Samakal:
2025-11-07@18:54:58 GMT

আত্মহত্যাকে ‘না’ বলুন

Published: 31st, January 2025 GMT

আত্মহত্যাকে ‘না’ বলুন

বর্তমানে বাংলাদেশের একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে আত্মহত্যা। এটি এমন একটি জঘন্যতম সিদ্ধান্ত, যা শুধু জীবনকে শেষ করে না; বরং একজন ব্যক্তির চারপাশের মানুষদের অসহনীয় মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে। বিশেষ করে উচ্চশিক্ষা অর্জনে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ভর্তি পরীক্ষা দিতে হয়। তা আশানুরূপ না হওয়া বা সামাজিক বিভিন্ন সমস্যার কারণে এ জঘন্যতম সিদ্ধান্ত নিতে বাধ্য হয় অনেক শিক্ষার্থী।
গত ২৭ জানুয়ারি ইশতিয়াক চৌধুরী মাহিম নামে এক শিক্ষার্থী অনেক হতাশার মধ্যে পড়ে এ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আবার বিভিন্ন পরিবারে রয়েছে নানা ধরনের সমস্যা। যেমন– বিয়ে বিচ্ছেদ, স্বামী বা স্ত্রীর অনৈতিক সম্পর্কে আসক্তি, ব্যবসায় ক্ষতি, বিষণ্নতা, হতাশা, একাকিত্ব, ব্যক্তিগত ও সামাজিক চাপে ডুবে যাওয়া অনেক মানুষ এমন পরিস্থিতিতে পড়েন। যেখানে তারা মনে করেন, তাদের জীবনের আর কোনো মূল্য নেই। এই অনুভূতি থেকে জন্ম নেয় আত্মহত্যা করার চিন্তা, যা অত্যন্ত বিপজ্জনক এবং জীবন ধ্বংস করার মতো কঠিন সিদ্ধান্ত। গণমাধ্যমের রিপোর্ট থেকে জানা যায়, ২০২৪ সালে সারাদেশে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। সমাজের প্রত্যেক মানুষকে দায়িত্বশীল হতে হবে, যাতে কেউ এমন সিদ্ধান্ত নিতে বাধ্য না হন। সমাজে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলেই বন্ধ হবে আত্মহত্যা।
বন্ধ হোক আত্মহত্যার মতো ভয়াবহ জঘন্যতম সিদ্ধান্ত। খুলে যাক নতুন জীবনের দরজা। যেখানে আশা আছে, ভালোবাসা আছে এবং নতুন স্বপ্নের জন্য বেঁচে থাকার শক্তি আছে।

রবিউল হাসান সাগর
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ (২০২৩-২৪)
শিক্ষার্থী, ঢাকা কলেজ
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে শত্রুঘ্ন–মমতা–সৌরভ এক মঞ্চে

চলচ্চিত্রপ্রেমীদের জন্য এবারও কলকাতা পরিণত হয়েছে সিনেমার শহরে—এক উৎসবের নগরে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় ধনধান্য অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বালন করে উৎসবের উদ্বোধন করেন বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা, পরিচালক রমেশ সিপ্পি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী ও বর্ষীয়ান সংগীতশিল্পী আরতি মুখোপাধ্যায়।

উদ্বোধনী মঞ্চেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবিভূষণ সম্মান প্রদান করেন দুই বরেণ্য শিল্পী—শত্রুঘ্ন সিনহা ও আরতি মুখোপাধ্যায়কে। এরপর প্রদর্শিত হয় উৎসবের উদ্বোধনী ছবি—উত্তমকুমার ও সুচিত্রা সেন অভিনীত ক্লাসিক চলচ্চিত্র ‘সপ্তপদী’।
এ বছর উৎসবের আয়োজন কিছুটা সংযত হলেও গাম্ভীর্য ও ঐতিহ্যে ছিল পূর্ণ। বলিউডের বড় তারকাদের উপস্থিতি না থাকলেও দেশ–বিদেশের সিনেমাপ্রেমী, চলচ্চিত্রকার ও বিশিষ্ট ব্যক্তিদের ভিড়ে জমে ওঠে অনুষ্ঠানস্থল। উৎসবের আমেজ ছিল স্পষ্ট।

বৃহস্পতিবার সন্ধ্যায় ধনধান্য অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বালন করে উৎসবের উদ্বোধন করেন বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা, পরিচালক রমেশ সিপ্পি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সম্পর্কিত নিবন্ধ