আড়াইহাজারে 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এই  কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাত হোসেনর সভাপতিত্বে ও আরো উপস্থিত ছিলেন, কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকৌশলী মোহাম্মদ  সাইফুল ইসলাম,  উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম, পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার  ডাঃ রীতা ফারিহা,  একাডেমিক সুপারভাইজার মো: শাহজাহান,  অতিরিক্ত কৃষি অফিসার শারমিন  আরা খন্দকার, পরিসংখ্যান কর্মকর্তা আসাদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ।  কর্মশালায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। 

কর্মশালায় ইউএনও সাজ্জাত হোসেন বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আগামীর তারুণ্যের ভাবনায় বাংলাদেশ' শীর্ষক কর্মশালাটি একটি ব্যাতিক্রম উদ্যোগ। আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। আন্দোলন সংগ্রামের পাশাপাশি তাদের শ্রেণিকক্ষে ফিরে যেতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

আমরা আশা রাখি এই কর্মশালা নতুন প্রজন্মকে নতুনভাবে দেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ উপজ ল

এছাড়াও পড়ুন:

বগুড়ায় ছুরিকাঘাতে বেদে যুবক নিহত

বগুড়া‌র গাবতল‌ী‌তে দুর্বৃ‌ত্তের ছু‌রিকাঘ‌া‌তে শা‌কিল (২৫) না‌মের এক বেদে যুবক নিহত হ‌য়ে‌ছেন। এ সময় এক নারীসহ দুজন আহত হ‌য়েছেন।  

বৃহস্প‌তিবার (১১ ডিসেম্বর) সকা‌লে গাবতল‌ী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের বেদে পল্লিতে এ হামলা হয়। 

পু‌লিশ ও বে‌দে পল্লির বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোররা‌তে রা‌শেদ না‌মের এক স্থানীয় যুবক পল্লি‌তে গি‌য়ে বে‌দে‌দের ঘ‌রের প‌লি‌থিন কাটার চেষ্টা কর‌ছি‌লেন। বে‌দে পল্লির লোকজন তা‌কে ধ‌রে আট‌কে রা‌খে। সকা‌লে ওই যুবকের স্বজন‌রা সেখা‌নে গি‌য়ে হামলা চা‌লি‌য়ে তা‌কে ছা‌ড়ি‌য়ে আনার চেষ্টা ক‌রে। এ সময় বে‌দে পল্লির লোকজন বাধা দি‌লে তা‌দেরকে ছু‌রিকাঘাত করা হয়। এতে তিনজন আহত হন। স্থানীয়রা আহত‌দের উদ্ধার ক‌রে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল ক‌লেজ হাসপাতা‌লে নেন। পথে শা‌কি‌লের মৃত্যু হয়। 

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান ব‌লেছেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বে‌দে পল্লির লোকজন বিশু না‌মের এক যুব‌কের মা ও বোন‌কে আটকে রে‌খে‌ছি‌লেন। তা‌দেরকে আমরা থানা হেফাজ‌তে নি‌য়ে‌ছি। তা‌দের জিজ্ঞাসাবাদ চল‌ছে। হত্যার সঙ্গে জ‌ড়িতদের গ্রেপ্তা‌রের চেষ্টা চল‌ছে। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়‌নি। 

ঢাকা/এনাম/রফিক

সম্পর্কিত নিবন্ধ