আড়াইহাজারে 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এই  কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাত হোসেনর সভাপতিত্বে ও আরো উপস্থিত ছিলেন, কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকৌশলী মোহাম্মদ  সাইফুল ইসলাম,  উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম, পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার  ডাঃ রীতা ফারিহা,  একাডেমিক সুপারভাইজার মো: শাহজাহান,  অতিরিক্ত কৃষি অফিসার শারমিন  আরা খন্দকার, পরিসংখ্যান কর্মকর্তা আসাদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ।  কর্মশালায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। 

কর্মশালায় ইউএনও সাজ্জাত হোসেন বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আগামীর তারুণ্যের ভাবনায় বাংলাদেশ' শীর্ষক কর্মশালাটি একটি ব্যাতিক্রম উদ্যোগ। আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। আন্দোলন সংগ্রামের পাশাপাশি তাদের শ্রেণিকক্ষে ফিরে যেতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

আমরা আশা রাখি এই কর্মশালা নতুন প্রজন্মকে নতুনভাবে দেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ উপজ ল

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জ-৫ আসনে আমি আছি থাকবো ইনশাআল্লাহ : মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও  নারায়ণগঞ্জ-৫ আসনের হাতপাখার প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, পীর সাহেব চরমোনাই মনোনয়নে নারায়ণগঞ্জ-৫ আসনে আমি আছি, থাকবো ইনশাআল্লাহ; কোন গুজবে কান দিবেন ন।

সম্প্রতি অনলাইন নিউজ পোর্টালে একটি ভূয়া নিউজ ছাপা হয়েছে। সেটা খুবই নিন্দনীয়। আমি প্রতিদিন মাঠে ময়দানে বিভিন্ন স্থানে হাতপাখার পক্ষে গণসংযোগ করে যাচ্ছি। কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আগামীতে নির্বাচন করবো এটাই বাস্তব। কারো কানকথায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করবো সবাইকে।

আজ ১৬ নং ওয়ার্ডে গণসংযোগ শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, বন্দর থানা সহ ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীগণ।

তিনি আরও বলেন, আগামীতে ৮ দলের সমন্বয়ে বৃহৎ ইসলামী ঐক্য গঠন হতে যাচ্ছে। আমাদের দৃঢ় বিশ্বাস আগামীতে ইসলামী শক্তিকে মানুষ রাষ্ট্র ক্ষমতায় বসাবে, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে, দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে,  ইনশাআল্লাহ।
 

সম্পর্কিত নিবন্ধ