আড়াইহাজারে 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এই  কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাত হোসেনর সভাপতিত্বে ও আরো উপস্থিত ছিলেন, কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকৌশলী মোহাম্মদ  সাইফুল ইসলাম,  উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম, পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার  ডাঃ রীতা ফারিহা,  একাডেমিক সুপারভাইজার মো: শাহজাহান,  অতিরিক্ত কৃষি অফিসার শারমিন  আরা খন্দকার, পরিসংখ্যান কর্মকর্তা আসাদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ।  কর্মশালায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। 

কর্মশালায় ইউএনও সাজ্জাত হোসেন বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আগামীর তারুণ্যের ভাবনায় বাংলাদেশ' শীর্ষক কর্মশালাটি একটি ব্যাতিক্রম উদ্যোগ। আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। আন্দোলন সংগ্রামের পাশাপাশি তাদের শ্রেণিকক্ষে ফিরে যেতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

আমরা আশা রাখি এই কর্মশালা নতুন প্রজন্মকে নতুনভাবে দেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ উপজ ল

এছাড়াও পড়ুন:

কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় নারায়ণ চন্দ্র দাস (৩৯) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর আরোহী।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ-টঙ্গী সড়কের দড়িপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নারায়ণ চন্দ্র দাস উপজেলার নলছাটা গ্রামের চণ্ডী রঞ্জন দাসের ছেলে।

আরো পড়ুন:

রাঙামাটিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

নড়াইলে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা শামীম বলেন, ‘‘বিকেলে নারায়ণ ও ইমন মোটরসাইকেলে নলছাটার দিকে যাচ্ছিলেন। দড়িপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নারায়ণের মৃত্যু হয়। আহত হন ইমন।’’

তিনি আরো বলেন, ‘‘দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে যান। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/রফিক/রাজীব

সম্পর্কিত নিবন্ধ