সাবেক এমপি স্বপনের ব্যাংক হিসাবে ৬৫৩ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, দুদকের মামলা
Published: 25th, May 2025 GMT
জয়পুরহাট-২ আসনের সাবেক এমপি ও জাতীয় সংসদের সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নামে ২৮টি ব্যাংক হিসাবে ৬৫৩ কোটি ১৬ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক এই এমপির নামে রয়েছে ১ কোটি ২৬ লাখ টাকার সম্পদ। আর তার স্ত্রীর নামে রয়েছে ২ কোটি ২২ লাখ টাকার সম্পদ।
ব্যাংকে অস্বাভাবিক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি আবু সাঈদ ও তার স্ত্রী মেহবুবা আলমের বিরুদ্ধে দু'টি মামলা করেছে দুদক। রোববার কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলা দু'টি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, সাবেক এই এমপির নিজের ও যৌথ প্রতিষ্ঠানের নামে ২৮টি ব্যাংক হিসাবে ৩২৬ কোটি ৭২ লাখ টাকা জমা ও ৩২৬ কোটি ৪৪ লাখ টাকা উত্তোলনসহ মোট ৬৫৩ কোটি ১৬ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করা হয়েছে। তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ২৬ লাখ ৫৮ হাজার টাকার সম্পদ পাওয়া গেছে। অপরাধলব্ধ ওই অর্থ স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে দুদক আইন-২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২)(৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭ এর ৫(২) ধারা তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
দুদক জানায়, আবু সাঈদ আল মাহমুদ স্বপনের স্ত্রী মেহবুবা আলমের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ২২ লাখ টাকার সম্পদ পাওয়া গেছে। এই সম্পদ তিনি ভোগ-দখলে রেখেছেন। তিনি একজন গৃহিনী। ওই টাকার সম্পদ অর্জনে তার কোনো ব্যবসা বা আয় সৃস্টিমূলক খাত পাওয়া যায়নি অনুসন্ধানে। তার স্বামী অপরাধলব্ধ অর্থ স্ত্রীর নামে রেখেছেন। এই কারণে স্ত্রীর বিরুদ্ধে করা মামলায় সাবেক এমপি আবু সাঈদকেও আসামি করা হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চ্যাটজিপিটিতে ডিপ রিসার্চ
চ্যাটজিপিটি প্ল্যাটফর্মের জন্য বিশেষ সুবিধার কথা জানাল ওপেনএআই। চ্যাটজিপিটিতে যারা ডিপ রিসার্চ ফিচার ব্যবহার করেন, তারা এবারে গবেষণার ফলাফল পিডিএফ ফাইলে ডাউনলোডে বাড়তি সুবিধা পাবেন।
ডিপ রিসার্চ ফিচারের মাধ্যমে আগ্রহীরা জটিল কোনো বিষয়-সংক্রান্ত তথ্য একযোগে দ্রুত আর চটজলদি গোছানো পেতে পারেন।
কমান্ড বক্সে প্রম্পট দেওয়ার পরে চ্যাটজিপিটি অসংখ্য ওয়েবসাইট খুঁজে তথ্য অনুসন্ধান করে। তার ভিত্তিতে সামগ্রিক রিপোর্ট তৈরি করে। ডিপ রিসার্চ ফিচার আনার সময়ে ওপেনএআই কর্তৃপক্ষ জানিয়েছিল, কোনো ব্যক্তির যে কাজ করতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগবে, সেই কাজ মাত্র কয়েক মিনিটে করে দেবে চ্যাটজিপিটি।
নতুন কী সুবিধা
আগে এমন রিপোর্ট তৈরির পর সেটি বা তার অংশবিশেষ কপি করা যেত। কিন্তু টেক্সট কপি করে ওয়ার্ড ফাইলে ফেললে ফরম্যাটে সমস্যা তৈরি হতো। এমন সমস্যা এড়াতেই নতুন ফিচার উদ্ভাবন করেছে চ্যাটজিপিটি। এআই প্রযুক্তির তৈরি করা রিপোর্টের ফরম্যাট ঠিকঠাক রেখেই ‘পিডিএফ’ ফাইল তৈরি করে এখন তা সহজে ডাউনলোড করা যাবে। ফলে তৈরি রিপোর্ট প্রিন্ট করতে বা অফলাইন পদ্ধতিতে ব্যবহারে বাড়তি সুবিধা পাবেন আগ্রহীরা।
কী সুবিধা ফিচারে
ডিপ রিসার্চ ফিচার ব্যবহার করে রিপোর্ট তৈরি হওয়ার পর পিডিএফ হিসেবে এক্সপোর্ট করার অপশন পাওয়া যাবে। যার মাধ্যমে ফরম্যাট বদল না করেই ওই রিপোর্ট যে কারও কাছে পাঠানো যাবে।
ডিপ রিসার্চ রিপোর্টের ওপরে ডানদিকের কোনায় শেয়ার আইকন অংশ প্রথমে ক্লিক করতে হবে। এর পর ডাউনলোড অ্যাজ পিডিএফ অপশন মেন্যু থেকে বেছে নিতে হবে। নিজের ডিভাইসে ওই ফাইল সহজে সংরক্ষণ করে নেওয়া যাবে।
ওপেনএআই কর্তৃপক্ষ জানিয়েছে, ডিপ রিসার্চ ফিচার এখন আগ্রহী যে কেউ ব্যবহার করতে পারবেন। বিনামূল্যে বা পরিষেবার বিনিময়ে দু’ভাবেই ফিচারের সুবিধা নেওয়া যাবে।