ফেড চেয়ারম্যানকে হাতে লেখা চিঠি দিলেন ট্রাম্প, সুদ কমানোর আহ্বান
Published: 1st, July 2025 GMT
সোমবার ফেডারেল রিজার্ভের চেয়ার জেরোম পাওয়েল ও পরিচালনা পর্ষদকে আবার আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তিনি বলেন, সুদের হার আরও কমাতে হবে, সে জন্য তিনি ‘অত্যন্ত নিম্ন সুদহার’-এর পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
ট্রাম্প বলেন, পরিস্থিতি যে এ পর্যায়ে গেছে, সে জন্য ফেডের পর্ষদের লজ্জা হওয়া উচিত। নীতিনির্ধারণী ভোটে কেবল পর্ষদ সদস্যরাই নন; বরং আরও পাঁচটি আঞ্চলিক ফেডারেল ব্যাংকের প্রেসিডেন্টরাও অংশ নেন। তাই ট্রাম্প বোর্ডকেই শুধু দোষ দিচ্ছেন, নাকি সব ভোটাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের, তা স্পষ্ট নয়।
সেই সঙ্গে ট্রাম্প সামাজিক মাধ্যমে একটি তালিকা পোস্ট করেছেন, যেখানে বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের সুদহার তুলনা করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের সুদহার তুলনামূলকভাবে বেশি। তালিকার নিচে ট্রাম্প নিজের হাতে লেখা মন্তব্যে বলেন, পাওয়েল যুক্তরাষ্ট্রের ক্ষতি করেছেন এবং এখনো করে চলেছেন। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্প এই তালিকা ফেডারেল রিজার্ভের পর্ষদে পাঠিয়েছেন।
ট্রাম্প আরও বলেন, ‘পর্ষদ তো চুপচাপ বসে থাকে, তারাও দায়ী। আমাদের ১ শতাংশ হারে সুদ দেওয়া উচিত, এর চেয়েও কম হলে ভালো।’
কয়েক মাস ধরেই পাওয়েলকে একের পর এক কটাক্ষ করে চলেছেন ট্রাম্প। কখনো তাঁকে ‘বোকা’, কখনো ‘নির্বোধ’ বা ‘মূর্খ’ বলেছেন। অথচ এই পাওয়েলকে ২০১৮ সালে ফেডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প নিজেই। মূলত তাঁর অভিযোগ, ফেড সুদের হার কমায়নি। ফলে সরকারি ঋণের সুদ পরিশোধে বিপুল অর্থ খরচ হচ্ছে।
লেভিট বলেন, মার্কিনরা যেন সহজে ঋণ নিতে পারেন, সে সুযোগ থাকা উচিত। কিন্তু এখনকার উচ্চ সুদের হার মানুষকে সেই সুযোগ থেকে বঞ্চিত করছে।
এদিকে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ও মেক্সিকোর কেন্দ্রীয় ব্যাংক কয়েক দফা সুদ কমালেও ফেড তা করেনি। ট্রাম্পের আমলে গৃহীত নীতিগত পরিবর্তনের প্রভাব কীভাবে পড়ছে, তা পর্যালোচনা করে তারপরই ফেড সিদ্ধান্ত নিতে চায় বলে কর্মকর্তারা জানিয়েছেন।
পাওয়েল অবশ্য ট্রাম্পের এসব সমালোচনার জবাব দেননি। তিনি শুধু বলেছেন, ফেডের একমাত্র লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা এবং শ্রমবাজারের স্থিতিশীলতা বজায় রাখা; রাজস্ব বা সরকারি ঋণ ফেডের নীতিনির্ধারণে বিবেচ্য নয়। গত ২৪ জুন সিনেটে দেওয়া বক্তব্যে পাওয়েল বলেন, ‘আমরা রাজনৈতিক বিষয় বিবেচনা করে সুদের হার ঠিক করি না।’
জুন মাসের শুরুতে কংগ্রেসে আর্থিক নীতিবিষয়ক প্রতিবেদন উপস্থাপনের সময় রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকার জন্য জন্য পাওয়েলের প্রশংসা করেন আইনপ্রণেতারা। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই নয়, বিশ্বের অনেক কেন্দ্রীয় ব্যাংকারও পাওয়েলের তথ্যভিত্তিক নিরপেক্ষ অবস্থানকে সাধুবাদ জানান।
সোমবার পর্তুগালে কেন্দ্রীয় ব্যাংকারদের সম্মেলনে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দ বলেন, ‘জেরোম পাওয়েল সাহসী কেন্দ্রীয় ব্যাংকারদের প্রতীক। তাঁর জন্য আমাদের করতালি দেওয়া উচিত।’ মঙ্গলবার এ সম্মেলনে পাওয়েল আলোচনায় অংশ নেবেন।
