বন্দর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৫।

রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্রবাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। মেলায় সরাসরি ভূমি সেবা প্রদান, গণশুনানি, পরিবেশ সচেতনতা কার্যক্রমসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সহকারী কমিশনার(ভূমি)রহিমা আক্তার ইতির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মো.

মোস্তাফিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা  প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.সরকার আশ্রাফুল ইসলাম,সাব- রেজিস্ট্রার কেএম মোর্শেদ আল মারুফ।

এছাড়া উপজেলা বিএনপি'র সভাপতি মাজহারুল ইসলাম হিরন,সাধারণ সম্পাদক লিটন,গণঅধিকার পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ,বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী,নির্বাহী সদস্য মাহফুজুল আলম জাহিদ ভুমি মেলায় অংশ নিয়ে বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ছাড়াও ভূমি অফিসের কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মেলার উদ্বোধনের আগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উদ্বোধনের পর ইউএনও মোস্তাফিজুর রহমান বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ভূমি সেবার অগ্রগতি ও বাস্তবায়ন পর্যবেক্ষণ করেন।পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেবাপ্রার্থীদের ও স্কুল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে গাছের চারা বিতরণ করা হয়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজন ছিল একটি গণশুনানি, যেখানে ভূমি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ সরাসরি শোনা হয় এবং তাৎক্ষণিকভাবে কিছু সেবা নিশ্চিত করা হয়। এই অংশটি দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, ভূমি অফিসে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ডিজিটাল ভূমি ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাস্তবায়ন সম্ভব হচ্ছে। সেবাপ্রার্থীদের প্রতি আহ্বান থাকবে, কোনো দালালের মাধ্যমে নয়—নিজেরাই সরাসরি ভূমি অফিসে এসে সেবা নিন।

মেলার মাধ্যমে সাধারণ মানুষের ভূমি বিষয়ে সচেতনতা ও অংশগ্রহণ বৃদ্ধির পাশাপাশি দুর্নীতিমুক্ত সেবার নিশ্চয়তা প্রতিষ্ঠার প্রত্যাশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। 
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ম স ত ফ জ র রহম ন ব উপজ ল

এছাড়াও পড়ুন:

৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা

হিন্দিতে ‘ছাবা’, ‘সাইয়ারা’ চলতি বছর বক্স অফিসে ঝড় তুলেছিল। দক্ষিণি সিনেমার মধ্যে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’, ‘কানতারা: চ্যাপটার ১’ ভালো ব্যবসা করেছে। কিন্তু বাজেটের তুলনায় ব্যবসায়িক সাফল্যে বিচার করলে সবাইকে পেছনে ফেলেছে একটি দক্ষিণি সিনেমা। মাত্র ৭ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছে ৯০ কোটি রুপি!
২০২৫ সালের প্রথমার্ধে বড় তারকা ও বাজেটের সিনেমা যেমন হিট হয়েছে, তেমনই কিছু চমকপ্রদ সাফল্য এসেছে ছোট বাজেটের চলচ্চিত্র থেকে। সেই ছোট বাজেটের তামিল ছবি ‘টুরিস্ট ফ্যামিলি’ পুরো বছরকে ছাপিয়ে গেছে, যা এখন ২০২৫ সালের সবচেয়ে লাভজনক সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।

‘টুরিস্ট ফ্যামিলি’: হৃদয়স্পর্শী গল্পের সাফল্য
‘টুরিস্ট ফ্যামিলি’ পরিচালনা করেছেন অভিশান জেভিন্থ, যিনি এটি দিয়ে পরিচালনায় অভিষেক করছেন। সিনেমার কাহিনি শ্রীলঙ্কা থেকে আসা এক তামিল পরিবারের ভারতযাত্রাকে ঘিরে। পরিবারটি অর্থনৈতিক সংকট থেকে ‘উন্নত জীবনের’ আশায় দেশ ছাড়ে।

‘টুরিস্ট ফ্যামিলি’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ

  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৩০ পদে নিয়োগ, চাকরি পেতে করুন আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৫)
  • বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩.৫৩ শতাংশ
  • অনুমতি ছাড়াই গাসিক কর্মকর্তা কিবরিয়ার বিদেশ যাত্রা
  • কোহিনুর কেমিক্যালের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৩৩.৫৫ শতাংশ
  • নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন কত টাকা পাবে, সপ্তম হওয়া বাংলাদেশ পেয়েছে কত
  • আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত
  • সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের অফিসার পদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ
  • ৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা