আড়াইহাজারে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
Published: 15th, January 2025 GMT
আড়াইহাজারে 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাত হোসেনর সভাপতিত্বে ও আরো উপস্থিত ছিলেন, কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম, পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাঃ রীতা ফারিহা, একাডেমিক সুপারভাইজার মো: শাহজাহান, অতিরিক্ত কৃষি অফিসার শারমিন আরা খন্দকার, পরিসংখ্যান কর্মকর্তা আসাদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ। কর্মশালায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মশালায় ইউএনও সাজ্জাত হোসেন বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আগামীর তারুণ্যের ভাবনায় বাংলাদেশ' শীর্ষক কর্মশালাটি একটি ব্যাতিক্রম উদ্যোগ। আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। আন্দোলন সংগ্রামের পাশাপাশি তাদের শ্রেণিকক্ষে ফিরে যেতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
আমরা আশা রাখি এই কর্মশালা নতুন প্রজন্মকে নতুনভাবে দেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ উপজ ল
এছাড়াও পড়ুন:
বিদেশিদের দালালি করা দলকে ক্ষমতায় দেখতে চায় না জনগণ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, “বিদেশিদের দালালি করা দলকে ক্ষমতায় দেখতে চায় না এ দেশের জনগণ। একটা দল বিদেশিদের দালালি করে আওয়ামী লীগের মতোই এখন ক্ষমতায় বসতে চাইছে। তাদের সরকার গঠন করতে ভোট দেবে না জনগণ।”
শনিবার (২২ নভেম্বর) বিকেলে বরগুনার শাহাপট্টি সিদ্দিক স্মৃতি মঞ্চে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখা এই সভার আয়োজন করে।
রেজাউল করীম বলেন, “আইয়ামে জাহিলিয়াতের যুগ হার মানিয়েছিল আওয়ামী লীগ। নির্যাতন, গুম-খুন এমন কোনো অপরাধ নেই, যা তারা করেনি। বিদেশে টাকা পাচার করে সম্পদের পাহাড় গড়েছে তারা। এখন আবার বিএনপি আওয়ামী লীগের মতোই চাঁদাবাজি শুরু করেছে, বিদেশিদের দালালি শুরু করেছে। এক স্বৈরাচার বিদায় করে জনগণ মুক্তি পেয়েছে। এখন দেশের মানুষ ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চায়। আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেব। ইসলামী দল ক্ষমতায় গেলে দেশ উন্নত হবে।”
তিনি বলেন, “আগামী সংসদ নির্বাচনে হাত পাখা প্রতীকের বিজয় হলে চাঁদাবজি বন্ধের পাশাপাশি মিথ্যা মামলা থেকে মানুষ মুক্তি পাবে।”
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলাম, খেলাফত মজলিসসহ বিভিন্ন ইসলামী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইমরান/মাসুদ