঝুলে আছ দুই দলের ভাগ্য। দুই দলের পয়েন্ট সমান হলে প্রথমে গোলপার্থক্য দেখা হবে, এরপর কারা বেশি গোল করেছে। দুই ক্ষেত্রেই এগিয়ে কিংস—তাদের গোলপার্থক্য +২৮, আবাহনীর +২০। কিংস গোল করেছে ৪০টি, আবাহনী ২৮টি।
আরও পড়ুনদক্ষিণ এশিয়ায় যা আগে হয়নি, হামজা–শমিতদের ম্যাচে তেমন চমক দেখাতে চায় বাফুফে২৩ মে ২০২৫২৯ মে লিগের শেষ দিনে ৫টি ম্যাচ হবে। আবাহনী খেলবে ব্রাদার্সের বিপক্ষে। কিংসের প্রতিপক্ষ ওয়ান্ডারার্স, যারা এরই মধ্যে অবনমিত হয়ে গেছে। শেষ ম্যাচে আবাহনী হারলে শুধু নিজেদের ম্যাচ জিতে রানার্সআপ হওয়ার সম্ভাবনা আছে কিংসের।
সর্বশেষ পাঁচ ম্যাচে আবাহনীর জয় মাত্র একটি, সেটিও লিগের অবনমিত দল চট্টগ্রাম আবাহনীর সঙ্গে। বাকি চার ম্যাচে দুটি করে ড্র ও হার। এই পাঁচ ম্যাচে এতটা খারাপ না করলে মারুফুল হকের দল রানার্সআপ হয়ে যেত আরও আগেই। এখন তারা পড়ে গেছে অনেকটাই ঝুঁকির মধ্যে।
আরও পড়ুনআবাহনীর হারে মোহামেডান চ্যাম্পিয়ন, পেশাদার লিগে প্রথম শিরোপা১৭ মে ২০২৫