পাওয়েলের মেয়াদ শেষ হচ্ছে ২০২৬ সালের মে মাসে। কিন্তু ট্রাম্প জানিয়েছেন, তিনি শিগগিরই নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করবেন। সাধারণত প্রেসিডেন্টরা বর্তমান চেয়ারম্যানের মেয়াদ শেষের কয়েক মাস আগে মনোনয়ন দেন। কিন্তু ট্রাম্প এই গ্রীষ্মকালেই মনোনয়ন দিলে তা হবে ফেডের ১১১ বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।
ট্রাম্প যাঁর নাম-ই ঘোষণা করুন না কেন, তিনি কার্যত ‘ছায়া চেয়ারম্যান’ হিসেবে কাজ করবেন। তিনি বর্তমান ফেড চেয়ারম্যানের নীতির বিরোধিতা করলে বাজারে অনিশ্চয়তা তৈরি হতে পারে। এতে ডলার দুর্বল হতে পারে এবং দীর্ঘমেয়াদি সুদের হার বেড়ে যেতে পারে, বিশ্লেষকেরা তেমনটাই বলছেন।
ফেড চেয়ার পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় যারা আছেন, তাঁরা হলেন বর্তমান অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, সাবেক গভর্নর কেভিন ওয়ার্শ, বর্তমান গভর্নর ক্রিস্টোফার ওয়ালার, জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক কেভিন হ্যাসেট ও ট্রাম্প মনোনীত সাবেক বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।
রবিবার ফক্স বিজনেসকে ট্রাম্প বলেন, ‘সুদহার কমাবেন, এমন কাউকে আমরা ফেডে আনতে যাচ্ছি।’ ওয়ার্শ সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘কেভিন খুব মেধাবী, যদিও তাঁকে মনোনয়ন দেওয়া হবে কি না, জানি না। তিনি প্রকৃত অর্থেই অত্যন্ত মেধাবী।’ তিনি আরও বলেন, ‘তিনি জেরোম পাওয়েলের মতো করবেন না।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জুভেন্টাসের বিপক্ষে ফিরছেন এমবাপ্পে?
পেটের সমস্যায় ক্লাব বিশ্বকাপে এখনও মাঠে নামা হয়নি কিলিয়ান এমবাপ্পের। তবে শেষ ষোলোতে জুভেন্টাসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে তার অভিষেকের সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। দলটির কোচ জাবি আলোনসো ম্যাচের আগে এমনই ইঙ্গিত দিয়েছেন।
২৬ বছর বয়সী এমবাপ্পে ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই খেলতে পারেননি। তবে তার অনুপস্থিতিতেও দুর্দান্ত পারফর্ম করে 'এইচ' গ্রুপের শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ। জুভেন্টাসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোচ আলোনসো জানিয়েছেন, ফরাসি তারকা এখন অনেকটাই সেরে উঠেছেন।
আলোনসো বলেন, ‘কিলিয়ান এখন অনেক ভালো আছে। প্রতিদিন ওর সঙ্গে কথা হচ্ছে। ম্যাচের দিন সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তার ক্লাব বিশ্বকাপ অভিষেকের সম্ভাবনা অনেক বেশি।’
সম্প্রতি কার্লো আনচেলত্তির বিদায়ের পর কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জাবি আলোনসো। রিয়াল, লিভারপুল এবং বায়ার্ন মিউনিখের সাবেক এই মিডফিল্ডার রিয়ালে কোচ হিসেবে কাজ করছেন মাত্র এক মাসেরও কম সময় ধরে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে তার চোখে এটা এক বড় পরীক্ষা।
আলোনসো বলেন, ‘আমার মূল কাজ শুরু হচ্ছে এখন। মঙ্গলবারের ম্যাচ আমাদের জন্য অনেক বড় কিছু, যদিও একই সঙ্গে এটিই সবকিছু নয়। গত কয়েক সপ্তাহ ধরে আমরা এই ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি।’