খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্র-ছাত্রীদের শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানে পেশাগত উন্নয়নে কুয়েটের টেক্সটাইল ডিপার্টমেন্ট ও হা-মীম গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।  

বুধবার কুয়েট ক্যাম্পাসে স্পেকট্রাম ক্লাব কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী জব ফেয়ার ‘জবস্পেস-২০২৫’ এর সমাপনী অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই হয়। 

এ সমঝোতা স্মারকের মাধ্যমে হা-মীম গ্রুপ কুয়েটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দেবে এবং স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থীদের চাকরি প্রাপ্তির সুবিধার্থে হা-মীম গ্রুপ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ যৌথভাবে কাজ করবে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানে পেশাগত উন্নয়নে কাজ করবে। 

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে কুয়েটের পক্ষে উপস্থিত ছিলেন- উপাচার্য অধ্যাপক ড.

মোহাম্মদ মাসুদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এসকে. শরিফুল আলম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল জলিল, সহকারী অধ্যাপক এ কে এম নায়েব উল হোসাইন, সহকারী অধ্যাপক আলবেরুনি আজিজ। অন্যদিকে হা-মীম গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন এইচ আর ম্যানেজার উম্মে আফিয়া আখতার। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: সমঝ ত

এছাড়াও পড়ুন:

একটি দল ক্ষমতায় যেতে ভোট ডাকাতির চেষ্টা করবে: ইছাহাক

ফরিদপুর-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ইছাহাক চোকদার বলেছেন, “আমরা স্বাধীন হয়েও স্বাধীনতা বঞ্চিত ছিলাম। এবার সুযোগ এসেছে পূর্ণ স্বাধীনতার। ন্যায় প্রতিষ্ঠার পাশাপাশি ইসলাম কায়েম করার। বাংলাদেশের মানুষ চায় ইসলামী দল ক্ষমতায় আসুক।” 

তিনি বলেন, “একটি দল নিজেরা নিজেরা দলাদলি ও মারামারি করে নিজেদের প্রভাব দেখাতে চাইছে। তারা আগে ক্ষমতায় ছিল তখন ফ্যাসিস্টদের মতো লুটপাট দুর্নীতি করেছে। তারা ক্ষমতায় যেতে ভোট ডাকাতির চেষ্টা করবে। আমরা তা হতে দেব না।”

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্যাগঞ্জ ইউনিয়নের বাররা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ইছাহাক চোকদার বলেন, “আমরা প্রতিটি কেন্দ্র পাহারা দেব। কাউকে নির্বাচনে সহিংসতা, কারচুপি করতে দেব না। এজন্য যদি রক্ত দিতে হয়, তার জন্যও আমরা প্রস্তুত আছি।”

নেতাকর্মীদের তিনি বলেন, “আমাদের নির্বাচনে জয়লাভ করতে হলে প্রতিটি মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। আমাদের নিয়ে যেন কোনো ভুল বুঝাবুঝি বা মিথ্যা অপপ্রচার না চালানো হয় তার দিকে খেয়াল রাখতে হবে।”

নুরুল্যাগঞ্জ ইউনিয়ন ইসলামি আন্দোলন বাংলাদেশ আয়োজিত সমাবেশে দলটির ইউনিয়ন সভাপতি হাজী দলিল উদ্দিন সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন- ইসলামি আন্দোলনের ভাঙ্গা উপজেলার সভাপতি আব্দুল হান্নান মাতুব্বর, সহ-সভাপতি মো. আসাদ উজ্জামান, সাধারণ সম্পাদক মো. আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান। 

ইসলামী আট দলীয় ঐক্যর প্রতি সমর্থন জানিয়ে সমাবেশে এসে সংহতি প্রকাশ করেন জামায়াত ইসলামের প্রার্থী সরোয়ার হোসেন ও খেলাফত মজলিসের প্রার্থী মিজানুর রহমান।

ঢাকা/তামিম/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