বন্দর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৫।

রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্রবাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। মেলায় সরাসরি ভূমি সেবা প্রদান, গণশুনানি, পরিবেশ সচেতনতা কার্যক্রমসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সহকারী কমিশনার(ভূমি)রহিমা আক্তার ইতির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মো.

মোস্তাফিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা  প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.সরকার আশ্রাফুল ইসলাম,সাব- রেজিস্ট্রার কেএম মোর্শেদ আল মারুফ।

এছাড়া উপজেলা বিএনপি'র সভাপতি মাজহারুল ইসলাম হিরন,সাধারণ সম্পাদক লিটন,গণঅধিকার পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ,বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী,নির্বাহী সদস্য মাহফুজুল আলম জাহিদ ভুমি মেলায় অংশ নিয়ে বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ছাড়াও ভূমি অফিসের কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মেলার উদ্বোধনের আগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উদ্বোধনের পর ইউএনও মোস্তাফিজুর রহমান বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ভূমি সেবার অগ্রগতি ও বাস্তবায়ন পর্যবেক্ষণ করেন।পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেবাপ্রার্থীদের ও স্কুল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে গাছের চারা বিতরণ করা হয়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজন ছিল একটি গণশুনানি, যেখানে ভূমি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ সরাসরি শোনা হয় এবং তাৎক্ষণিকভাবে কিছু সেবা নিশ্চিত করা হয়। এই অংশটি দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, ভূমি অফিসে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ডিজিটাল ভূমি ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাস্তবায়ন সম্ভব হচ্ছে। সেবাপ্রার্থীদের প্রতি আহ্বান থাকবে, কোনো দালালের মাধ্যমে নয়—নিজেরাই সরাসরি ভূমি অফিসে এসে সেবা নিন।

মেলার মাধ্যমে সাধারণ মানুষের ভূমি বিষয়ে সচেতনতা ও অংশগ্রহণ বৃদ্ধির পাশাপাশি দুর্নীতিমুক্ত সেবার নিশ্চয়তা প্রতিষ্ঠার প্রত্যাশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। 
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ম স ত ফ জ র রহম ন ব উপজ ল

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৬ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্ব শুরু হচ্ছে আজ।

এশিয়া কাপ ক্রিকেট

বাংলাদেশ-আফগানিস্তান
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

জাতীয় লিগ টি-টোয়েন্টি

রাজশাহী-খুলনা
সকাল ১০টা, টি স্পোর্টস

ঢাকা বিভাগ-রংপুর বিভাগ
বেলা ২টা, টি স্পোর্টস

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

বিলবাও-আর্সেনাল
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

টটেনহাম-ভিয়ারিয়াল
রাত ১টা, সনি স্পোর্টস ১

রিয়াল মাদ্রিদ-মার্শেই
রাত ১টা, সনি স্পোর্টস ২

জুভেন্টাস-ডর্টমুন্ড
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সিপিএল: এলিমিনেটর

অ্যান্টিগা-ত্রিনবাগো
আগামীকাল সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
  • জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে রাশিয়া-বেলারুশ সামরিক মহড়ায় কেন অংশ নিল ভারত
  • পাবনায় পুলিশ দেখে পালালেন শিকারিরা, উদ্ধার ৪৫টি ঘুঘু অবমুক্ত
  • তদন্ত করে ভুয়া নাম বাদ দিন
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ সেপ্টেম্বর ২০২৫)
  • শেরপুরে বেশি দামে সার বিক্রি: ২ ব্যবসায়ীকে সোয়া লাখ টাকা জরিমানা
  • পাট গবেষণা ইনস্টিটিউটে ৫৪ পদের চাকরি, করুন আবেদন
  • বাংলাদেশে সফরের সূচি জানিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ
  • আজ টিভিতে যা দেখবেন (১৬ সেপ্টেম্বর ২০২৫)