বরুসিয়া ডর্টমুন্ড থেকে ১৩ কোটি ৫৫ লাখ পাউন্ডে ২০১৭ সালে বার্সেলোনায় যোগ দেন উসমান দেম্বেলে। নেইমারের পর তখন তিনি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড়। বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা চার বছর পর ২০২১ সালে দেম্বেলেকে নিয়ে বলেছিলেন, ‘সে কিলিয়ান এমবাপ্পের চেয়েও ভালো।’
সে বছরই বার্সার কোচ হওয়ার পর জাভি হার্নান্দেজ দেম্বেলের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন, ‘ঠিকমতো ব্যবহার করতে পারলে সে বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারে।’ কিন্তু দুই মাস পর ঘটল উল্টোটা। আর্থিক সমস্যায় জর্জরিত বার্সার পক্ষ থেকে দেম্বেলেকে বলা হলো, হয় কম বেতনে নতুন চুক্তি করো কিংবা চলে যাও। জাভিও তাঁকে স্কোয়াডের বাইরে রাখতে শুরু করলেন। বার্সায় দেম্বেলের ছয় বছরকে বুঝতে এটুকু তথ্যই যথেষ্ট। অমিত প্রতিভাবান হলেও চোট, অধারাবাহিকতা ও ক্লাবের সঙ্গে বনিবনা না হওয়ায় খুব বেশি ম্যাচ খেলতে না পারা—এই ছিল দেম্বেলের বার্সা ক্যারিয়ার। বার্সার হয়ে ১৮৫ ম্যাচ খেলে করেছিলেন ৪০ গোল।
রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়াকে ফাঁকি দিয়ে গোল করছেন দেম্বেলে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
হিলি বন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু
দেশের বাজার স্বাভাবিক রাখতে দীর্ঘ ৭ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।
বৃহম্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় ভারত থেকে দুটি মরিচ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করেছে।
ভারতে ঝারখান রাজ্য থেকে গঙ্গেস্বরি ইন্টারন্যাশনাল নামের রপ্তানিকারক প্রতিষ্ঠান মরিচ রপ্তানি করছে। আর হিলি বন্দরের এনপি ইন্টারন্যাশনাল নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান মরিচগুলো আমদানি করে।
আরো পড়ুন:
হিলি স্থলবন্দরে সব কার্যক্রম বন্ধ
হিলি কাস্টমসের কর্মবিরতিতে শুল্কায়ন স্থবির
সম্প্রতি দেশের বাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় আমদানি শুরু করেছেন বলে জানান আমদানিকারকরা। এর আগে, গত বছরের ১৫ নভেম্বর এই বন্দর দিয়ে সর্বশেষ কাঁচা মরিচ আমদানি হয়েছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পি জানান, সম্প্রতি দেশে অতিবৃষ্টি ও বন্যার কারণে মরিচ ক্ষেত নষ্ট হয়ে সংকট দেখা দিয়েছে। ইতোমধ্যে দাম নিয়ন্ত্রণহীণ হয়ে পড়েছে। তাই ব্যাবসায়ীরা ভারত থেকে আমদানি শুরু করেছে। আগামী সপ্তাহ থেকে পুরোদমে আমদানি শুরু হবে। এতে দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে আসবে।”
এদিকে, এক সপ্তাহের ব্যবধানে হিলি বন্দর বাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে ১৩০ টাকা। আমদানি খবরে হিলি বন্দর এলাকায় কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে।
ঢাকা/মোসলেম/মেহেদী