কুয়েট ও হা-মীম গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক সই
Published: 15th, January 2025 GMT
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্র-ছাত্রীদের শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানে পেশাগত উন্নয়নে কুয়েটের টেক্সটাইল ডিপার্টমেন্ট ও হা-মীম গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
বুধবার কুয়েট ক্যাম্পাসে স্পেকট্রাম ক্লাব কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী জব ফেয়ার ‘জবস্পেস-২০২৫’ এর সমাপনী অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই হয়।
এ সমঝোতা স্মারকের মাধ্যমে হা-মীম গ্রুপ কুয়েটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দেবে এবং স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থীদের চাকরি প্রাপ্তির সুবিধার্থে হা-মীম গ্রুপ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ যৌথভাবে কাজ করবে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানে পেশাগত উন্নয়নে কাজ করবে।
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে কুয়েটের পক্ষে উপস্থিত ছিলেন- উপাচার্য অধ্যাপক ড.
উৎস: Samakal
কীওয়ার্ড: সমঝ ত
এছাড়াও পড়ুন:
উসমানের হ্যাটট্রিক, দাপুটে জয়ে ফাইনালে পাকিস্তান
রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় সিরিজে রোববার জিম্বাবুয়েকে ৬৯ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। ম্যাচের সবচেয়ে আলোচিত চরিত্র ২৭ বছর বয়সী স্পিনার উসমান তারিক। তাঁর স্পিনেই ভেঙে পড়ে জিম্বাবুয়ের ইনিংস। ১০ম ওভারে হ্যাটট্রিক পাওয়া তারিক ৪ উইকেট নেন মাত্র ১৮ রানে। টি-টোয়েন্টিতে এটি পাকিস্তানের মাত্র চতুর্থ হ্যাটট্রিক।
১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে ১৯ ওভারে ১২৬ রানে অলআউট। শুরুতে নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র চাপ তৈরি করলে উসমানের স্পেলে জিম্বাবুয়ে ৬০ রানে ৪ থেকে চোখের পলকে ৬০ রানে ৭ হয়ে পড়ে। এক প্রান্তে কেবল লড়েছেন রায়ান বার্ল—৪৯ বলে ৮ চার ও ২ ছক্কায় অপরাজিত ৬৭ রান করেও সঙ্গীর অভাবে দলকে টেনে নিতে পারেননি।
বাবর আজম করেছেন ৭৪ রান