শুরুতে নাটক, এরপর সিনেমা। প্রথম সিনেমা ‘ব্যাচেলর’ মুক্তির পর কটে গেছে ২৪ বছর। লম্বা রেসের ঘোড়ার মতোই ছুটে চেলেছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে এক দশক ধরে ভারতেও অভিনয় করছেন তিনি। দুই দেশ মিলে সিনেমার তালিকাও বেশ লম্বা। সেখানে তার স্বীকৃতিও মিলেছে বেশ। পেয়েছেন ভারতের ফিল্মফেয়ার পুরস্কারও। বলিউডেও শুরু করেছেন কাজ।
জয়া অহসান অভিনীত অন্যতম সিনেমা হল- ‘ব্যাচেলর’, ‘ডুবসাঁতার’, ‘গেরিলা’, ‘আবর্ত’, ‘একটি বাঙালি ভূতের গপ্পো’, ‘দেবী’, ‘রাজকাহিনি’, ‘কণ্ঠ’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’, ‘ঈগলের চোখ’, ‘বিসর্জন’, ‘খাঁচা’, ‘এক যে ছিল রাজা’, ‘ক্রিসক্রস, ‘বিজয়া’, ‘জিরো ডিগ্রি’, ‘পুত্র’, ‘ক্রিসক্রস’।
দুইদিন এক সাক্ষাৎকারে জয়া আহসানের জানতে পাওয়া হয় তার সেরা সিনেমার কথা। সঞ্চালকের প্রশ্ন শুনে খানিকটা দ্বিধায় পড়ে যান তিনি। কিছুক্ষণ ভেবে জয়া বলেন, ‘এভাবে বলা কঠিন। কারণ, আমি যতগুলো সিনেমায় অভিনয় করেছি সবগুলোই আমার কাছে সমান।’ কিন্তু উপায় নেই বলতেই হবে। তাৎক্ষণিকভাবে যদি ‘গেরিলা’, ‘বিসর্জন’, ‘ডুবসাঁতার’ সিনেমার কথা বলে থেকে যান জয়া। এছাড়া অন্য এক সাক্ষাৎকারে ‘কণ্ঠ’ ও ‘আবর্ত’ সিনেমার কথাও বলেছিলেন জয়া।
‘গেরিলা’
গেরিলা সিনেমা মুক্তির সাল ২০১১। নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত এই চলচ্চিত্রটি মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত। এতে অভিনয় করেছেন সহস্রাধিক শিল্পী। প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস, এটিএম শামসুজ্জামান, রাইসুল ইসলাম আসাদ, পীযুষ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, গাজী রাকায়েত প্রমুখ।
‘ডুবসাঁতার’
নূরুল আলম আতিক পরিচালিত ‘ডুবসাঁতার’ সিনেমাটি মুক্তি পায় ২০১০ সালে। এ সিনেমায় ‘রেণু’ চরিত্রে দেখা গেছে তাকে। জয়া আহসান ছাড়াও এতে আরও অভিনয় করেছেন শেহজাদ চৌধুরী, অমোক ব্যাপরী, ওয়াহিদা মল্লিক জলি, শাহরিয়ার শুভ, বোংশু হোর, শ্রাবন্তী দত্ত তিন্নি, স্বাধীস খসরু, সুষমা সরকার, স্বাগতাসহ আরও অনেকে।
‘বিসর্জন’
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘বিসর্জন’ পশ্চিমবঙ্গে মুক্তি পায় ২০১৭ সালে। এতে জয়া আহসানের সঙ্গে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়। ৬৪ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ২০১৭ সালে। এতে আরও অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপধ্যায়, অরুণ গুহঠাকুরতা, লামা হালদারসহ আরও অনেকে।
‘কণ্ঠ’
২০১৯ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পায়। এটি যৌথভাবে পরিচালনা করেছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই চলচ্চিত্রের অনুপ্রেরণা একজন ক্যান্সার রোগ থেকে আরোগ্য লাভকারী শ্রী বিভূতি চক্রবর্তী। এখানে রমিলা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার সঙ্গে ছিলেন শিবপ্রসাদ মুখার্জি, পাওলি দাম, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, চিত্রা সেন, পরাণ বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে।
‘অর্ধাঙ্গিনী’
