দীন ইসলামের জোড়া গোলে জয়ে শুরু বাংলাদেশের
Published: 3rd, July 2025 GMT
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে হংকংকে ৩-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশের ছেলেদের দল। চীনের দাজহুতে আজ টুর্নামেন্টের প্রথম দিনেই জয় দিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন দীন ইসলাম। ম্যাচের ২০ ও ২৬ মিনিটে দুটি গোল করেন তিনি। প্রথমটি ফিল্ড গোল, দ্বিতীয়টি পেনাল্টি কর্নার থেকে। দলের তৃতীয় গোলটি অমিত হাসানের এবং সেটিও পেনাল্টি কর্নার থেকে।
আরও পড়ুনট্রাম্পের নির্বাহী আদেশে কেড়ে নেওয়া হচ্ছে ট্রান্সজেন্ডার সাঁতারুর পদক৫ ঘণ্টা আগে২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল ছেলেদের সর্বশেষ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি। সেই টুর্নামেন্টে গ্রুপ পর্বে ভারতকে হারালেও ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল স্বাগতিক বাংলাদেশ। এবার টুর্নামেন্টে খেলছে না ভারত।
চীনে চলছে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
হাওরে পড়ে ছিল ইজিবাইকচালকের বস্তাবন্দী মরদেহ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার একটি হাওর থেকে অটোরিকশাচালকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জালালপুর হাওর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম রাসেল মিয়া (২৫)। তিনি মদন উপজেলার কুলিয়াটি গ্রামের আবুল মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনতাই করার জন্য তাঁকে হত্যা করে বস্তায় ভরে ফেলে যায়।
পুলিশ জানায়, আজ দুপুরে স্থানীয় বাসিন্দাদের কয়েকজন হাওরে সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে বস্তার ভেতর থেকে রাসেলের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ পাওয়ার খবরে তাঁর পরিবারের লোকজন সেখানে গিয়ে লাশ শনাক্ত করেছেন।
রাসেলের পরিবার জানায়, গত সোমবার সকালে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন রাসেল। এরপর আর বাড়ি ফেরেননি। তাঁরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে রাসেলকে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
কখন, কীভাবে হত্যাকাণ্ডটি ঘটেছে—তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না জানিয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।