হিন্দি সিনেমার ব্যর্থতার দায় কাকে দিলেন আমির?
Published: 2nd, May 2025 GMT
বেশ কয়েক বছর আগেও যদি ভারতীয় সিনেমার বিষয়ে জানতে চাওয়া হতো, বলিউডের সিনেমাগুলো নিয়েই আলোচনা সীমাবদ্ধ থাকত। সালমান, শাহরুখ, আমির খানদের সিনেমা থাকত আড্ডার বিষয়। কিন্তু সেই ধারায় পরিবর্তন এসেছে। ধীরে ধীরে ভারতের দক্ষিণী সিনেমার কাছে জনপ্রিয়তা হারাচ্ছে বলিউড! হিন্দি হিট সিনেমার সংখ্যা এখন খুবই কম।
গতকাল ‘ওয়েভস সামিট-২০২৫’—এ যোগ দেন বলিউড অভিনেতা আমির খান। এ মঞ্চে বলিউড সিনেমার বক্স অফিস ব্যর্থতা নিয়ে কথা বলেন। তার দাবি— সিনেমা হল সংকটের কারণে বক্স অফিসে সংগ্রাম করছে হিন্দি সিনেমা।
এ বিষয়ে আমির খান বলেন, “ভারতে যে পরিমাণ মানুষ বসবাস করেন, সেখান থেকে সবসময়ই মনে হয়, আমাদের দেশে খুবই অল্প সংখ্যক সিনেমা হল রয়েছে। সব মিলিয়ে ভারতে ১০ হাজার পর্দা রয়েছে। মোট জনগণের এটি এক শতাংশ। মার্কিন যুক্তরাষ্ট্রে ৪০ হাজার পর্দা রয়েছে, চীনে ৯০ হাজার। আর আমাদের ১০ হাজারের মধ্যে অর্ধেক সাউথ ইন্ডিয়ায়। আর বাকি অর্ধেক দেশের অন্যান্য স্থানে।”
আরো পড়ুন:
প্রথম দিনে কত আয় করল অজয়ের সিনেমা?
বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় শাহরুখ
প্রশ্ন ছুড়ে দিয়ে আমির খান বলেন, “একটি হিন্দি সিনেমার জন্য ৫ হাজার স্ক্রিন। বছরের পর বছর ধরে আমাদের সবচেয়ে হিট সিনেমাগুলো ৩ কোটি মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে দেখেছেন; যা মোট জনসংখ্যার প্রায় ২ শতাংশ। চলচ্চিত্রপ্রেমী দেশ হিসেবে স্বীকৃত একটি রাষ্ট্রে, মাত্র ২ শতাংশ মানুষ সবচেয়ে হিট সিনেমাগুলো প্রেক্ষাগৃহে দেখে। তাহলে বাকি ৯৮ শতাংশ মানুষ সিনেমাটি কোথায় দেখছে?”
ভারতের কোনো কোনো জেলায় একটি সিনেমা হলও নাই। তা জানিয়ে আমির খান বলেন, “আমার সবসময়ই মনে হয়, ভারতে আরো প্রচুর থিয়েটার প্রয়োজন। ভারতের অনেক জেলা রয়েছে যেখানো কোনো সিনেমা হল নেই। সিঙ্গেল স্ক্রিনে একটি সিনেমা দেখারও ব্যবস্থা নেই। এই থিয়েটার সংকট অনেক বড় একটি ব্যাপার। সুতরাং গত কয়েক দশক ধরে আমরা সবচেয়ে বড় যে সংকটের মধ্য দিয়ে গিয়েছি, তা হলো থিয়েটার।”
আমির খান পরিচালিত ও অভিনীত আলোচিত সিনেমা ‘তারে জমিন পার’। ২০০৭ সালে এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে তার অভিষেক ঘটে। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। এ সিনেমার সিক্যুয়েল ‘সিতারে জমিন পার’ দিয়ে অভিনয়ে ফিরেছেন আমির। অভিনয়ের পাশাপাশি এটি প্রযোজনাও করছেন। আগামী ২০ জুন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র আম র খ ন আম র খ ন
এছাড়াও পড়ুন:
মেসের বারান্দার গ্রিলে ঝুলছিল শিশুর লাশ
নাটোর শহরের আলাইপুরে একটি আবাসিক মেস থেকে ইয়াছিন হোসেন (১৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে মেসের বারান্দার গ্রিল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
ইয়াছিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। সে নাটোর শহরের আলাইপুরে একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করত।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোরবানির ঈদের ১৫ দিন পর এলাকার কয়েকজনের সঙ্গে নাটোর শহরের আলাইপুরে এক কারখানায় কাজে আসে ইয়াছিন। কিছুদিন কাজ করার পর বাড়ি ফিরে যেতে পরিবারের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে ইয়াছিন। কিন্তু, ব্যর্থ হয়। মা-বাবার সঙ্গে যোগাযোগ করতে না পেরে গত দুদিন ধরে কান্নাকাটি করছিল শিশুটি। বৃহস্পতিবার তার বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু, সকালে কাজের বুয়া রান্না করতে এসে দেখেন, বারান্দার গ্রিলে ইয়াছিনের মরদেহ ঝুলছে। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
ইয়াছিনের সহকর্মী স্বপন বলেন, ‘‘বাড়ি যাওয়ার জন্য ইয়াছিন কান্নাকাটি করছিল। তার বাবা-মাকে ফোন করছিল, কিন্তু তারা মোবাইল রিসিভ করেনি। সকালে কাজ থেকে খাবার খেতে মেসে আসি। সবাই ভাত খেলেও ইয়াছিন খায়নি। খাবার শেষে আমরা আবার কাজে চলে যাই। পরে মেসের খালা এসে দেখেন, বারান্দার গ্রিলে তার মরদেহ ঝুলছে।’’
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুর রহমান বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করছি, শিশুটি আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। শিশুটির পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।’’
ঢাকা/আরিফুল/রাজীব