২০২৩ সালের পশ্চিমবঙ্গে মুক্তি পায় জয়া আহসান অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। এটি কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। প্রযোজনা করেছেন সুরিন্দর সিং ও নিসপাল সিং। এতে জয়া আহসানের সঙ্গে অভিনয় করেছেন, কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায়, অম্বরীশ ভট্রাচার্য, লিলি চক্রবর্তী, পূরব শীল আচার্য, অরুণ গুহঠাকুরতা দামিনী বেণী বসুসহ আরও অনেকে।
অভিনয়ের পাশাপাশি ‘দেবী’ নামে একটি সিনেমা প্রযোজনাও করেছেন তিনি। এ পর্যন্ত পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দু’বার বাচসাস পুরস্কার, তিনবার ভারতের ফিল্মফেয়ার এবং একবার টেলিসিনে পুরস্কারসহ অসংখ্য সম্মাননা অর্জন করেছেন এই গুণী শিল্পী।
.উৎস: Samakal
কীওয়ার্ড: জয় আহস ন চলচ চ ত র আরও অন ক প রস ক র পর চ ল আহস ন
এছাড়াও পড়ুন:
৫৩-তে পৌঁছালেন জয়া আহসান
জয়া আহসানের নামের পাশে লেখা আছে—গেরিলা, দেবী, জিরো ডিগ্রী থেকে তাণ্ডব, উৎসবের মতো সিনেমার নাম। শুধুতে ঢাকাই চলচ্চিত্রেই তিনি সরব তা কিন্তু নয় ওপার বাংলার বিসর্জন, বিজয়া, রাজকাহিনী, অর্ধাঙ্গিনী, ক্রিসক্রস, দশম অবতার-এর নায়িকা তিনি। বলছি জয়া আহসানের কথা। আজ তার জন্মদিন। শুভজন্মদিন জয়া আহসান।
উইকিপিডিয়ার তথ্য, ১৯৭২ সালের ১ লা জুলাই জন্মগ্রহন করেছেন জয়া আহসান। হিসাব অনুযায়ী ৫৩তে পৌঁছালেন নায়িকা। যদিও জন্মসাল নিয়ে দ্বিমত আছে। জয়া আহসান একটি সাক্ষাৎকারে বলেছিলেন তার জন্ম ১৯৮৩ সালে।
মডেলিং দিয়ে যাত্রা শুরু জয়ার। এরপর নাটক ও সিনেমায় কাজ করে প্রতিটি ধাপে নিজেকে বারবার প্রমাণ করেছেন তিনি। ঢালিউড থেকে টলিউড, সেখান থেকে বলিউডেও পৌঁছে গেছেন জয়া। বাংলাদেশেরই এই সময়ের সবচেয়ে প্রতিভাবান অভিনেত্রীও বলা হয় জয়া আহসানকে।
আরো পড়ুন:
‘নাটকটি দেখে চোখের পানি ধরে রাখা সম্ভব না’
বুবলীর যে গুণে মুগ্ধ হয়ে প্রেমে পড়েছিলেন তাপস
গল্পনির্ভর সিনেমায় তিনি অসাধারণ আর বাণিজ্যিক সিনেমায় অনন্য। বিশেষত করে নারীকেন্দ্রিক সিনেমাগুলোতে নিজের অভিনয়সত্তাকে অন্য মাত্রায় নিয়ে গেছেন জয়। অভিনয়ের জন্য জয় অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল-প্রথম আলো পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ অসংখ্য সম্মাননা এবং অগণিত দর্শকের ভালোবাসা।
জয়া আহসান বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির বিপরীতে কড়ক সিং-এ অভিনয় করেছেন।
জয়া অভিনীত একক নাটক ও টেলিফিল্ম
১.তারপর ও আঙ্গুরলতা নন্দকে ভালোবাসে(২০০৯)
২.গরম ভাত অথবা নিছক ভূতের গল্প(২০০৭)
৩.হাটকুঁড়া(২০০৬)
৪.তারপর পারুলের দিন(২০০৮)
৫.না কমলা না মেহেরজান(২০১২)
৬.ফেরার কোনো পথ নেই থাকে না কোন কালে(২০১০)
৭.অফবিট(২০০৫)
৮.পাঞ্জাবীওয়ালা(২০০৯)
৯.স্বপ্নসিঁড়ি(২০০৪)
১০.আমাদের গল্প(২০১২)
১১. সম্পর্কের দানা(২০০৯)
১২.লীলাবতী(২০০৬)
১৩.নো ম্যানস ল্যান্ড(২০০৬)
১৪.মায়েশা(২০০৯)
১৫.এ জার্নি বাই বোট(২০১০)
১৬.অবাক সন্দেশ(২০০৮)
১৭.বিকল পাখির গান(২০০৯)
১৮.জোৎস্না নদী ও রহিমের কিছু দৃশ্যকাব্য(২০১২)
জয়া অভিনীত ধারাবাহিক নাটক
১.এনেছি সূর্যের হাসি(২০০৫)
২.টু-লেট(২০০৮)
৩.শঙ্খবাস(২০০৭)
৪.চৈতা পাগল(২০১০)
৫.৬৯(২০০৫)
৬.সংশয়(২০০৩)
জয়া অভিনীত সিনেমা
১.গেরিলা(২০১১)
২.বিসর্জন(২০১৭)
৩.খাঁচা(২০১৭)
৪.ডুবসাঁতার(২০১০)
৫.ফিরে এসো বেহুলা(২০১২)
৬.বিজয়া(২০১৯)
৭.এক যে ছিল রাজা(২০১৮)
৮.জিরো ডিগ্রী(২০১৫)
৯.দেবী(২০১৮)
১০.ভালোবাসার শহর(২০১৭)
১১.আবর্ত(২০১৩)
১২.রাজকাহিনী(২০১৫)
১৩.বিনিসুতোয়(২০২১)
১৪.অর্ধাঙ্গিনী(২০২৩)
১৫.বিউটি সার্কাস(২০২২)
ঢাকা/লিপি