নোয়াখালীতে পানিবন্দি ৬৩ হাজার ৮৬০ পরিবার
Published: 10th, July 2025 GMT
টানা দুই দিনের ভারী বর্ষণে নোয়াখালী জেলায় পানিবন্দি হয়ে পড়েছে ৬৩ হাজার ৮৬০টি পরিবার। অতিবৃষ্টির ফলে জেলার বিভিন্ন এলাকায় ঘর-বাড়ি, রাস্তা ও ফসলের মাঠ পানির নিচে চলে গেছে। তবে, বুধবার (৯ জুলাই) রাতে বৃষ্টি থামায় জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে।
জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, নোয়াখালীতে মোট ৪৬৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ১৯টি আশ্রয়কেন্দ্রে ইতোমধ্যে ২৬৮টি পরিবার আশ্রয় নিয়েছে।
কবিরহাট উপজেলার বাসিন্দা আবু নাসের বলেছেন, “বৃষ্টির কারণে আমাদের বাড়িসহ আশপাশের এলাকা পানিতে সয়লাব হয়েছে। আমরা পানিবন্দি অবস্থায় আছি। গত বছর বন্যায় আমরা অনেক ক্ষতির শিকার হয়েছিলাম।”
কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা গিয়াস উদ্দিন বলেছেন, “গত বারের বন্যায় এ উপজেলায় তেমন বেশি ক্ষতি হয়নি। কিন্তু, এবার পার্শ্ববর্তী জেলা ফেনীর মুহুরী নদীর পানি উপচে পড়ায় আমাদের উপজেলা ক্ষতির সম্মুখীন হচ্ছে।”
সুবর্ণচর উপজেলার চর কচ্চপিয়ার কৃষক সিরাজ উদ্দিন বলেছেন, “কিছুদিন আগে আমন ধানের বীজ রোপণ করেছিলাম। হঠাৎ অতিবৃষ্টির কারণে মাঠে হাঁটুপরিমাণ পানি জমে গেছে। লোকসানে পড়ে গেলাম।”
জেলা আবহাওয়া কর্মকর্তা মো.
জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ জানিয়েছেন, নোয়াখালীতে প্রায় ৯ হাজার স্বেচ্ছাসেবক এবং ১০১টি মেডিকেল টিম প্রস্তুত আছে। ৫০০ মেট্রিক টন চাল, ২ হাজার ৭৮০ প্যাকেট শুকনো খাবার ও নগদ ১৮ লাখ টাকা সংরক্ষিত আছে। জেলা প্রশাসন সার্বক্ষণিক নজরদারি করছে। প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢাকা/সুজন/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, ঢাকার প্রার্থী যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ জন প্রার্থীর মনোনয়ন তালিকা প্রকাশ করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস
যে আসন থেকে লড়বেন তারেক রহমান
তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সালাহউদ্দিন আহমদ প্রতিদ্বন্দ্বিতা করবেন কক্সবাজার-১ আসন থেকে। এছাড়া, নোয়াখালী-৩ থেকে বরকতউল্লা বুলু, লক্ষ্মীপুর-৩ থেকে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও টাঙ্গাইল-২ থেকে আবদুস সালাম পিন্টু প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ঢাকার প্রার্থী যারা
ঢাকা-১ আসনে খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আমানউল্লাহ আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫ নবী উল্লাহ নবী, ঢাকা-৬ ইশরাক হোসেন, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-১১ এম এ কাইয়ুম, ঢাকা-১২ সাইফুল আলম নীরব, ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ আমিনুল হক এবং ঢাকা-১৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।
ঢাকা-৭, ৯, ১০, ১৩, ১৭, ১৮ ও ২০ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