আড়াইহাজারে 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এই  কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাত হোসেনর সভাপতিত্বে ও আরো উপস্থিত ছিলেন, কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকৌশলী মোহাম্মদ  সাইফুল ইসলাম,  উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম, পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার  ডাঃ রীতা ফারিহা,  একাডেমিক সুপারভাইজার মো: শাহজাহান,  অতিরিক্ত কৃষি অফিসার শারমিন  আরা খন্দকার, পরিসংখ্যান কর্মকর্তা আসাদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ।  কর্মশালায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। 

কর্মশালায় ইউএনও সাজ্জাত হোসেন বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আগামীর তারুণ্যের ভাবনায় বাংলাদেশ' শীর্ষক কর্মশালাটি একটি ব্যাতিক্রম উদ্যোগ। আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। আন্দোলন সংগ্রামের পাশাপাশি তাদের শ্রেণিকক্ষে ফিরে যেতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

আমরা আশা রাখি এই কর্মশালা নতুন প্রজন্মকে নতুনভাবে দেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ উপজ ল

এছাড়াও পড়ুন:

‘পোস্ট অফিস সোসাইটি’র প্রথম অ্যালবাম শোনা যাবে বিনা মূল্যে

দীর্ঘ প্রায় দুই দশকের পথচলার পর অবশেষে ডেব্যু অ্যালবাম প্রকাশ করল ব্যান্ড পোস্ট অফিস সোসাইটি। অ্যালবামের নাম ‘ইয়ারস ইন রেজোন্যান্স’। বহু বছরের এলোমেলো সংগীতযাত্রা, লাইভ পরিবেশনা ও ভাবনার সংগৃহীত প্রতিধ্বনিই জায়গা পেয়েছে এই অ্যালবামে। দুই দশকের প্রতিধ্বনি নিয়ে প্রকাশিত এই অ্যালবামের মধ্য দিয়ে পোস্ট অফিস সোসাইটি তাদের দীর্ঘ সংগীতযাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শ্রোতাদের সামনে তুলে ধরল।

নগরজীবনের নীরব সাক্ষী কাককে রূপক হিসেবে সামনে এনে বরাবরই ভিন্নধারার চিন্তা ও পর্যবেক্ষণ হাজির করে ‘পোস্ট অফিস সোসাইটি’। ব্যান্ডের দর্শনে রঙের কোনো শ্রেণিবিভাগ নেই—সবাই কালো, সবাই ধূসর। গায়ের রং নয়, সুরের রঙেই এক হওয়ার বিশ্বাস থেকেই গড়ে ওঠে এই ‘সোসাইটি’। এখানে কেউ স্থায়ী সদস্য নন, আবার কেউ অতিথিও নন—সময় ও সুরের সঙ্গে যাঁরা একাত্ম হতে পেরেছেন, তাঁরাই এই যাত্রার অংশ হয়েছেন।
ব্যান্ড সূত্রে জানা গেছে, অ্যালবামটির জন্ম খানিকটা হঠাৎই। ধানমন্ডির গ্যেটে ইনস্টিটিউটে একটি লাইভ কনসার্টে গান পরিবেশনের সময় ওই আয়োজনের অডিও ট্র্যাকগুলো আলাদাভাবে রেকর্ড করার ভাবনা আসে ব্যান্ডের গিটারিস্ট বখতিয়ার হোসেনের মাথায়। সেখান থেকেই সিদ্ধান্ত—এই লাইভ রেকর্ডিংগুলো নিয়েই তৈরি হবে পোস্ট অফিস সোসাইটির প্রথম অ্যালবাম।

‘ইয়ারস ইন রেজোন্যান্স’-এর গানগুলোতে উঠে এসেছে সমাজ ও ব্যক্তিসত্তার টানাপোড়েন, অভিমান, আত্মানুসন্ধান ও স্মৃতির দায় স্বীকারের গল্প। অ্যালবামের গানগুলো সাজানো বাস্তবতার আড়ালে লুকিয়ে থাকা ফাঁকফোকরগুলো স্পষ্টভাবে তুলে ধরে; যেখানে কখনো আছে সমাজের চাপের নিচে নিজেকে হারানোর বেদনা, কখনো পুরোনো সময় ও অনুভূতির কাছে ফিরে যাওয়ার তাগিদ।

পোস্ট অফিস সোসাইটির গানগুলো শ্রোতাদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বিনা মূল্যে। অ্যালবামের সব গান শোনা যাবে অনলাইনে—নির্দিষ্ট লিংকে ভিজিট করে অথবা কিউআর কোড স্ক্যান করে।

ব্যান্ড সূত্রে জানা গেছে, অ্যালবামটির জন্ম খানিকটা হঠাৎ

সম্পর্কিত নিবন্ধ